1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে করোনায় মৃত্যু বেড়েই চলেছে

৩১ মার্চ ২০২১

করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে ব্রাজিলে। মঙ্গলবার মারা গেছেন তিন হাজার ৭৮০ জন। এই অবস্থায় সরকার ভ্যাকসিন কেনার জন্য ঝাঁপিয়েছে।

ব্রাজিলে একদিনে করোনায় মারা গেছেন তিন হাজার ৭৮০ জন। ছবি: Silvio Avila/AFP/Getty Images

করোনায় এখন বিশ্বজুড়ে যত মানুষ মারা যাচ্ছেন, তার এক চতুর্থাংশই ব্রাজিলে। প্রেসিডেন্ট বলসোনারোর দেশে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। অন্যদিকে ভ্যাকসিনও যথেষ্ট সংখ্যায় নেই। তাই প্রবল সমালোচনার মুখে পড়েছেন বলসোনারো

পরিস্থিতি সামলাতে প্রায় একশ কোটি ডলার খরচ করবেন বলে জানিয়েছেন তিনি। এই অর্থ দিয়ে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা হবে। দুই হাজার ৬০০টি পাবলিক হেলথ ক্লিনিকে ওই অর্থ খরচ করা হবে এবং হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হবে।

এই মাসে ব্রাজিল ৪ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে। সেই ভ্যাকসিন দিয়ে দুই কোটি ৩০ লাখ মানুষকে দুইটি করে ডোজ দেয়া সম্ভব হবে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়।

ইউরোপের অবস্থা

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৪৯ জন। স্পেন একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, কোথায় মাস্ক পরা বাধ্যতামূলক তার তালিকা রয়েছে সেখানে। মাস্ক পরা বাধ্যতামূলক এমন জায়গার সংখ্যা বাড়ানো হয়েছে। তারা ঠিক করেছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আপাতত ৫৫ থেকে ৬৫ বছর বয়সীদের দেয়া হবে। তারপর জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন অনুমোদন পেলে তখন বয়স্কদের তা দেয়া হবে। 

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ