1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যয়সংকোচের প্রতিবাদে গ্রিসে চলছে ধর্মঘট

১৫ জুন ২০১১

একদিকে ঋণদাতা, অন্যদিকে জনগণ৷ সঙ্গে সরকার ভেঙে যাওয়ার ভয়৷ কী করবেন গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেয়ু৷ তাই পরামর্শের জন্য আলোচনায় বসেছেন প্রেসিডেন্টের সঙ্গে৷

Protesters holding Greek flags face the police in front of the Parliament during a rally against plans for new austerity measures, in central Athens, Wednesday, June 15, 2011. A 24-hour anti-austerity strike by Greece's largest labor unions crippled public services Wednesday, as the Socialist government was to begin a legislative battle to push through last-ditch cost-cutting reforms that will extend beyond its own term in office. (Foto:Lefteris Pitarakis/AP/dapd)
গ্রিসে চলছে বিক্ষোভছবি: dapd

আবার ব্যয়সংকোচ

দ্বিতীয়বারের মতো ব্যয়সংকোচ নীতি ঘোষণা করতে হবে গ্রিসকে৷ সেটা নিয়ে এখন সারাদেশে চলছে ধর্মঘট৷ কারণ ঋণ পাওয়া৷ ইউরোপীয় ইউনিয়ন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে দিয়েছে ১২ বিলিয়ন ইউরোর ঋণ পেতে হলে গ্রিসকে আবারও ব্যয়সংকোচের দিকে নজর দিতে হবে৷ তাই প্রায় ২৮ বিলিয়ন ইউরোর ব্যয়সংকোচের খসড়া প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা চলছে৷ আর তাই সংসদকে ঘিরে চলছে আজকের বিক্ষোভ৷ উল্লেখ্য, এই ১২ বিলিয়ন ইউরো হচ্ছে গ্রিসের জন্য গত বছর ঘোষণা করা ১১০ বিলিয়ন ইউরোর প্যাকেজের একটা অংশ৷

বিক্ষোভের বিস্তারিত

পুলিশ বলছে বিক্ষোভকারীর সংখ্যা ২০ হাজার৷ কিন্তু দেশটির গণমাধ্যম বলছে সংখ্যা হবে চল্লিশ হাজার৷ বিক্ষোভকারীরা সংসদের আশেপাশে জমায়েত হয়েছে৷ তারা যেন সংসদে ঢুকতে না পারে সেজন্য পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে৷ ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে পুলিশ৷ এদিকে দেশটির অর্থ মন্ত্রণালয়ে বিক্ষোভকারীরা আগুন লাগিয়েছে বলে জানা গেছে৷ এছাড়া দেশজুড়ে অফিস আদালতে কাজ বন্ধ রয়েছে৷ বন্ধ আছে সড়ক ও নৌপথে যোগাযোগও৷

সরকারে ভাঙন?

পোর্তুগালের মতো ব্যয়সংকোচন প্রস্তাব পাশ করা নিয়ে গ্রিসে সরকার ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে৷ কারণ ইতিমধ্যে সরকারের এক সদস্য এই প্রস্তাবের প্রতিবাদে পদত্যাগ করেছে৷ আরেক সদস্য সেরকম করার হুমকি দিচ্ছে৷ এদিকে এই বিল পাশ করার জন্য মোট ১৮০ সংসদ সদস্যের ভোট দরকার৷ কিন্তু সরকারি জোটে রয়েছে ১৫৫ জন৷ অর্থাৎ প্রায় ২৫ ভোট কম রয়েছে৷ সেজন্য বিল পাশ করতে হলে বিরোধী দলের কয়েকজন সদস্যকে বিলের পক্ষে ভোট দেয়ার জন্য রাজি করাতে হবে৷ কিন্তু বিরোধী দল ইতিমধ্যে বলে দিয়েছে তারা পক্ষে ভোট দেবে না৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ