1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাঙ্গালোর ও ঢাকা সফর

২২ জুন ২০১২

ইউরো এলাকার সংকটের ফলে গোটা বিশ্ব যখন দুশ্চিন্তায় ভুগছে, তখন জার্মানির অবস্থান তুলে ধরতে সংক্ষিপ্ত ভারত ও বাংলাদেশ সফরে বেরিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷

ছবি: DW/S.Burman

ইউরো এলাকার সংকট সামলাতে ব্যস্ত জার্মানি৷ গ্রিসের নির্বাচনের ফলাফলের কারণে ইউরোপ আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও আরও বিপদের ঝুঁকি যে কেটে যায় নি, তার কোনো নিশ্চয়তা নেই৷ ঠিক এমনই এক সময় সংক্ষিপ্ত ভারত সফরে এলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷

নতুন দিল্লি নয়, ভারতের আইটি রাজধানী ব্যাঙ্গালোরকেই বেছে নিলেন সংক্ষিপ্ত এই সফরের জন্য৷ তাঁর এ যাত্রায় ব্যস্ত কর্মসূচির মধ্যে রাখা হয়েছে শহরের নতুন জার্মান দূতাবাস ভবন ও ভারতে জার্মান উৎসবের অংশ হিসেবে ‘আর্বান মেলা'র উদ্বোধন, ভারত-জার্মান বাণিজ্য চেম্বারের প্রতিষ্ঠা দিবসে ভাষণ৷ বাদ পড়েনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনা, কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতও৷ পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা স্বয়ং ভেস্টারভেলে তাঁর নিজের রাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এই ব্যক্তিগত উষ্ণতায় মুগ্ধ ভেস্টারভেলে৷

বিমানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: DW/S.Burman

শুধু জার্মানি তথা ইউরোপ নয়, উচ্চ হারের ধারাবাহিক প্রবৃদ্ধির পর ভারতও কিছুটা বেকায়দায় পড়েছে৷ জোট রাজনীতির বাধ্যবাধকতার কারণে সংস্কার প্রক্রিয়া কার্যত স্তব্ধ হয়ে গেছে৷ দেশি-বিদেশি কোম্পানি সহজে বিনিয়োগ করছে না৷ চড়া সুদের ঋণের কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলির পক্ষে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে৷ এমনকি, ভারতে সক্রিয় অনেক জার্মান কোম্পানিও সন্তুষ্ট নয়৷

বাংলাদেশ থেকে মন্ত্রী, সচিব বা উচ্চ পর্যায়ের যত সংখ্যক প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন, সেই তুলনায় জার্মান প্রতিনিধিদের বাংলাদেশ সফর বেশ বিরল ঘটনা৷ দুই-একজন ছাড়া জার্মান মন্ত্রীরা বাংলাদেশ সফর করে উঠতে পারেন নি৷ অথচ জলবায়ু পরিবর্তন, তৈরি পোশাক শিল্প সহ অনেক বিষয় নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে৷ তাই সংক্ষিপ্ত হলেও তিনি এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন৷ পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি৷ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, ব্যাঙ্গালোর থেকে

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ