1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশব্রাজিল

ব্রাজিলে চক্রাকার অর্থনীতি ও টেকসই উৎপাদনের উদ্যোগ

২৬ ফেব্রুয়ারি ২০২৪

প্লাস্টিকসহ কৃত্রিম মোড়ক গোটা বিশ্বে প্রকৃতির জন্য বিশাল হুমকি হয়ে উঠছে৷ ব্রাজিলের শিল্পজগত চক্রাকার অর্থনীতি এবং টেকসই উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷

প্লাস্টিকের প্রতীকী ছবি
প্রতীকী ছবি: ব্রাজিলের শিল্পজগত চক্রাকার অর্থনীতি এবং টেকসই উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷ছবি: Desiree Martin/AFP/Getty Images

ব্রাজিলের বিখ্যাত ইগুয়াসু জলপ্রপাত ও ইগুয়াসু নদীর অন্যতম উৎস আতুবা নদী৷ সেখানেই দিয়েগো সালদানিয়ার জন্ম৷ সেই নদীতেই তিনি সাঁতার শিখেছিলেন৷ আজ সেই নদী আবর্জনায় ভরে গেছে৷

সেই নতুন বাস্তবের কারণে দুঃখের বশে দিয়েগোর মনে কিছু একটা করার তাগিদ জন্মেছিল৷ তিনি নিজের শক্তিতেই নদী সাফাইয়ের উদ্যোগ নিলেন৷ দিয়েগো বলেন, ‘‘তখন আমার মনে এক ইকোলজিকাল প্রাচীর তৈরির আইডিয়া এলো, যা ভেসে আসা সব আবর্জনা টেনে নেবে৷ বৃষ্টির দিনগুলিতে আমার পেছনের অংশটা নানা ধরনের মোড়কে ভরে যায়৷ এই সব ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, চারিদিকে স্টাইরোফোমের আধার, প্লাস্টিকের বোতল, ডিটারজেন্ট ছড়িয়ে রয়েছে৷ আমার মতে, পণ্যের মোড়ক কমানোর একটা পথ খুঁজে বার করা যায়, যাতে সেগুলি কোনো না কোনো ভাবে নদীতে এসে না পড়ে৷ এই সব পণ্য ফেলার আরো ভালো প্রণালীর সন্ধান করতে হবে৷''

প্রতি বছর ব্রাজিলে প্রায় আট কোটি ২০ লাখ টন আবর্জনা সৃষ্টি হয়৷  প্রকৃতির কোলে জমা না হলে সেগুলি বিশাল স্তূপে জমা হয়৷  মাত্র দুই শতাংশ পুনর্ব্যবহার করা হয়৷

দিয়েগোর সবুজ মোড়ক

04:33

This browser does not support the video element.

ব্রাজিলের কিছু সংস্থা এখনই এই সমস্যার সমাধানের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ সেই কোন্পানিগুলি পণ্যের ‘সার্কুলার ইউজ' বা চক্রাকার ব্যবহারে মদত দিচ্ছে৷ অর্থাৎ বর্জ্য হিসেবে ফেলে না দিয়ে পণ্যগুলি বার বার ব্যবহার করা যাচ্ছে বা নতুন কিছুতে রূপান্তরিত করা হচ্ছে৷

মার্সেলো এবার্ট ওয়াইভিওয়াই কোম্পানির কর্ণধার৷ সেই কোম্পানি সার্কুলার ক্লিনিং পণ্যের ক্ষেত্রে বিশেষ উদ্ভাবনী শক্তি দেখাচ্ছে৷ তিনি মনে করেন, ‘‘শুধু ব্রাজিলে তৈরি সব ক্লিনিং লিকুইড ভরতে হলে প্রায় ৬০০ কোটি বোতলের প্রয়োজন৷ সেই সব প্লাস্টিকের বোতল পাশাপাশি রাখলে তার দৈর্ঘ্য তিন বার চাঁদে যাতায়াতের দূরত্বের সমান হবে৷ এমন শিল্পখাত চালাতে কত প্লাস্টিকের প্রয়োজন হয়, এই হিসেব থেকে সে বিষয়ে একটা ধারণা পেতে পারেন৷''

ওয়াইভিওয়াই কোম্পানি এমন বোতল বিক্রি করে, যার মধ্যে বার বার প্রকৃতিভিত্তিক পণ্য ভরা যায়৷ বাসায় পানির সঙ্গে মিশিয়ে নিলেই সেটি ব্যবহার করা যায়৷ ব্রাজিলে এই কোম্পানির প্রায় ১০,০০০ গ্রাহক রয়েছেন৷ মার্সেলো এবার্ট বলেন, ‘‘এই সব বোতলের প্রায় ৯০ শতাংশই পানি৷ অথচ মানুষের বাসায়ই তো যথেষ্ট পানি রয়েছে, তাই না? আমার মতে, ভবিষ্যতের স্বার্থে প্যাকেজিংয়ের ব্যবহার নিয়ে যতটা সম্ভব প্রশ্ন তুলতে হবে৷ যে সব প্যাকেজিং ও উপকরণ মাত্র একবার ব্যবহার করা হয়, সেগুলি শুধু এমন সব পরিস্থিতিতে সীমাবদ্ধ রাখতে হবে, যেখানে এই মুহূর্তে অন্য কোনো সমাধানসূত্র নেই৷ চক্রাকার যুক্তির ভিত্তিতে পণ্যের কথা ভাবতে হবে৷''

সার্কুলার প্রোডাক্ট মুভমেন্ট ব্রাজিলে এখনো নতুন এক কনসেপ্ট বা ধারণা৷ কিন্তু অনেকেই সেই বাজারে প্রবেশ করতে চাইছে৷ যেমন কারোল পিচিন, যিনি টেকসই উপকরণ বিশেষজ্ঞ৷ তিনি বলেন, ‘‘এটা হলো নারকেলের তন্তু, যা মোড়ক এবং দেওয়ালে শব্দ নিরোধক হিসেবে ব্যবহার করা যায়৷ এগুলি পারা-র সোনালী ঘাসের তন্তু৷ নির্মাণের ধ্বংসস্তূপ থেকে তৈরি সিমেন্ট পাটি৷ ছত্রাক ও ব্যাকটিরিয়া৷ এ সব নতুন জিনিস৷''

কারোল ব্রাজিলে ইতোমধ্যে ৬০০-রও বেশি এমন উপাদান চিহ্নিত করেছেন, যেগুলি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ও অরগ্যানিক পদার্থ থেকে তৈরি করা যায়৷ কারোল পিচিন বলেন, ‘‘আমরা আজ পর্যন্ত যত টুল ব্যবহার করে এসেছি, সে সবই গাছপালা, প্রাণী, অণুজীব ও বর্জ্য থেকে তৈরি করা সম্ভব৷''

যতকাল না চক্রাকার অর্থনীতি এবং টেকসই উৎপাদনের মতো সমাধানসূত্র সমাজের নতুন মানদণ্ড হয়ে উঠবে, ততকাল আতুবা নদী ও প্রকৃতিকে আবর্জনার চাপে ভুগতে হবে৷ দিয়েগো সালদানিয়া বলেন, ‘‘কোনো একদিন এ সব বন্ধ হবে বলে আমার মনে সত্যি আশা রয়েছে৷ মানুষ তার ভোগের আচরণ সম্পর্কে ভেবে দেখবে, পরিবেশ সম্পর্কে সচেতন হবে৷ প্রতিটি মানুষ নিজস্ব অবদান রাখলে এবং সামান্য কষ্ট করলে এখানে আবর্জনা অবশ্যই কমে যাবে৷''

মার্কুস ব্যোলার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ