1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংককে বিস্ফোরণ

১৮ আগস্ট ২০১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বিস্ফোরণকে ঘিরে রহস্য এখনো কাটেনি৷ তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই৷ ওদিকে সোশ্যাল মিডিয়ার জগতে ঘটনাটি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে৷ টুইটারে এ ঘটনাকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা৷

Thailand Untersuchung nach Anschlag in Bangkok
ছবি: Reuters/A. Perawongmetha

জনসংখ্যার সংখ্যাগুরু অংশই বৌদ্ধ, দেশের দক্ষিণে মুসলিম বিদ্রোহীদের তৎপরতা৷ এরই মধ্যে রাজধানীতে এক হিন্দু মন্দিরের কাছে হামলা৷ সামরিক শাসনের মাঝে এবার সন্ত্রাসবাদী তৎপরতার ফলে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প কতটা ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিও বিষয়টি নিয়ে উত্তাল৷

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ব্যাংককে হামলার নিন্দা করে টুইট করেছেন৷

‘টিফটি' নামের আড়ালে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমরা কেন বার বার নিজেদের এমন ক্ষতি করি? বিশ্বে বড্ড বেশি ঘৃণা বিরাজ করছে৷ এই হিংসা বন্ধ করো৷''

ভারতের সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বীর সাংভি একটি ছবি শেয়ার করে মনে করিয়ে দিয়েছেন যে, বিস্ফোরণ সত্ত্বেও মন্দিরের মধ্যে ব্রহ্মার মূর্তি অক্ষত রয়েছে৷

কেতন শেঠও মন্দিরটি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন৷

ভারতের বলিউড চলচ্চিত্র জগতের সঙ্গে ব্যাংককের নিবিড় যোগাযোগ রয়েছে৷ এমনকি বোমা বিস্ফোরণের সময়ে ঘটনাস্থলের কাছেই ছিলেন অভিনেতা-দম্পতি জেনেলিয়া ও রিতেশ দেশমুখ৷ তাঁরা টুইট করে জানিয়ে দেন যে, তাঁরা ভালো আছেন৷

অভিনেত্রী রবীনা ট্যান্ডন ও সোহা আলী খান টুইট করে এই বিস্ফোরণ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন৷

পর্যটক হিসেবে অনেকেই ব্যাংক শহরের এই এলাকায় গিয়েছেন৷ তাঁদেরই একজন জেমস ও'কনেল নিজের অভিজ্ঞতার স্মৃচিতারণ করেছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ