1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিব্রাজিল

ব্রাজিলজুড়ে ট্রাক অবরোধে বলসোনারো সমর্থকেরা

১ নভেম্বর ২০২২

এখনো হার স্বীকার করে বক্তৃতা দেননি বলসোনারো। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ট্রাক অবরোধ ব্রাজিলে।

ব্রাজিল
ছবি: Mateus Bonomi/AA/picture alliance

দেশের অন্তত ২০টি রাজ্যে ট্রাক চালকেরা অবরোধ শুরু করেছেন বলে স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে। এই ট্রাক চালকদের দাবি, তারা বামপন্থি রাজনীতিক লুলা দ্য সিলভাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। প্রয়োজনে সেনা অভ্যুত্থান চালিয়ে ক্ষমতা দখল করুক। বস্তুত, রোববার ফলাফল ঘোষণা হলেও এখনো পর্যন্ত প্রেসিডেন্টের প্রাসাদে চুপ করে বসে আছেন সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। তার প্রাসাদের বাইরে সাংবাদিকেরা কার্যত তাবু ফেলে বসে আছেন। কিন্তু এখনো পর্যন্ত একটি শব্দও বলেননি অতি দক্ষিণপন্থি বলসোনারো। তিনি আদৌ এই ফলাফল মেনে নিচ্ছেন কি না, তা-ও স্পষ্ট নয়। কারণ, এর আগে তিনি বলেছিলেন, দেশের ভোটিং মেশিনে গন্ডগোল আছে।

রোববার যে ফলাফল মিলেছে, তাতে অল্প ভোটের ব্যবধানে বলসোনারোকে হারিয়েছেন লুলা। লুলু পেয়েছেন ৫০ দশমিক নয় শতাংশ ভোট। বলসোনারো ৪৯ দশমিক এক শতাংশ। তবে এবার ভোট দিয়েছেন রেকর্ডসংখ্যক মানুষ। ১২০ মিলিয়ন নাগরিক। লুলা দুই মিলিয়নের কিছু বেশি ভোটে জিতেছেন।

ট্রাক ড্রাইভারদের দাবি

২০ টি রাজ্যে অন্তত ২৩০টি অবরোধ করেছে ট্রাক ড্রাইভাররা। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বড় রাস্তাগুলি ট্রাক দিয়ে আটকে দিয়েছেন তারা। স্লোগানে সেনা অভ্যুত্থানের দাবি করছেন ট্রাক ড্রাইভাররা। মাটো গ্রসোর মতো রাজ্যে এর ফলে শস্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবরোধের ফলে শস্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না। রাস্তাতেই তা নষ্ট হতে পারে।

বলসোনারোর ছেলে ফ্লাবিও বলসোনারো একজন সেনেটর। তিনি অবশ্য একটি টুইট করেছেন। তাতে বলা হয়েছে, 'বাবার সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। শিরদাঁড়া সোজা রাখতে হবে। ঈশ্বর ব্রাজিলের দায়িত্বে আছেন।'

আগামী ১ জানুয়ারি প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা। লুলা জয়ের বক্তৃতা সোমবারই করেছেন। এখন দেখার, বলসোনারো কোন পথে হাঁটেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ