1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাটারিচালিত গাড়ির ক্ষেত্রে বিপ্লব

১৩ অক্টোবর ২০১৭

পরিবেশ দূষণ কমাতে ইলেকট্রিক গাড়ির প্রচলন বাড়ানোর উদ্যোগ চলছে৷ তবে এই প্রযুক্তি এখনো বড় আকারে প্রয়োগের সময় আসেনি৷ অস্ট্রিয়ার এক কোম্পানি বিশেষ ব্যাটারি কাজে লাগিয়ে এ ক্ষেত্রে বিপ্লব আনছে৷

Inger Sethov Elektroauto
ছবি: DW/L.Bevanger

ব্যাটারিচালিত গাড়ির ক্ষেত্রে অস্ট্রিয়ার বিপ্লব

03:16

This browser does not support the video element.

ডিডাব্লিইউ'র প্রতিবেদক ক্রিস্টিয়ান রমান অস্ট্রিয়ার লিনৎস শহরে ব্যাটারি শিল্পে এক বিপ্লব পর্যবেক্ষণ করছেন৷ তিনি বলেন, ‘‘আমরা ফলক্সভাগেন কোম্পানির ক্যাডি মডেলে চলেছি৷ ক্রাইসেল কোম্পানি তাতে ইলেকট্রিক ইঞ্জিন বসিয়েছে৷ গাড়ি চালিয়ে কতটা আনন্দ পাওয়া যাচ্ছে, সেটা মূল বিষয় নয়৷ ব্যাটারি চার্জ করে অনেক দূর যাওয়া যায়৷ এই কোম্পানি বাকিদের তুলনায় ব্যাটারিকে অনেক বেশি উপযোগী করে তুলেছে৷ সেটাই এখন পরখ করে দেখছি৷''

ক্রাইসেল কোম্পানিকে সবার আগে একটা গোটা কারখানা তৈরি করতে হয়েছে৷ প্রতিষ্ঠার মাত্র ৩ বছরের মধ্যেই বড় বড় গাড়ি কোম্পানিগুলি তাদের প্রযুক্তি ব্যবহার করতে লাইন লাগিয়েছে৷ ক্রাইসেল ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা মারকুস ক্লাইসেল বলেন, ‘‘এমন এক ব্যাটারির মধ্যে প্রায় ৫,০০০ সেল বসানো আছে৷ আমাদের প্রযুক্তি সেই সেলগুলি অত্যন্ত কার্যকরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত করে৷ কারণ, এভাবে যুক্ত হলেই পুরো শক্তি পাওয়া যায়৷ সবচেয়ে দারুণ বা কঠিন বিষয় হলো, রেজিস্টেন্স কমে যায়৷ কারণ, বিভিন্ন কোষের মধ্যে ঘর্ষণে শক্তিক্ষয় হয়৷ এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই সমস্যার অনেকটা সমাধান করতে পেরেছি৷ বাজারে আমরাই প্রায় সেরা৷ অন্য প্রতিযোগীদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, আমাদের ব্যাটারির ক্ষমতা ১০ শতাংশ বেশি৷''

এই সাফল্যের ফলে ইলেকট্রিক গাড়ি চালানো আরও আকর্ষণীয় হয়ে উঠছে এবং ই-কারের সংখ্যা বাড়লে ২০৫০ সালের মধ্যে পরিবেশ সংরক্ষণ লক্ষ্যমাত্রা অর্জন করা অনেক সহজ হবে৷ মারকুস ক্লাইসেল বলেন, ‘‘ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে আজ আমাদের হাতে সমাধানসূত্র এসেছে৷ অবশ্যই ১০, ২০ বা ৩০ বছরে আরও নতুন প্রযুক্তি আসবে, যা আরও উন্নত ও যার চাহিদাও কম হবে৷ কিন্তু এখনই শুরু না করলে ২০৫০ সালের মধ্যে লক্ষ্য পূরণ করা যাবে না৷ মূলত এই কারণে আমরা এটা করতে চাই৷ পরবর্তী প্রজন্মের জন্য আমরা ভালো কিছু রেখে যেতে চাই৷ বলতে চাই, আমরা কমপক্ষে চেষ্টা করেছিলাম৷''

শখের বশে নিজেদের গ্যারেজেই কাজ শুরু করেন তাঁরা৷ যে কোনো গাড়িকেই যে সঠিক ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে ই-কারে পরিণত করা যায়, মার্কুস ক্রাইসেল ও তাঁর দুই ভাই সেটা দেখাতে চেয়েছিলেন৷ মারকুস ক্লাইসেল বলেন, ‘‘গাড়িতে তার মূল ৭টি গিয়ার, ডুয়াল ক্লাচ গিয়ার সিস্টেম বজায় রাখা হয়েছে৷ ইলেকট্রিক ইঞ্জিনটি সেভাবেই সাজানো হয়েছে৷ ফলে গিয়ার বদলানোও সহজ থাকছে৷ গতি বাড়ানোর মজাই আলাদা৷ ঘণ্টায় দেড়শ' কিলোমিটার বেগে চলার সময়ে ফিফথ গিয়ার দিলাম, তারপর ২০০ কিলোমিটার ছুঁয়ে সিক্সথ গিয়ার দিলাম৷ এভাবে ইলেকট্রিক গাড়িও যতটা সম্ভব সাশ্রয়ী হিসেবে চালানো যায়৷ বড় আকারে এই ব্যাটারির উৎপাদন শুরু হতে পারে৷ আলোচনা চলছে৷''

এগার্স/রমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ