1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংককের যানজট কমাতে নানা উদ্যোগ

১১ নভেম্বর ২০২০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যানজটের জন্য কুখ্যাত৷ নাগরিক স্বাচ্ছন্দ্য বাড়াতে ও দূষণ কমাতে প্রশাসন গণ পরিবহণ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ শহরে গাড়ি প্রবেশের উপর টোল ট্যাক্স চাপানোর কথাও চলছে৷

ছবি: Colourbox

ব্যাংকক শহরে স্বাগত, শহরের যানজটেও স্বাগত৷ শহরের রাজপথে গাড়ি চালানো কঠিন৷ ভাগ্য ভালো থাকলে ধীরে ধীরে এগোনো যায়৷ বেশিরভাগ গাড়িই শহরের উপকণ্ঠে শান্ত এক এলাকা থেকে আসে৷

ইসারি জিত্রপাতিমা লাখ লাখ নিত্যযাত্রীদের একজন৷ রাজধানীর উত্তরে লাকসি এলাকা থেকে সকাল সাতটা নাগাদ তাঁর যাত্রা শুরু হয়৷ স্টিয়ারিংয়ে বসেই তাঁর মতো অনেক নিত্যযাত্রীকে প্রাতরাশ সারতে হয়৷ রাজপথের অবস্থা কেউই নিশ্চিতভাবে বলতে পারে না৷ ইসারি জানালেন, ‘‘প্রতিদিনই ট্রাফিক পরিস্থিতি এক রকম হয় না৷ কিছু দিনে আমার বাড়ির দোরগড়া থেকেই যানজট শুরু হয়ে যায়৷ অন্য দিনে যাত্রাপথের কোনো এক অংশে জ্যামের দেখা মেলে৷ বাসা থেকে কাজের জায়গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে কোথাও না কোথাও যানজট থাকবেই৷’’

যানজটের জন্য ডিজেল-চালিত বাসগুলিও অনেকাংশে দায়ী৷ সেগুলির গড় বয়স ২৫ বছর৷ টিকিটের দাম সস্তা বলে ব্যাংককের অনেক মানুষের কাছে এই যান বেশ জনপ্রিয়৷ শহরের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ যাত্রাই এই এই বাসগুলির মাধ্যমে ঘটে৷ কিন্তু সেই বাসও যানজটে আটকে যায়৷

ব্যাংককের মানুষ প্রায় ৬০ শতাংশ যাত্রা গাড়িতেই করেন৷ ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১২ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে থাইল্যান্ডকে সেই অবস্থা বদলাতে হবে৷ সেটা সম্ভব করতে সরকারের পরিবহণ বিশেষজ্ঞরা একটি পরিকল্পনা হাতে নিয়েছেন৷ পরিবহণ বিভাগের প্রধান চায়াতান ফ্রমসর্ন মনে করেন, ‘‘সবার আগে মানুষের জন্য গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে হবে৷ সেই সুযোগ সৃষ্টি করার পরেই গাড়ি নিয়ে ভাবনাচিন্তা করা যাবে৷ তখনও মানুষ নিজস্ব গাড়ি চালাতে চাইলে তাদের টোল ট্যাক্স দিতে হবে৷’’

ব্যাংককে যানজট কমাতে টোল ট্যাক্স

05:23

This browser does not support the video element.

ব্যাংকক শহরের বিটিএস স্কাইট্রেন নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা চলছে৷ ২০২৯ সালের মধ্যে ৫০০ কিলোমিটার রেলপথ তৈরি করতে চায় প্রশাসন৷ এখনো পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ এই যান ব্যবহার করেন৷ শহরের মধ্যে মাত্র তিন শতাংশ যাত্রার জন্য স্কাইট্রেন বা মেট্রো রেল ব্যবহার করা হয়৷ মূলত মধ্যবিত্ত পরিবারের তরুণ প্রজন্মের কাছেই এই যান আকর্ষণীয়৷ এক তরুণ যাত্রী বলেন, ‘‘স্কাইট্রেনের উপরেই আমি সবচেয়ে বেশি নির্ভর করতে পারি৷ কাজে যাবার জন্য আমার সেটা প্রয়োজন৷ ঠিক কতটা সময় আমি পথে থাকবো সেটা পরিকল্পনা করতে পারি, বাসে করে গেলে যা সম্ভব নয়৷ বাস কখনো আসেই না৷ এলেও ড্রাইভার আমাকে সঙ্গে নেন না৷’’

করোনা সংকটের কারণে ব্যাংককের মানুষের উপার্জন কমে গেছে৷ তাই শহরে টোল ট্যাক্স চালু করার বিষয়টি বেশ স্পর্শকাতর৷ শুরুতে এর বিরোধিতা মোটেই বিস্ময়ের কারণ নয়৷ লন্ডন ও স্টকহোম শহরেও এমন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বলে সরকারের উপদেষ্টা সংস্থা পিএসকে কনসালটেন্টস মনে করিয়ে দিয়েছে৷ সংস্থার প্রধান কেরাটি কিজমানাওয়াত বলেন, ‘‘আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে আমরা থাইল্যান্ডের মানুষকে বোঝাতে চাই, যে রূপায়নের আগে এমনকি সুইডেনের মানুষের মনেও কিছু সংশয় ছিল, কিছু প্রতিবাদ দেখা গেছে৷ কিন্তু সেই ব্যবস্থা চালু হবার পর মানুষ খুশি হয়েছে৷ প্রায় ৯০ শতাংশ মানুষ এই আইডিয়া সমর্থন করেছেন৷’’

এমন ব্যবস্থার সুবিধা মানুষের মনে ধরতে পারে৷ বায়ু ও শব্দ দূষণ কমে যাবে, যানজটও কমবে৷ টোল ট্যাক্স বাবদ আয়ের অর্থ গণপরিবহণ ব্যবস্থায় ঢালা যাবে৷ তবে ইউরোপের শহরগুলিতেও টোল ট্যাক্স নিয়ে তর্কবিতর্ক বহু বছর ধরে চলে আসছে৷ জার্মানির মতো অনেক পশ্চিমা দেশের কোনো শহরে এখনো এমন ব্যবস্থা চালু করা সম্ভব হয় নি৷

ব্যাংককের হাতে বেশি সময় নেই৷ সেখানে এক কোটিরও বেশি যান, গাড়ি ও মোটরসাইকেল রাজপথে নামে৷ শুধু ২০১৯ সালেই ১০ লাখ নতুন গাড়ি যোগ হয়েছে৷

এগার্স/এংচুয়ান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ