1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিব্রাজিল

ব্রাজিলে পুলিশের অভিযানে অন্তত ৪৪ জন নিহত

৩ আগস্ট ২০২৩

গত এক সপ্তাহে ব্রাজিলজুড়ে পুলিশের কয়েকটি অভিযানে অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন৷ বুধবার রিও ডি জেনিরোতে এমন এক অভিযানে নয়জন মারা যান৷

হাসপাতালের সামনে পুলিশের গাড়ি
হাসপাতালের সামনে পুলিশের গাড়িছবি: Bruna Prado/AP Photo/picture alliance

রাজ্য পুলিশ বলছে, রিওর এক বস্তিতে অভিযানে গেলে প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করা হয়৷ এরপর পুলিশ গুলি করে৷ এতে আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর নয়জন মারা যান বলে পুলিশ জানিয়েছে৷

ঐ বস্তিতে মাদকপাচারকারী গোষ্ঠীর নেতাদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয় বলে পুলিশ বলছে৷ নিহতদের মধ্যে দুজন শীর্ষস্থানীয় গ্যাং লিডার আছেন বলেও দাবি করেন তারা৷ সাতটি রাইফেল, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে৷

অভিযানে দুজন পুলিশ সদস্য আহত হন৷ তাদের অবস্থা স্থিতিশীল আছে৷

দেশজুড়ে অভিযান

সাও পাওলো রাজ্যের কর্তৃপক্ষ বুধবার জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৬ জন সন্দেহভাজন অপরাধী মারা গেছেন৷

বৃহস্পতিবার বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য প্যাট্রিক ব্যাসটোস রিস টহল দেয়ার সময় গুলিতে নিহত হওয়ার পর অভিযান শুরু হয়৷

এদিকে উত্তরপূর্বের বাহিয়া রাজ্যের কর্মকর্তারা জানান, শুক্রবার থেকে সেখানেও অভিযান চলছে৷ সেখানকার তিনটি শহরে পুলিশের সঙ্গে সংঘাতে ১৯ জন সন্দেহভাজন অপরাধী প্রাণ হারিয়েছেন৷

প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে প্রশ্ন

কর্তৃপক্ষের দাবি, হামলার মুখে পড়ে পুলিশ গুলি চালিয়েছে৷

এই অভিযানে পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ ২০২২ সালে পুলিশের হাতে ৬,৪২৯ জন প্রাণ হারান৷

রিও রাজ্যের আইনপ্রণেতা ড্যানি মনটেইরো জানান, বুধবার পুলিশ যে বস্তিতে অভিযান চালায় সেখানে বছরখানেক আগে চালানো আরেক অভিযানে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন৷

ব্রাজিলের বিচারমন্ত্রীও পুলিশের কার্যক্রমের সমালোচনা করে বলেছেন, পুলিশের প্রতিক্রিয়া ‘সংঘটিত অপরাধের সমানুপাতিক বলে মনে হয় না'৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ