1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলকে নিয়ে আশা

৬ ফেব্রুয়ারি ২০১৩

২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল দেশের মাটিতে আবার জয়ের স্বপ্ন দেখছে৷ রোনালডিনিও-র অভিজ্ঞতা ও নাইমার-এর তারুণ্যের সমন্বয়ে সেই সাফল্য নিশ্চিত করতে চান ম্যানেজার স্কোলারি৷

ছবি: EVARISTO SA/AFP/Getty Images

ব্রাজিলের ফুটবল জগতে চলছে বেশ কিছু রদবদল৷ ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল৷ নিজেদের মাটিতে টিমের মান সম্মান রাখতে যা যা করা সম্ভব তা না করতে পারলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা যেতে পারে৷ আর দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারলে তো কথাই নেই৷ এর আগে পাঁচ পাঁচ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল৷

জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে ফিরে এসেছেন লুইস ফেলিপে স্কোলারি৷ ব্রাজিলের জন্য ষষ্ঠ বার বিশ্বকাপ নিয়ে আসার জন্য তাঁর উপর চাপ কম নয়৷ কিন্তু বাইরে অন্তত তিনি উদ্বিগ্ন নন৷ অভিজ্ঞতাও কম নয়৷ বয়স ৬৪৷ ২০০২ সালে শেষ বিশ্বকাপটি তাঁর টিমই ব্রাজিলে এনেছিল৷ সেই চমক আবার দেখাতে পারেন, এমন বিশ্বাস তাঁর আছে৷ দায়িত্ব নেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ স্কোলারির সাফল্য ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি৷ ২০০৩ সালে কোচ হিসেবে তিনি পর্তুগালকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন৷

নিজেদের দেশেও সফল হলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতা হবে ব্রাজিলেরছবি: picture-alliance/dpa

মোটকথা দায়িত্ব নেওয়ার এক দিনের মধ্যেই স্কোলারি দলের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী৷ ২০১৪ সালের জুলাই মাসে মারাকানা স্টেডিয়ামে তিনি ব্রাজিল দলকে বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত করতে বদ্ধপরিকর৷ তিনি বলেছেন, খেলোয়াড়দের উপর তাঁর বিশাল আস্থা রয়েছে৷ তাদের উপর নির্ভর করছেন তিনি৷ তাছাড়া বছর দশক আগে দলকে ঘিরে যে বিশাল প্রত্যাশা ও চাপ ছিল, এখন তার মাত্রা অনেক কমে গেছে বলে স্কোলারি মনে করেন৷

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের বর্তমান অবস্থা কী? বেশ কয়েকজন খেলোয়াড়ের বয়স হয়েছে, যদিও তারা বেশ অভিজ্ঞ – এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ দলে ফিরে এসেছেন রোনালডিনিও৷ ২০০২ সালের বিশ্বকাপ জয়ী টিমেও তিনি ছিলেন৷ তিনিও স্কোলারিকে ম্যানেজার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত৷ স্কোলারি বলেছেন, তিনি রোনালডিনিও-র মতো খেলোয়াড়ের অভিজ্ঞতার সঙ্গে নাইমার-এর মতো তরুণ খেলোয়াড়ের প্রতিভার মেলবন্ধন ঘটাতে চান৷

এসবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ