1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুঃস্বপ্ন ভুলতেই হবে'

৫ সেপ্টেম্বর ২০১৪

নতুন – এবং পুরনো – কোচ দুঙ্গা তাঁর সেলেসাও-কে নিয়ে মার্কিন মুলুকের মায়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছেন৷ ম্যাচটা একটি ফ্রেন্ডলি৷ কিন্তু ফুটবল বিশ্ব জানতে চাইবে: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিরাময়ের পথে কিনা৷

Fußball WM 2014 Halbfinale Deutschland Brasilien Fans
ছবি: Reuters

মাত্র দু'মাস আগের কথা: সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপ থেকে৷ তারপর স্বভাবতই নবসূচনা এবং নবীনতর ফুটবল দর্শনের ডাক: যদিও দুঙ্গাকে কোচ হিসেবে ফিরিয়ে আনা তার সেরা পন্থা কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ দুঙ্গা যখন এর আগে ব্রাজিলের কোচ ছিলেন – ২০০৬ থেকে ২০১০ সাল অবধি – তখন ব্রাজিল মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে থেকেছে, বলে অনেকের ধারণা৷

দুঙ্গা যে এবারও সম্মার্জনী হাতে ‘ছি ছি কেত্তা জঞ্জাল' গান গেয়ে পুরনো পাপীদের সকলকে ঝেঁটিয়ে বাদ দিয়েছেন, এমন নয়৷ তাঁর প্রথম স্কোয়াডে বিপর্যয় পীড়িত বিশ্বকাপ দলের ১১ জন খেলোয়াড় আছেন – এমনকি দুই ডিফেন্ডার দাভিদ লুইস এবং মার্সেলো পর্যন্ত, যাদের অক্ষমতাই নাকি জার্মানির কাছে গো-হারানোর কারণ ছিল৷ ইনজুরি পীড়িত হুল্ক-এর বিকল্প হিসেবে দুঙ্গা ডাক দিয়েছেন রবিনিও-কে, যিনি বহু বছর ধরে ফর্ম ফিরে পাবার প্রচেষ্টায় লিপ্ত৷ তবে দুঙ্গা যে দুই ‘মন্থর' ফরোয়ার্ড জো এবং ফ্রেডকে বাদ দিয়েছেন, তা-তে সমালোচকরা খুশি, যেমন তারা খুশি আক্রমণাত্মক মিডফিল্ডে ফিলিপে কুটিনিও, রিকার্ডো গুলার্ত, এভারটন রিবেইরো এবং দিয়েগো চারদেল্লিকে দেখে৷

২০১৪ সালের বিশ্বকাপে নেইমারের সেই আঘাত এখনও কি কেউ ভুতে পেরেছে?ছবি: Reuters

নতুন বা পুরনো প্লেয়ারদের প্রতি দুঙ্গার প্রথম ও প্রাথমিক বার্তা হলো: অতীতকে ভুলে যাও; অতীত নিয়ে অযথা মাথা ঘামিও না৷ নিজের খেলা খেলো; দেখাও যে, তোমরা জাতীয় দলের খেলোয়াড় হবার যোগ্য৷ তবে জার্মানির বিরুদ্ধে পরাজয়ের স্মৃতি অত সহজে মাথা থেকে বার করা সম্ভব নয় – ডাউনটাউন মায়ামির বিলাসবহুল ‘ব্রিকেল কি' হোটেলে বসেই রয়টার্স সংবাদ সংস্থাকে এ কথা বলেছেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার৷

অপরদিকে বিপক্ষ হিসেবে কলম্বিয়াও ঠিক ফেলনা নয়৷ স্ট্রাইকার রাদামেল ফালকাও, যিনি ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেন, তিনি এবার দলে ফিরেছেন – মাত্র গত সোমবার মোনাকো থেকে ম্যানইউ-তে ট্রান্সফার নেবার পর৷ আর ফালকাও যার জুটি হবেন, তিনি হলেন কলম্বিয়া তথা (হালে) রেয়াল মাদ্রিদের রাইজিং স্টার খামেস রদ্রিগেজ: ২০১৪ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা৷ মায়ামির সানলাইফ স্টেডিয়ামে তাঁকে দেখতেই ভিড় করে আসবেন শত শত কলম্বিয়ান ভক্ত৷

ওদিকে ফুটবল দুনিয়া দেখবে: ব্রাজিল নিরাময়ের পথে কত দূর...

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ