1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের জার্সির ব্যবহার ভাইরাল

২৫ মে ২০১৮

মাঠের যুদ্ধ শুরু হবে ক’দিন পরই৷ রণাঙ্গনে যা হবে পরে দেখা যাবে৷ আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রল করার মধ্যেই প্রতিপক্ষকে ঘায়েল করার নেশাটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে ভাইরাল হয়েছে!

ছবি: Bdnews24.com

সোশ্যাল মিডিয়ায় ছোটখাট ‘ট্রল’ মাসখানেক আগে থেকেই চলছিলই৷ বিশ্বকাপ উপলক্ষ্যে সমর্থকরা একে-অপরকে জব্দ করতে মজার মজার পথ বেছে নিয়েছে, নিচ্ছেও৷ ব্রাজিল আর আর্জেন্টাইন সমর্থকদের ফেসবুকের লড়াই দেখলে হয়ত আপনার মনে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ সমাসীন৷ ঠিক এ সময়েই মাত্র ৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে৷ সেটাতে দেখা যাচ্ছে, ব্রাজিলের জার্সি পরা এক বয়স্ক লোক মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন৷ তিনি বলছেন, ‘আর্জেন্টাইন সমর্থক হয়েও আমি ব্রাজিলের জার্সি পরেছি৷ বৃষ্টি হচ্ছে যে...জামা নষ্ট হয়ে যাবে না!’

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmonir.millat%2Fvideos%2F10208985316308897%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ব্রাজিলের জার্সির উত্তম ব্যবহার’ শিরোনামে ওই ভিডিওটি ফেসবুকে গত এক সপ্তাহে চার লাখের মতো ভিউ হয়েছে৷ এটি শেয়ার হয়েছে সাড়ে চার হাজার বার৷ ভিডিওটিতে রিঅ্যাকশন দিয়েছেন ২,২০০ মানুষ৷ এছাড়া ভিডিওর নীচের কমেন্ট অপশনে ব্রাজিল সমর্থকদের ক্ষোভ ঝেড়ে মন্তব্য করতেও দেখা গেছে৷

এইচআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ