ব্রাজিলে করোনা পরিস্থিতি আরো খারাপ হলো। একদিনে রেকর্ড সংখ্যক লোক করোনায় আক্রান্ত হলেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় আবার নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বিজ্ঞাপন
করোনা নিয়ে প্রথম থেকেই বেপরোয়া আচরণ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। তিনি অর্থনীতিকে সচল রাখার জন্য দেশে করোনা নিয়ে কড়াকড়ি করেননি। নিজেও সামাজিক দূরত্ব মানছেন না। তাই ফুটবল সম্রাট পেলের দেশে করোনা ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১৭ জন। একদিনে ব্রাজিলে সব চেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হলেন। সবমিলিয়ে আক্রান্ত চার লাখ ৩৮ হাজার ২৩৮ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে অ্যামেরিকা এক নম্বরে, দুইয়ে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন এক হাজার ১৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৫৪। এই হারে মৃত্যু হলে আর একদিনেই স্পেনকে ছাড়িয়ে যাবে তারা।
করোনা ভাইরাস: কোন বিপর্যয়ের পথে ব্রাজিল
কোভিড-১৯ মহামারির পরবর্তী এপিসেন্টার হয়ে উঠছে ব্রাজিল৷ অথচ দেশটির সরকার রোগটিকে সাধারণ ফ্লুর চেয়ে বেশি গুরুত্ব দিতে রাজি নয়৷ যা হয়তো দেশটির হাজারো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/L. Correa
দৈনিক মৃত্যু হাজার ছাড়িয়েছে
ব্রাজিলে গত কয়েকদিন ধরে প্রতিদিনই এক হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে৷ মঙ্গলবার একদিনে রেকর্ড ১,১৭৯ জন মারা যান৷ বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃত্যু ১৮ হাজার ৮৫৯জন৷
ছবি: picture-alliance/AP Photo/E. Barros
আক্রান্ত লাফিয়ে বাড়ছে
মে মাসের শুরু থেকেই ব্রাজিলে করোনা ভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকে৷ সর্বোচ্চ সংক্রমণের তালিকায় বৃহস্পতিবার দেশটির অবস্থান ছিল তিন নম্বরে৷ ওই দিন মোট সংক্রমণ দুই লাখ ৯১ হাজার ৫৭৯ জন৷
ছবি: Reuters/B. Kelly
বলসোনারোর অবজ্ঞা
দেশ যখন চরম করোনা সংকটে তখন খোদ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আচরণ নিয়েই প্রশ্ন উঠেছে৷ বলসোনারো নিজে সামাজিক দূরত্ব বজায় না রেখে ভক্তদের সঙ্গে হাত মিলিয়ে চলেছেন৷ তিনি শুরু থেকে করোনা ভাইরাস মহামারিকে গুরুত্ব দিতে নারাজ৷ বলেছেন, এটা সাধারণ ফ্লু ছাড়া আর কিছুই নয়৷ তাই লকডাউনের প্রশ্নই উঠে না৷
ছবি: Reuters/A. Machado
রিও ডি জেনেরোয় চলছে উৎসব
কোভিড-১৯ মহামারির বিস্তার ঠেকাতে যেখানে পুরো বিশ্ব লকডাউন হয়ে আছে সেখানে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে চলছে উৎসব৷ এই উইকেন্ডেও উচ্চবিত্তরা নাইটক্লাব ও নগরীর বিখ্যাত সৈকতে জড়ো হয়ে পার্টি করেছে৷ কেউ এমনকি মাস্ক পরার প্রয়োজনও বোধ করেনি৷
ছবি: Getty Images/A. Anholete
ভুগছে নিম্নবিত্তরা
উচ্চবিত্তরা যেখানে পার্টি করে বেড়াচ্ছেন সেখান নগরীর নিম্নবিত্তরা রীতিমত মৃত্যু আতঙ্কে দিন পার করছেন৷ কারণ, কোভিড-১৯ সংক্রমণ যে বস্তি ও নিম্নবিত্তদের ঘনবসতিপূর্ণ এলাকায় বেশি ছড়িয়েছে৷
ছবি: imago images/ZUMA Wire/M. Chello
প্রকৃত সংক্রমণ আরো বেশি
স্বাস্থ্যকর্মীদের বিশ্বাস, ব্রাজিলে পর্যাপ্ত পরীক্ষা করা করা হচ্ছে না৷ বিশেষ করে নিম্নবিত্তরা পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন৷ ফলে সরকারি হিসাবে যত রোগী শনাক্ত হয়েছে প্রকৃত রোগী তার ১৫ গুণ বেশি হতে পারে৷ আর ভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে যত রোগী মারা গেছে তার দুইগুণ মানুষের মৃত্যু হয়েছে বাড়িতে৷
ছবি: picture-alliance/AP Photo/E. Peres
দেয়া হচ্ছে গণকবর
অনলাইনে ছড়িয়ে পড়া মানাউস ও সাও পাওলো নগরীতে কবরস্থানে গণকবর দেওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে৷ দেশের বিপর্যয়কর এ পরিস্থিতিতেও নির্বিকার প্রেসিডেন্ট বলসোনারো৷
ছবি: Reuters/A. Perobelli
7 ছবি1 | 7
শুধু ব্রাজিল নয়, পেরু, চিলি, কলম্বিয়ার মতো দেশেও দ্রুত করোনা ছড়াচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, করোনার ফলে ল্য়াটিন অ্যামেরিকা ও ক্যারিবিয়ানে প্রবল খাদ্যসংকট দেখা দিতে পারে। এক কোটি ৪০ লাখ লোককে অভুক্ত থাকতে হবে।
অ্যামেরিকায় অবশ্য একদিনে মৃত্যুর সংখ্যা এখনও ব্রাজিলের থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন এক হাজার ২৯৭ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো এক লাখ এক হাজার ৫৭৩। অ্যামেরিকায় সব চেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। তবে শহরের মেয়র একটা পরিকল্পনা করেছেন, যাতে আগামী দিনে সবাই আবার কাজে যোগ দিতে পারেন। এর ফলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন, অর্থনীতি সচল রাখতে এবার সব স্বাভাবিক করে দিতে।
ছবিতে যুক্তরাষ্ট্রের করোনা মহামারি
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে, যা বিশ্বে সর্বোচ্চ৷ ছবিঘরে দেশটির করোনা পরিস্থিতির কিছু চিত্র তুলে ধরা হয়েছে৷
ছবি: Reuters/A. Kelly
শেষ দেখা
মারিয়া অরটিজের সঙ্গী জোসে হলগুইন করোনায় মারা গেছেন৷ সমাহিত করার আগে তাঁকে শেষবারের মতো দেখে নিচ্ছেন মারিয়া৷ ছবিটি ১৬ মে নিউইয়র্কে তোলা৷
ছবি: Reuters/A. Kelly
গণকবর
নিউইয়র্কের হার্ট আইল্যান্ডে কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তিদের গণকবর দেয়া হচ্ছে৷ ছবিটি ৯ এপ্রিলের৷
ছবি: Reuters/L. Jackson
অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি
নিউইয়র্কের ইন্টারন্য়াশনাল ফিউনারেল অ্যান্ড ক্রেমেশন সার্ভিসেসে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে৷ ছবিটি ২ এপ্রিল তোলা৷
ছবি: Reuters/A. Kelly
সারিয়ে তোলার চেষ্টা
শিকাগোর এক হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর ফুসফুসে টিউব ঢোকানোর চেষ্টা করছেন এক নার্স৷
ছবি: Reuters/S. Stapleton
শেষ ছোঁয়া
করোনায় মারা যাওয়া স্বামী জোসে অগাস্টিন ইরাহেতার মরদেহ থাকা শবাধার ছুঁয়ে আছেন আরাসেলি ইরাহেতা৷ ছবিটি ম্যাসাচুসেটসে ১২ মে তোলা৷
ছবি: Reuters/B. Snyder
দূর থেকে দেখা
কোভিড-১৯ এ আক্রান্ত ৭৯ বছর বয়সি শার্লি সেলার্সের পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাঁকে দেখছেন৷ ছবিটি ভার্জিনিয়ায় ২৭ এপ্রিল তোলা৷
ছবি: Reuters/K. Lamarque
লাশের সারি
নিউইয়র্কের কুইন্সে মরদেহ থাকা ম্যাসকেটের সারির মাঝে ফিউনারেল ডিরেক্টর ওমর রদ্রিগেজকে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/B. R. Smith
বাবার টুপি
নিউজার্সির ৪৫ বছর বয়সি পুলিশ চার্লস রবার্টস করোনায় মারা গেছেন৷ তাঁর মরদেহের পাশে বসে আছে ছেলে গ্যাভিন রবার্টস৷ মাথায় বাবার টুপি৷
ছবি: Reuters/M. Segar
ডাক্তারদের চেষ্টা
লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালের ডাক্তার জাফিয়া আংকলেসেরিয়া সাত মাসের গর্ভবতী৷ এই অবস্থায় তাঁকে করোনা আক্রান্ত এক রোগীর চিকিৎসা করতে দেখা যাচ্ছে৷ ছবিটি ১৮ মে তোলা৷
ছবি: Reuters/L. Nicholson
সহায়তা কামনা
শিকাগোর এক কারাগারের কয়েদিরা সাহায্য চেয়ে জানালায় এই সাইনটি টাঙিয়েছেন৷ জেলখানায় করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে অনেক কয়েদিদের ছেড়ে দেয়া হয়েছে৷
ছবি: Reuters/J. Vondruska
10 ছবি1 | 10
দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলে নতুন করে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারিভাবে বলা হয়েছে, শহরের কাছে একটি ই কমার্স সংস্থার গুদামের কর্মীরাই মূলত করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, কিছুদিন ধরে সেখানে নতুন করে বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন না। তাই কড়াকড়ি অনেক শিথিল করা হয়েছিল। স্কুলও চালু করে দেওয়া হচ্ছিল। কিন্তু গত তিনদিনে ১৭১ জন করোনায় আক্রান্ত হওযার পর আবার কড়াকড়ি বাড়ানো হয়েছে। স্কুলে একসঙ্গে সব বাচ্চাকে পাঠানো হবে না।
ডেনমার্কও স্কুল চালু করে দিচ্ছে। ফ্রান্সও আগামী ২ জুন থেকে কড়াকড়ি শিথিল করছে। রেস্তোরাঁ, বার, কাফে খুলে দেওয়া হচ্ছে। তবে জার্মানিতে আবার করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৪১ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৯ জনের।
ভারতে লকডাউন আরো বাড়ানো হবে কিনা, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গোয়াসহ অনেক রাজ্যই লকডাউন আরো দুই সপ্তাহ বাড়ানোর পক্ষে। এ নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের মধ্যে একদফা আলোচনাও হয়েছে। মুম্বই, দিল্লি, আমেদাবাদসহ দেশের এগারোটি বড় ও মাঝারি শহরের অবস্থা বেশ খারাপ। সেখানে করোনায় আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে।