1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এগিয়ে আর্জেন্টিনা

১৬ এপ্রিল ২০১৪

সামনে, মানে আগামী জুনেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল৷ তার আগে প্রকাশিত এক হিসেবে দেখা গেছে, বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নেবে তাদের মধ্যে স্পেন দলের দাম সবচেয়ে বেশি, যার মূল্য ৪৮৬.৯ মিলিয়ন ইউরো৷

ছবি: picture-alliance/dpa

খেলোয়াড়দের বয়স, ফুটবল দক্ষতা, ফিটনেস, বাজারমূল্য সহ মোট ৭৭টি বিষয় বিবেচনা করে দলগুলোর মূল্য নির্ধারণ করেছে খেলাধুলা বিষয়ক ব্রাজিলের পরামর্শক সংস্থা ‘প্লুরি কনসালটোরিয়া'৷

তালিকায় স্পেনের পরেই আছে আর্জেন্টিনা৷ তাদের মূল্য ৪৭৪.১ মিলিয়ন ইউরো৷ তৃতীয় স্থানে থাকা ব্রাজিল দলের মূল্য ৪৭০.২ মিলিয়ন ইউরো৷

বিশ্বকাপ জেতার আশায় জার্মানির যে দলটি ব্রাজিল যাচ্ছে তার মূল্য ৪৪৫.৬ মিলিয়ন ইউরো৷ ফলে তালিকায় জার্মানির অবস্থান চার নম্বরে৷ এরপর ৩৯৮.৬ মিলিয়ন ইউরো নিয়ে রয়েছে ফ্রান্স৷ আর ইংল্যান্ডের মূল্য ৩৫৪.২ মিলিয়ন ইউরো৷

ব্রাজিল দলের মূল্য ৪৭০.২ মিলিয়ন ইউরোছবি: JUAN MABROMATA/AFP/Getty Images

শুধু দল নয়, এককভাবে ফুটবলারদেরও দাম নির্ধারণ করেছে ব্রাজিলের সংস্থাটি৷ সে তালিকায় প্রথমেই আছে মেসির নাম৷ তাঁর মূল্য ১৩৮.১ মিলিয়ন ইউরো৷ যদিও গত বছরের তুলনায় মেসির দাম কমেছে ১.৪ শতাংশ৷

মেসির পরে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ গত বছরের তুলনায় মূল্য ১১.৪ শতাংশ বাড়ার পরও ফিফার বর্তমান বর্ষসেরা খেলোয়াড়টির মোট মূল্য ১০৭.৩ মিলিয়ন ইউরো৷

ব্রাজিলের সেনসেশন নেইমারের মূল্য ৬৭.৪ মিলিয়ন ইউরো৷

বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নেবে তার মধ্যে হন্ডুরাস দলের মোট মূল্য সবচেয়ে কম, ৩২.৩ মিলিয়ন ইউরো৷ অর্থাৎ পুরো হন্ডুরাসের মূল্য মেসির মূল্যের প্রায় এক চতুর্থাংশ৷

প্লুরি কনসালটোরিয়া জানিয়েছে অংশগ্রহণকারী দলগুলো বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করার পর আগামী মাসের ৭ তারিখে আবারও একটি তালিকা প্রকাশ করবে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ