মাঠের যুদ্ধ শুরু হবে ক’দিন পরই৷ রণাঙ্গনে যা হবে পরে দেখা যাবে৷ আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রল করার মধ্যেই প্রতিপক্ষকে ঘায়েল করার নেশাটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে ভাইরাল হয়েছে!
বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়ায় ছোটখাট ‘ট্রল’ মাসখানেক আগে থেকেই চলছিলই৷ বিশ্বকাপ উপলক্ষ্যে সমর্থকরা একে-অপরকে জব্দ করতে মজার মজার পথ বেছে নিয়েছে, নিচ্ছেও৷ ব্রাজিল আর আর্জেন্টাইন সমর্থকদের ফেসবুকের লড়াই দেখলে হয়ত আপনার মনে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ সমাসীন৷ ঠিক এ সময়েই মাত্র ৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে৷ সেটাতে দেখা যাচ্ছে, ব্রাজিলের জার্সি পরা এক বয়স্ক লোক মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন৷ তিনি বলছেন, ‘আর্জেন্টাইন সমর্থক হয়েও আমি ব্রাজিলের জার্সি পরেছি৷ বৃষ্টি হচ্ছে যে...জামা নষ্ট হয়ে যাবে না!’
‘ব্রাজিলের জার্সির উত্তম ব্যবহার’ শিরোনামে ওই ভিডিওটি ফেসবুকে গত এক সপ্তাহে চার লাখের মতো ভিউ হয়েছে৷ এটি শেয়ার হয়েছে সাড়ে চার হাজার বার৷ ভিডিওটিতে রিঅ্যাকশন দিয়েছেন ২,২০০ মানুষ৷ এছাড়া ভিডিওর নীচের কমেন্ট অপশনে ব্রাজিল সমর্থকদের ক্ষোভ ঝেড়ে মন্তব্য করতেও দেখা গেছে৷
এইচআই/ডিজি
বাঙালির বিশ্বকাপ উন্মাদনা
ফিফার সর্বশেষ ব়্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক নীচে৷ তবে খেলার মান নিয়ে করা এই তালিকার পাশাপাশি যদি খেলা সমর্থন নিয়ে একটি তালিকা করা যেত, তাহলে বোধ হয় বাংলাদেশের নাম ওপরের দিকেই থাকতো৷
ছবি: DW/M. Mamun
প্রিয় দল বলে কথা!
বিশ্বকাপ ফুটবল শুরুর বাকি আরও কিছুদিন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফুটবল ভক্ত মাথায় চুল কেটে ব্রাজিলের পতাকা একেঁছেন৷
ছবি: DW/M. Mamun
শোভাযাত্রা
ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন ফুটবল প্রেমীরা৷ আর্জেন্টিনা এবং ব্রাজিলের দীর্ঘ পতাকা নিয়ে এ শোভাযাত্রায় কিশোর এবং তরুণদেরই অংশগ্রহণ ছিল৷
ছবি: DW/M. Mamun
আয় বাড়িয়েছে বিশ্বকাপ
ঢাকার বকশীবাজারে সড়কের পাশে কাপড়ে ব্রাজিলের পতাকায় আঁকছেন শিল্পী মনির৷ এমনিতে ঢাকায় ডিজিটাল ব্যানারের প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে গিয়েছিল এই শিল্পীর৷ তবে বিশ্বকাপের আমেজ শুরু হবার পর থেকে তাঁর আয় বেড়েছে৷ সকাল-সন্ধ্যা এখন তিনি পতাকা আঁকায় ব্যস্ত৷
ছবি: DW/M. Mamun
আয়ের হিসাব
ঢাকার বকশীবাজারে বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকায় আঁকছেন শিল্পীরা৷ প্রায় ১০০ ফুট আকারের একটি পতাকায় কাজ করে এঁরা পান ৮০০ থেকে ১,০০০ টাকা৷
ছবি: DW/M. Mamun
সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা
পুরনো ঢাকার আগাসাদেক সড়কের উপরে পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন সমর্থকরা৷ বাংলাদেশের সব জায়গাতেই এই দুই দেশের সমর্থকদের মাঝে প্রতিযোগিতা বেশি৷
ছবি: DW/M. Mamun
এত বড় পতাকা!
পুরনো ঢাকার কাজী আলাউদ্দিন সড়কের উপরে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ পতাকা ঝুলিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা৷
ছবি: DW/M. Mamun
প্রিয় দলের পতাকা কেনা
গুলিস্তানের ফুটপাথে জার্মানি ও ব্রাজিলের পতাকা কিনছেন দুই বন্ধু ইশতিয়াক ও শিশির৷ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলোজি পড়ুয়া ইশতিয়াকের প্রিয় দল জার্মানি আর ঢাকা কলেজের শিক্ষার্থী শিশিরের প্রিয় ব্রাজিল৷
ছবি: DW/M. Mamun
পতাকা বিক্রি
ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন ফরহাদ হোসেন৷ তাঁর কাছে বিশ্বকাপে অংশ নেয়া সব দেশের পতাকা থাকলেও বেশি বিক্রি হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা৷ সারাদিন ঘুরে এতে তাঁর আয় হয় ৮০০-১০০০ টাকা৷
ছবি: DW/M. Mamun
জমজমাট ফুটপাথ
গুলিস্তানের ফুটপাথের দোকানগুলোতে প্রতিটি জার্সি বিক্রি হচ্ছে ১৫০-৪০০ টাকায়৷ এবারের বিশ্বকাপের জার্সি তৈরির দেশগেুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷ মান যাচাইয়ে বাদ পড়া এ সব জার্সি মেলে ফুটপাথের দোকানে৷
ছবি: DW/M. Mamun
পতাকা নামিয়ে ফেলার নির্দেশ
বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের সব জায়গাতেই প্রিয় দেশের পতাকা উড়িয়েছেন ফুটবল প্রেমীরা৷ তবে সম্প্রতি যশোরসহ কয়েকটি জেলার জেলা প্রশাসক ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দিলে ক্ষোভ জন্মায় ভক্তদের মাঝে৷
ছবি: DW/M. Mamun
বাড়ির ছাদে রংয়ের বাহার
ঢাকার আমিনবাজার যেন এক ভিন্ন সাজে সেজেছে বিশ্বকাপ উপলক্ষ্যে৷ এখানকার প্রতিটি বাড়ির ছাদে শোভা পাচ্ছে নানান দেশের পতাকা৷
ছবি: DW/M. Mamun
আছে দেশের পতাকাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের শিক্ষার্থীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার মাঝে নিজ দেশের লাল সবুজের পতাকাটি উড়াতে ভুলেননি৷
ছবি: DW/M. Mamun
তরুণদের মধ্যেই বেশি উন্মাদনা
বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস তরুণদের মাঝেই৷ বিভিন্ন দেশের জার্সি পরা কয়েকজন তরুণকে দেখা গেল রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে৷