1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংক খুলেছে, চলতে শুরু করেছে গ্রিস

২০ জুলাই ২০১৫

প্রায় স্থবির হয়ে পড়েছিল গ্রিস৷ সব ব্যাংক বন্ধ থাকায় জনজীবনেও পড়েছিল দেশের অর্থনৈতিক দুরবস্থার প্রভাব৷ অবশেষে ব্যাংকগুলো খুলেছে৷ ধীরে ধীরে চলতে শুরু করছে গ্রিস৷

Griechenland Öffnung der Banken in Athen
ছবি: Reuters/Y. Kourtoglou

গত তিন সপ্তাহ গ্রিসের ব্যাংকগুলো পুরোপুরি বন্ধ ছিল৷ এ সময়ে এটিএম থেকে দিনে মাত্র ৬০ ইউরো পর্যন্ত তুলতে পারতেন গ্রাহকরা৷ সোমবার থেকে সব ব্যাংক আবার খুলে দেয়া হয়েছে৷ ফলে প্রতিদিন লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ৬০ ইউরো তুলে শুধু সেই দিনের প্রয়োজন মেটানোর আর দরকার নেই৷ এখন থেকে সপ্তাহে ৪২০ ইউরো পর্যন্ত তোলা যাবে৷ সপ্তাহে মোট টাকার অঙ্ক না বাড়লেও ব্যাংক খোলায় প্রতিদিনের ঝক্কিটা কমলো৷ ব্যাংক খুললেও দেশের বাইরে টাকা পাঠানো এবং নতুন অ্যাকাউন্ট খোলা এখনো বন্ধ রয়েছে৷

তিন সপ্তাহ পর ব্যাংক খুলে দেয়ার পাশাপাশি দেশের অর্থনীতিকে স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর শর্ত অনুযায়ী অর্থনৈতিক সংস্কারও ধীরে ধীরে শুরু করছে গ্রিস৷ সোমবারই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)-কে গ্রিসের অতীত ঋণের কিস্তি হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ইউরো পরিশোধ করার কথা৷ ইইউ-এর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ হিসেবে প্রাপ্য ৭ দশমিক ১৬ বিলিয়ন ইউরো থেকে এই অংক পরিশোধ করবে গ্রিস৷

এছাড়া জনসেবা এবং দ্রব্যমূল্যের ওপর কর বৃদ্ধির প্রক্রিয়াও শুরু হচ্ছে৷ কোকাকোলা, চিনি, কনডম ইত্যাদির মতো কিছু পণ্যের জন্য গ্রিকদের এখন থেকে শতকরা ২৩ ভাগ মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে৷ তবে ওষুধ, বই-পত্র এবং খবরের কাগজের মতো কিছু পণ্যের মূল্য সংযোজন করের হার কম হবে৷

এদিকে গ্রিস নিয়ে জার্মানিতে এখনো আলোচনা-সমালোচনা হচ্ছে৷ তবে গ্রিসের বিষয়ে জার্মানির অবস্থানে পরিবর্তন আসবে না বলেই জানিয়েছেন আঙ্গেলা ম্যার্কেল৷ এক টেলিভিশন চ্যনেলকে জার্মানির চ্যান্সেলর বলেছেন, জার্মানি গ্রিসের ঋণ মওকুফ করবে না৷ এআরডি টেলিভিশন নেটওয়ার্ককে ম্যার্কেল এর পাশাপাশি অবশ্য এ-ও বলেছেন যে, ঋণ মওকুফ না করলেও ঋণ পরিশোধের সময় বাড়ানো হতে পারে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ