1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা ব়্যাংকিং

৫ জুলাই ২০১৩

কনফেডারেশন্স কাপ জয়ের সুবিধা ফিফা ব়্যাংকিংয়েও হাতেনাতেই পেয়েছে ব্রাজিল৷ এক সপ্তাহ না যেতেই উঠে এসেছে নয় নম্বরে৷ অন্যদিকে ইংল্যান্ডের চলছে চরম দুঃসময়৷ টানা তিন ম্যাচ ড্রয়ের খেসারত দিচ্ছে তারা ১৫ নম্বরে নেমে৷

ছবি: C.Simon/AFP/GettyImages

ফাইনালে স্পেনকে ৩-০ গোলের লজ্জায় ডুবিয়ে নিজেদের লজ্জা খানিকটা কমিয়েছে ব্রাজিল৷ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কনফেডারেন্স কাপ জয়ের হ্যাটট্রিক করে ফিফা ব়্যাংকিংয়ের ২২ থেকে এক লাফে চলে এসেছে নয় নম্বরে৷ স্পেনের লজ্জা আর বাড়েনি৷ নেইমার, ফ্রেডদের কাছে নাজেহাল হবার পরও ব়্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নরা৷ সেমি ফাইনালের স্পেনের কাছে টাইব্রেকারে হারা ইটালিও ভালো খেলার স্বীকৃতি পেয়েছে ষষ্ঠ স্থানে উঠে৷ শীর্ষ দশে দ্বিতীয় স্থানে জার্মানি আর পঞ্চম স্থানে নেদারল্যান্ডসের অবস্থানই শুধু বদলায়নি৷ আর্জেন্টিনাকে এক ধাপ পেছনে ঠেলে তৃতীয় স্থানে চলে এসেছে কলম্বিয়া৷ ষষ্ঠ থেকে দশম – ব্রাজিল (৯) ছাড়া শীর্ষ দশের বাকি তিনটি স্থানে রয়েছে পর্তুগাল (৭), ক্রোয়েশিয়া (৮) আর বেলজিয়াম (১০)৷

ব্রাজিল ও ইংল্যান্ডের ফ্যানদের উল্লাসছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images

সাবেক দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড (১৫) আর ফ্রান্স (২৩) ধরেছে অবনমনের পথ৷ কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়া উরুগুয়ে (১২) আর ছয় ধাপ পিছিয়েও ইংল্যান্ড তবু সেরা বিশে আছে, পাঁচ ধাপ পেছানো ফ্রান্স তো তারও বাইরে৷ এশিয়া-ওশেনিয়ার দেশগুলো সেরা ত্রিশেই নেই৷ ৩৭ নম্বরে থেকে জাপানই এখন এশিয়াসেরা৷ সেরা পঞ্চাশে আছে শুধু অস্ট্রেলিয়া (৪০) আর দক্ষিণ কোরিয়া (৪৩)৷ ইরান (৫২), সংযুক্ত আরব আমিরাত (৮৫), চীন (১০০) এবং সৌদি আরব (১০৫)-এর অবস্থা সেই তুলনায় খারাপ৷ বাংলাদেশের অবস্থা দক্ষিণ এশিয়ায় শুধু পাকিস্তান (১৬৭), নেপাল (১৬৯) এবং ভুটানের চেয়ে ভালো৷ ফিফা ব়্যাংকিংয়ে এমন দেশগুলোর ওপরে ১৫২তম স্থানে থাকা সার্বিক বিবেচনায় একেবারেই ভালো কিছু নয়৷ ভারত ১৪৬ আর যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান ১৪০ নম্বরে – এই তথ্য জানার পর ১৫২-কে কে ভালো বলতে পারবেন!

এসিবি/ডিজি (ফিফা ডটকম, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ