1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংকিং খাতে সংকট

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের ব্যাংকিং খাত বড় ধরণের সংকট কাল পার করছে৷ পাহাড়সম খোলাপি ঋণ এবং নগদ টাকার সংকটে ব্যাংকগুলো সমস্যায় আছে৷ একটি নতুন ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, সংকটে আছে আরো কয়েকটি ব্যাংক৷

ছবি: Reuters/A. Rahman

ব্যাংকের ওপর আস্থাহীনতা আর সুদের হার কম হওয়ায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিচ্ছে৷ রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেয়ায় নতুন ব্যাংকগুলোও সফল হচ্ছে না, যার বড় উদাহরণ ফার্মার্স ব্যাংক৷ ব্যাংকটি এখন দেউলিয়া প্রায়৷ গ্রাহকদের টাকা ফেরত দিতে পরছে না তারা৷

বাংলাদেশে খেলাপি ঋণের সংস্কৃতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেই বেশি৷ সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির পর, জানা গেছে জনতা ব্যাংকের এক গ্রাহককে সর্বোচ্চ ঋণ দেয়ার কেলেঙ্কারির কথা৷ দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, সেই গ্রাহক হল এননটেক্স গ্রুপ৷ ছয় বছরে এই গ্রাহককে ৫ হাজার ৫০৪ কোটি টাকার ঋণ ও ঋণসুবিধা দেয়া হয়েছে৷ আইন অনুযায়ী, মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ আছে৷ জনতা ব্যাংকের মোট মূলধন ২ হাজার ৯৭৯ কোটি টাকা৷ এক গ্রাহক ৭৫০ কোটি টাকার বেশি ঋণ পেতে পারেন না৷

‘ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক প্রভাবে’

This browser does not support the audio element.

বাংলাদেশের ব্যাংকগুলোতে এখন পুঞ্জিভূত খেলাপি ঋণের পরিমান প্রায় ৮০ হাজার কোটি টাকা৷ গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ১৪৮ কোটি টাকা৷ খেলাপি ঋণের ৩৪ হাজার ৫৮১ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের৷ এছাড়া ৪০টি বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৩১ হাজার ৭২৯ কোটি টাকা৷ বিদেশি ৯ ব্যাংকের খেলাপি ঋণ দুই হাজার ৩২১ কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকগুলোর পাঁচ হাজার ৫১৮ কোটি টাকা৷

ঋণ অবলোপন

অবলোপন করা ৪৫ হাজার কোটি টাকা ঋণ যোগ করলে ব্যাংকিং খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা৷ ঋণ অবলোপন হল পাঁচ বছরের পুরনো খেলাপি ঋণ, যা আদায় হচ্ছে না; তার বিপরীতে একটি মামলা ও শতভাগ নিরাপত্তা সঞ্চিত বা প্রভিশন রেখে মূল খাতা থেকে বাদ দেয়া৷

বাংলাদেশের ব্যাংকগুলো এখন নগদ টাকার সংকটে পড়েছে৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শনিবার অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রীর উপস্থিতিতে বলেন  ‘‘একটি বেসরকারি ব্যাংক খারাপ অবস্থায় পড়ে গেছে৷ বেসরকারি ব্যাংকগুলো থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান টাকা তুলে ফেলছে৷ একটা আতঙ্ক তৈরি হয়েছে৷ শেয়ারবাজারের আতঙ্ক ব্যাংকে ছড়িয়ে পড়ছে৷ এ ব্যাপারে আমি মাননীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি৷''

‘ব্যাংকগুলো তার সামর্থ্যের বাইরে অনেক বেশি ঋণ দিয়েছে এবং তা ফেরত আসছে না’

This browser does not support the audio element.

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ওই অনুষ্ঠানে বলেছেন,‘‘আমদানি যে হারে বাড়ছে, রপ্তানি ও প্রবাসী আয় সে হারে আসছে না৷ ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বেড়েছে, দাম বেড়ে গেছে৷ প্রয়োজন মেটাতে বাংলাদেশ ব্যাংক প্রায় ১৫০ কোটি ডলার বিক্রি করেছে৷ এর মাধ্যমে বাজার থেকে ১০ হাজার কোটি টাকার বেশি কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে৷’’

দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে ‘সরকারি গ্যাস, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতের কয়েকটি প্রতিষ্ঠান তিনটি ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা তুলে সরকারি ব্যাংকে জমা করেছে৷ হঠাৎ করে বড় অঙ্কের টাকা তুলে ফেলায় কিছুটা বেকায়দায় পড়েছে ব্যাংক তিনটি৷'

এই পরিস্থিতিতি ব্যাংকের আমানতের সুদের হার বাড়তে শুরু করেছে৷ গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা পেতেই বেসরকারি ব্যাংকগুলো আগের চেয়ে বেশি সুদ দিতে শুরু করছে৷ ব্যাংক আমানতের সুদহার ২ থেকে ৪ শতাংশ বেড়ে এখন দুই ডিজিটে পৌঁছেছে৷ তবে অর্থমন্ত্রী অগ্রণী ব্যাংকের অনুষ্ঠানেই দাবি করেছেন,‘‘ব্যাংকিং খাতে কোনো তারল্য সংকট নেই৷ কাজেই আগ্রাসী হয়ে চড়া সুদে আমানত না নেওয়ার জন্য আমি ব্যাংকারদের অনুরোধ করছি৷''

‘ব্যাংকগুলো তাদের আমানত বাড়াতে সুদের হার বাড়াচ্ছে, এটা নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি হচ্ছে’

This browser does not support the audio element.

সেন্টার ফর পলিসি ডায়ালগের(সিপিডি) অর্থনীতিবিদ ড. খন্দকার গোলম মোয়াজ্জেম ডয়চে ভেলেকে বলেন, ‘‘ব্যাংকগুলো তার সামর্থ্যের বাইরে অনেক বেশি ঋণ দিয়েছে এবং তা ফেরত আসছে না৷ আবার পুঁজিবাজার যখন চাঙ্গা হয়েছিল তখন ব্যাংকের টাকা সেখানে গেছে৷ আর নতুন মুদ্রানীতিতে অ্যাডভান্স ডিপোসিট রেশিও প্রভাব ফেলেছে৷ একই সঙ্গে আমদানি বেড়েছে এবং টাকার তুলনায় ডলারের তেজি অবস্থা এই পরিস্থিতির সৃষ্টি করেছে৷ ব্যাংক থেকে টাকা চলে গেছে৷ তবে এই তারল্য সংকট সাময়িক৷''

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মীর্জা আজিজলু ইসলাম বলেন, ‘‘ফার্মার্স ব্যাংক একটা আতঙ্ক সৃষ্টি করেছে৷ আরো কিছু ব্যাংক সমস্যায় আছে৷ তবে আমি মনে করি ব্যাংকের সার্বিক তারল্য ঠিক আছে৷ অতি তারল্য কমে গেছে৷ আর ব্যাংকগুলো এখন তাদের আমনত বাড়াতে সুদের হার বাড়াচ্ছে৷ এটা নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি হচ্ছে৷''

ব্যাংকের এই সংকট চলে আসছে অনেক দিন ধরেই৷ গত ১৮ জানুয়ারি সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম জাতীয় সংসদে বলেন, ‘‘২০১৭ সালে ব্যাংক খাত নড়বড়ে অবস্থায় পড়েছে৷ ৫৭টি ব্যাংকের মধ্যে ২০ টিতে আর্থিক অবস্থা ছিল দৃশ্যমানভাবে খারাপ৷ অন্য ব্যাংকগুলোতেও কমবেশি সুশাসনের অভাব ছিল৷ খেলাপি ঋণ মারাত্মকভাবে বেড়েছে৷ নামে-বেনামে ইচ্ছামতো ঋণ নেওয়া হয়েছে৷ ব্যাংকের পরিচালক, নির্বাহী, বড় কর্মকর্তারা এসব কাজের সঙ্গে জড়িত ছিলেন৷''

তিনি ঋণ খেলাপিদের নাম ঘোষণা করা, কুঋণ দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, ‘‘লুটপাটের পরেও সরকারকে হাজার হাজার কোটি টাকা মূলধনের যোগান দিতে হচ্ছে৷ যে টাকা জনগণের করের টাকা, সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা৷ নতুন ব্যাংকগুলো আমানতকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়নি৷ তারপরও নতুন নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে৷''

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার খালেদ বলেন,‘‘২০১০ সাল থেকেই আমরা ব্যাংকিং খাতে লুটপাট দেখতে পাই৷ বেসিক ব্যাংকের মত একটি ব্যাংক খালি হয়ে গেল অথচ চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলো না৷ আসলে ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক প্রভাবে৷ আর সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেশি হয়েছে৷ এটা বাংলাদেশ ব্যাংকের দেখার দায়িত্ব হলেও ব্যাংকিং আইনে বাংলাদেশ ব্যাংকের হাত পা বেঁধে দেয়া হয়েছে৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই৷ সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া ব্যাংক লুটপাট বন্ধ করা যাবে না৷''

নতুন আরেকটি আইনের মাধ্যমে ব্যাংকগুলোতে পারিবারিক প্রভাব বাড়ানো হয়েছে৷ এখন একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য হতে পারবেন৷ এটা ব্যাংক খাতকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করেন খন্দকার ইব্রাহিম খালেদ৷ তিনি বলেন, ‘‘নতুন ব্যাংকগুলো অনুমোদনের ব্যাপারেও সক্ষমতা দেখা হয়নি৷ রাজনৈতিক বিবেচনা এবং পরিবারকে প্রাধান্য দেয়া হয়েছে৷ ফার্মার্স ব্যাংক তার উদাহরণ৷''

এ নিয়ে আপনার মতামত লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ