ব্রাজিলে করোনা পরিস্থিতি আরো খারাপ হয়েছে। দিনে এখন দুই হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন।
বিজ্ঞাপন
বুধবার ব্রাজিলে করোনায় মারা গেছেন দুই হাজার ২৮৬ জন। ব্রাজিলে নতুন প্রজাতির ছোঁয়াচে ভাইরাসের প্রকোপ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, তার ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জন।
এরপরই বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বলসোনারো। বিরোধীরা করোনাকালে প্রেসিডেন্টের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বুধবার সোচ্চার হয়েছেন লুলু দ্য সিলভা। তিনি বলেছেন, বলসোনারো একের পর এক বোকার মতো সিদ্ধান্ত নিয়েছেন।
বলসোনারোর বিরুদ্ধে মাঠে ব্রাজিলের ফুটবলপ্রেমীরা
ফুটবল ফ্যানরা নানা ধরনের কমর্কাণ্ডের ফলে প্রায়ই সংবাদের শিরোনাম হন৷ কিন্তু এবার চিরপ্রতিদ্বন্দ্বী বিভিন্ন ক্লাবের ফুটবল ফ্যানরা এক হয়েছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে, রাজপথে আন্দোলন করছেন গণতন্ত্রের দাবিতে৷
ছবি: Rogerio Bassetto
বর্ণবাদী, সমকামীবিদ্বেষী
জাইর বলসোনারোকে ব্রাজিলের অনেকেই অগণতান্ত্রিক, বর্ণবাদী এবং সমকামীবিদ্বেষী বলে উল্লেখ করে থাকেন৷ তার গ্রহণ করা নানা পদক্ষেপ দেশের জন্য ক্ষতিকরও মনে করেন অনেকে৷ এবার তাই রাজপথে নেমেছেন বিভিন্ন ক্লাবের ফুটবলপ্রেমীরাও৷ ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব কোরিন্থিয়ান্সের ফ্যান রোজারিও বাসেত্তো বলছেন, ‘‘মানবতার এই শত্রুর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে৷’’
ছবি: Rogerio Bassetto
সব ক্লাব এককাট্টা
বাসেত্তো কোরিন্থিয়ান্সের ফ্যান হলেও চিরপ্রতিদ্বন্দ্বী অন্য আরো তিন ক্লাবের ফ্যানরাও এই ক্ষেত্রে তাকেই নেতা বলে মেনে নিয়েছেন৷ পালমেইরাস, সাও পাওলো এবং সান্তোসের ভক্তরাও রাজপথে নেমেছেন বাসেত্তোর নেতৃত্বে৷ কে কোন দলকে সমর্থন করেন? এ প্রশ্নের উত্তর এখন আর জরুরি না৷ উগ্র ডানপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন সবার মূল লক্ষ্য৷
ছবি: Rogerio Bassetto
বামপন্থিরা নীরব
বলসোনারোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ব্রাজিলের বামপন্থি দলগুলো৷ বাসেত্তো মনে করেন, বিভিন্ন দল ও ইউনিয়নের নেতাকর্মীরা ভয় পেয়ে চুপ করে আছেন৷ অন্যদিকে বলসোনারোর কর্মীরা রাজপথে শক্তি প্রদর্শন করছে৷ ফলে নিজেকে কট্টর বামপন্থি হিসেবে পরিচয় দেয়া বাসেত্তোর মতো ফুটবল ফ্যানরা এখন রাজপথে নামতে বাধ্য হয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/L. Zarbietti
ফুটবলের রাজনৈতিক ঐতিহ্য
১১০ বছর আগে এক সামরিক স্বৈরাচারীকে রুখে দেয়ার আন্দোলনে জন্ম হয় কোরিন্থিয়ান্স ক্লাবের৷ সেই সময় থেকেই ফুটবল ক্লাবটির রয়েছে দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য৷ কোরিন্থিয়ান্স ফ্যানদের ক্লাবেরও বয়েস এখন ৫০৷ ক্লাবের মোটো ‘‘হারি বা জিতি, আমরা গণতন্ত্রের পক্ষে৷’’ সেই ঐতিহ্যকে স্মরণ করেই এবার বলসোনারোকে রুখে দেয়ার দায়িত্ব অনুভব করছেন ক্লাবের কট্টর ফ্যানরা৷
ছবি: Rogerio Bassetto
বলসোনারো ব্যর্থ, ফুটবলের জয়
করোনা মহামারির শুরু থেকেই একে তুচ্ছতাচ্ছিল্য করে এসেছেন বলসোনারো৷ দেশটিতে এরই মধ্যে ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত, মারা গেছেন ৮০ হাজার মানুষ৷ দরিদ্ররা কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ত্রাণও৷ কেবল রাজপথে আন্দোলন না করে দরিদ্রদের সহায়তায়ও এগিয়ে এসেছেন ফুটবল ফ্যানরা৷ এরই মধ্যে চার হাজার পরিবারকে দেয়া হয়েছে সহায়তা প্যাকেজ৷ দ্রুতই এমন আরো সহায়তার কথাও জানিয়েছেন তারা৷
ছবি: Rogerio Bassetto
5 ছবি1 | 5
বুধবার প্রেসিডেন্টকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে। এক মাসের মধ্যে এই প্রথম তাকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেল। এর আগে তিনি করোনাকে পাত্তা দেননি। গত সপ্তাহেও তাকে বলতে শোনা গেছে, করোনা নিয়ে কেউ যেন ঘ্যানঘ্যান না করে।
করোনার প্রকোপ বাড়ার ফলে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রবল চাপ পড়েছে। সব হাসপাতাল ভর্তি। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। চিকিৎসক ও গবেষক মার্গারেট ডালকোলমো বলেছেন, ২০২১ খুবই কঠিন বছর হতে চলেছে।
বুধবার ব্রাজিলে প্রায় ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। খুবই ছোঁয়াচে স্ট্রেইন পি১-এর জন্য এই অবস্থা বলে মনে করা হচ্ছে। সাও পাওলো, রিও ডি জানেইরোর পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, ব্রাজিলের পরিস্থিতি খুবই উদ্বেগজনক।