1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

ব্যাপক হারে কমলো ইলন মাস্কের গাড়ি সংস্থার লাভ

২৩ এপ্রিল ২০২৫

বছরের প্রথম কোয়ার্টারে দুই-তৃতীয়াংশ কমেছে লাভ। ডোজের নেতৃত্ব দেওয়ার সময় শতাধিক সরকারি কর্মচারি কাজ হারিয়েছেন। মাস্কের এই অজনপ্রিয় ভূমিকাই টেসলার বিক্রি কমার কারণ বলে মনে করা হচ্ছে।

অ্যামেরিকার রাস্তায় টেসলা নিয়ে দেওয়াল লিখন
টেসলা নিয়ে অ্যামেরিকার রাস্তায় দেওয়াল লিখনছবি: Josh Edelson/AFP

এই বছরের প্রথম কোয়ার্টারের লাভের হিসেবও প্রকাশ করেছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা। মঙ্গলবার প্রকাশিত সেই রিপোর্টে জানানো হয়েছে, গাড়ি বিক্রি কম হওয়ায় প্রায় ৭১ শতাংশ নিচে নেমেছে লাভ। প্রথম কোয়ার্টারে ৪০ দশমিক নয় কোটি মার্কিন ডলার লাভ করেছে এই সংস্থা।   

টেসলার কর্ণধার ইলন মাস্ক যুক্তরাষ্ট্র প্রশাসনে ডোজের নেতৃত্ব দেওয়ার সময় শতাধিক সরকারি কর্মচারি কাজ হারিয়েছেন। এর ফলেই মাস্ক তথা টেসলার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে বলে মনে করা হচ্ছে।    

মে মাসের শেষের দিকে ১৩০ দিনের মাথায় তার ডোজ প্রধান থাকার সময়কাল শেষ হবে। 

ইলন মাস্কের প্রতিক্রিয়া

মঙ্গলবার রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই মাস্কও ঘোষণা করেন যে তিনি মে মাস থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে কম সময় দিয়ে টেসলার কাজে মনোনিবেশ করবেন।

সংস্থার বিনিয়োগকারীদের সঙ্গে কনফারেন্স কলে তিনি বলেন, "মে থেকে আমার ডোজের কাজ কমে যাবে।" তিনি আরো বলেন ডোজ তৈরির পিছনে তার যা কাজ ছিল তা তিনি শেষ করে ফেলেছেন। 

ট্রাম্প প্রশাসনে মাস্কের ভূমিকা

ধনকুবের মাস্কের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক দৃশ্যত ভালো। জানুয়ারিতে ওভাল অফিসের দায়িত্ব নেয়ার পরেই এক ধাক্কায় সরকারি খরচও কমানোর দায়িত্ব বন্ধু মাস্কের হাতে তুলে দেন ট্রাম্প।

মাস্ক ক্ষমতায় আসার পর ডোজ শিক্ষা দফতর, ইউএসএইড-সহ একাধিক সরকারি দফরে তালা ঝুলিয়ে দেন। দাবি করা হয়, এর ফলে দুর্নীতি এবং আমলাতন্ত্র কমবে এবং দক্ষতা বাড়বে।

সহস্রাধিক সরকারি কর্মী কাজ হারান। সরকারি প্রকল্প বন্ধ হরে দেওয়া হয়।

এই নির্বিচারে সরকারি সংস্থা এবং দফতর বন্ধ করে দেয়ার সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানো হয়েছে। 

এর প্রতিক্রিয়ায় মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সহ অন্যান্য দেশে জনমত তৈরি হয়েছে।

টেসলার শোরুমে প্রতিবাদ দেখা গেছে। এমনকি মাস্ক-বিরোধীরা শোরুমের উপর আক্রমণ করেছে।

এসসি/এসজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ