1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাঙের বিষে মরছে কুমির!

৪ জুলাই ২০১৩

সাপ ব্যাঙ মারে – এ কথা কে না জানে৷ ব্যাঙ সাপ মারে – এ কথা জানালেও বিশ্বাস হবে সবার? এক ধরণের ব্যাঙ নিয়ে খুব দুর্ভাবনায় পড়ে গেছেন বিজ্ঞানীরা৷ ব্যাঙগুলো কোনো কোনো সাপের মৃত্যুর কারণ৷ কুমিরও মরছে এদের কবলে পড়ে!

Frosch Duellmanohyla uranochroa This Highland red-eyed Treefrog (scientific name Duellmanohyla uranochroa) seen here in a forest in Panama, has suffered severe population declines. Bild: Andreas Hertz, Protected Forest Palo Seco, Comarca Ngöbe-Buglé, Panama, zugeliefert von Samantha Early/DW
ছবি: Andreas Hertz

বিশ্ব বিস্ময়ময়৷ অস্ট্রেলিয়ার এই ব্যাঙগুলো বিস্ময় জাগানোরই ছোট্ট এক নমুনা৷ দেহজুড়ে শক্ত চামড়া, তার ওপর আরো শক্ত শক্ত জরুল৷ মাথায় থাকে বিষের থলি৷ ক্ষুধা নিবারণ করতে সাপ এদের যেই না খায়, অমনি বিষ ছড়িয়ে পড়ে সমস্ত দেহে৷ ব্যাঙ তো মরেই, সাপের পক্ষেও আর বেঁচে থাকা সম্ভব হয় না৷ চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্র বলছে বিষাক্ত এই ব্যাঙগুলোর কারণে নাকি এক ধরণের কুমির বিলুপ্ত হবার পথে৷ কুমিরগুলো সাধারণ কুমিরের তুলনায় বেশ ছোট৷ পুরুষ কুমির ১ দশমিক সাত মিটার বা সাড়ে পাঁচ ফুট বড় হয়৷ মেয়ে কুমির আরো ছোট, মাত্র দশমিক সাত মিটার বা দু'ফুট তিন ইঞ্চি৷ আকারে ছোট বলে এ ধরণের কুমিরকে পিগমি বা স্টান্টেড ক্রোকোডাইল নামে ডাকেন বিজ্ঞানীরা৷ দুর্লভ প্রজাতির এই কুমিরের সংখ্যা অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গায় খুব দ্রুত কমছে৷

কুমিরও মরছে ব্যাঙের কবলে পড়ে (ফাইল ফটো)ছবি: Noopak

চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নর্দার্ন টেরিটরির ভিক্টোরিয়া এবং বুলো নদীর কুমির নিয়ে কাজ করে রীতিমতো শঙ্কিত৷ একটি এলাকায় ২০০৭ সালের শুরুর দিকে ছিল ২৮টি পিগমি কুমির৷ এক বছরের মধ্যেই কমে হয়ে যায় ১০টি৷ এর বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা৷ তবে লক্ষ্য করেছেন, ওই বিষাক্ত ব্যাঙের ঝাঁক আসার পর থেকেই কুমির কমছে৷ ধারণা করা হচ্ছে, বিকল্প খাদ্যের অভাবে কুমিরগুলো ব্যাঙ ধরে ধরে খায়, ব্যাঙের মাথার বিষ কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু ডেকে আনে৷

ব্যাঙগুলো নাকি পূর্ব-দক্ষিণ অস্ট্রেলিয়ার দিকে এগোচ্ছে৷ গতি বেশি নয়, বছরে মাত্র ৫০ কিলোমিটার৷ ব্যাঙাতঙ্ক অবশ্য বিদ্যুৎ বেগে অনেক আগেই পৌঁছে গেছে গন্তব্যে!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ