1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আতঙ্ক ও উচ্চ সতর্কতা

২৫ জুলাই ২০১২

কলোরাডোর প্রেক্ষাগৃহে মধ্যরাতের প্রদর্শনীর সময় বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর ‘ব্যাটম্যান’ ছবি নিয়ে আলোচনা তুঙ্গে৷ একদিকে, ছবিটির রমরমা ব্যবসা৷ অন্যদিকে, দর্শকদের নিরাপত্তার প্রশ্ন৷

ছবি: dapd

‘ব্যাটম্যান' ছবির ধারাবাহিকের তৃতীয় পর্ব ‘দ্য ডার্ক নাইট রাইজেজ'এর প্রদর্শনী চলাকালে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত এবং ৫৮ জন আহত হওয়ার ঘটনায় শোকাহত মার্কিনিরা৷ তবে এই ঘটনার পরও ছবিটি দর্শকদের টানতে পেরেছে বেশ সফলভাবেই৷

চলচ্চিত্র জগতের ব্যবসায়িক সাফল্যের দিকে নজর রাখে ‘এক্সিবিটর রিলেশন্স' নামক প্রতিষ্ঠান৷ তাদের হিসাবে, মুক্তির পর প্রথম সপ্তাহান্তেই ১৬ কোটি নয় লাখ ডলার আয় করেছে ব্যাটম্যান ধারাবাহিকের শেষ পর্ব৷ এর ফলে প্রথম সপ্তাহান্তে তৃতীয় সর্বোচ্চ আয় করার রেকর্ড গড়েছে পরিচালক ক্রিস্টোফার নোলান-এর ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেজ'৷ এক্ষেত্রে ১৬ কোটি ৯২ লাখ ডলার আয় করে এক ধাপ উপরে রয়েছে হ্যারি পটার ধারাবাহিকের শেষ পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ, পার্ট টু'৷

আর এখন পর্যন্ত প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘দ্য অ্যাভেঞ্জার্স'এর৷ এটি আয় করেছিল ২০ কোটি ৭৪ লাখ ডলার৷ অবশ্য অন্য ছবি দু'টি ত্রিমাত্রিক ছবি হওয়ায় সেগুলোর টিকেটের মূল্য অনেক বেশি ছিল৷ সেই বিবেচনায় দ্বিমাত্রিক ছবির মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন ব্যাটম্যান'এর তৃতীয় পর্বের এই ছবিটির৷

বার্লিনে ব্যাটম্যানছবি: picture-alliance/dpa

তবে কলোরাডো'র ঘটনা ছাড়াও ছবিটি কিছুটা আতঙ্কের জন্ম দিয়েছে দর্শকদের মাঝে৷ কলোরাডোর ঘটনার জন্য জেমস হোমস'কে আটক করার পর অ্যামেরিকার আরো তিনটি এলাকায় প্রায় একই ধরণের আতঙ্ক সৃষ্টির কারণে জননিরাপত্তার স্বার্থে আরো তিন জনকে আটক করেছে মার্কিন পুলিশ৷

অ্যারিজোনার সিয়েরা ভিসা'র প্রেক্ষাগৃহে ছবিটি চলার সময় এক ব্যক্তির অস্বাভাবিক আচরণের ফলে আতঙ্কের সৃষ্টি হয়৷ এমনকি ৫০ জন দর্শক হল ছেড়ে পালিয়ে যায়৷ সেখান থেকে পুলিশ ২৭ বছর বয়সি মাইকেল উইলিয়াম বোরবোয়া'কে আটক করে৷ এদিকে, মেইন রাজ্যের পুলিশ জানিয়েছে, সেখানে টিমোথি কোর্টিস নামের এক ব্যক্তিকে একে-৪৭ বন্দুকসহ আটক করা হয়েছে৷ কোর্টিস স্বীকার করেন যে, ছবিটি দেখার পর তিনি তাঁর আগের কর্মস্থলের প্রধানকে খুন করতে যাচ্ছিলেন৷ এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একই ছবির প্রদর্শনীর সময় অস্বাভাবিক আচরণের জন্য আটক করা হয়েছে ৫২ বছর বয়সি ক্লার্ক ট্যাবর'কে৷

এমন অবস্থায় হাস্যরসাত্মক ধারাবাহিক ব্যাটম্যান'এর সর্বসাম্প্রতিক পর্ব ‘ব্যাটম্যান ইনকর্পোরেটেড নম্বর তিন' এর প্রকাশনা এক মাসের জন্য স্থগিত করেছে এটির মালিক প্রতিষ্ঠান ডিসি এন্টারটেনমেন্ট৷ এছাড়া জার্মানির প্রেক্ষাগৃহগুলোতে ‘ব্যাটম্যান' ছবির প্রদর্শনীতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে৷

এএইচ / জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ