1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাটিংয়ে সেরা ভারত, বোলিংও মন্দ নয়

২৫ জানুয়ারি ২০১১

প্রতি বিশ্বকাপেই ফেভারিট তালিকায় থাকা ভারত এবার নিজ দেশের মাটিতেই বিশ্বকাপ খেলছে৷ আর দলের ব্যাটিং শক্তি এই মুহুর্তে বিশ্ব সেরা৷ তাই ভারতকে নিয়ে কোটি কোটি ভক্তের আশা অনেক৷ কিন্তু এতো প্রত্যাশার চাপ কি তারা সইতে পারবে?

এবার বিশ্বকাপটা রেখে দিতে পারে ভারত (ফাইল ফটো)ছবি: AP

যদি কেবল ব্যাটিং লাইন আপের দিকে তাকানো হয়, তাহলে ভারতেরই উচিত এবারের চ্যাম্পিয়ন হওয়া৷ ওপেনার শেহওয়াগের সঙ্গে গৌতম গম্ভীর নয়তো শচীন টেন্ডুলকার নামছেন৷ এরপর রয়েছেন, যুবরাজ সিং ও বিরাট কোহলি৷ তারপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ এরা যে কোন একজনই একটি ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট৷ টেন্ডুলকারের এটাই হয়তো শেষ বিশ্বকাপ, তার ওপর দারুণ ফর্মে আছেন তিনি৷ অন্যদিকে টেস্ট ক্রিকেট ছাড়াও ওয়ানডেতেও বিশ্বের অন্যতম সেরা হওয়ার পথে গম্ভীর৷ সে হিসেবে দলের ব্যাটিং শক্তির গভীরতা অন্য যে কোন দলের চেয়ে বেশি৷ তার ওপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পেস বোলার ইউসুফ পাঠান যেভাবে মারমুখী সেঞ্চুরি করলেন তাতে দলে আরও একজন ব্যাটসম্যান বাড়লো৷

বোলিং সাইডে নেতৃত্ব দেবেন অফ স্পিনার হরভজন সিং৷ আর নিজ দেশের স্পিন সহায়ক পিচে ভারতেরই সুবিধা হবে বেশি৷ আরও রয়েছেন মুনাফ প্যাটেল ও জহির খানের মত কোয়ালিটি পেসার৷ তাই ব্যাটসম্যানরা ঠিকভাবে খেললে দলকে সাফল্য এনে দেওয়ার সামর্থ্য রাখেন বোলাররা৷ অন্যদিকে উইকেটের পেছনে অধিনায়ক ধোনি বরাবরই আস্থার প্রতীক৷

কিন্তু সমস্যা বাধবে অন্য জায়গায়৷ একশ কোটির দেশ ভারতে ক্রিকেট অনেকটা পুজার মতোই৷ নিজ দেশে এত বড় প্রত্যাশার চাপ সয়ে সাফল্য আনা যে কোন দলের জন্যই অত্যন্ত কঠিন৷ তাছাড়া অতিরিক্ত চাপে ভারতের ভেঙ্গে পড়ার নজিরও কিন্তু কম নেই৷

স্কোয়াড: এম এস ধোনি (অধি), ভিরেন্দর শেহওয়াগ (সহ অধি), রবি চন্দ্র অশ্বীন, পিযুস চাওলা, গৌতম গম্ভীর, হরভজন সিং, জহির খান, বিরাট কোলি, প্রবীর কুমার, আশীষ নেহরা, মুনাফ প্যাটেল, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং৷

সাফল্য: চ্যাম্পিয়ন ১৯৮৭, রানার্স আপ ২০০৩৷ ওডিআই অবস্থান: ২৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ