ব্রাজিলে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছুরিকাহত
৭ সেপ্টেম্বর ২০১৮হামলার পরে বোলসেনারোর অস্ত্রোপচারও করাতে হয়৷ তবে এখন তিনি আশঙ্কামুক্ত৷ স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, হামলাকারী ছুরিটি শার্টে পেচিয়ে নিয়ে এসেছিলেন৷
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জুইজ ডে ফোরায়৷ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রচারণার সময় সমর্থকরা তাঁকে কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছিলেন৷ এমন সময়ে আদেলিও বিসপো ডে অলিভিয়েরা নামের ৪০ বছর বয়সি সেই ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন৷ হামলাকারীকে বামপন্থি পিএসওএল পার্টির সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর অলিভিয়েরা বলছিলেন, তিনি ‘ঈশ্বর কর্তৃক নির্দেশিত হয়ে’ এই মিশনে এসেছিলেন৷ তার মানসিক সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷
অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট পদে জাইর বোলসোনারোকেই এখন এগিয়ে রাখছেন সবাই৷ কারণ, কারাগার থেকে সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দুর্নীতির দায়ে তার নয় বছরের জেল হয়েছে৷
বোলসসেনারো সোশ্যাল লিবারেল পার্টির সদস্য৷ তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ সদস্য৷ বিভিন্ন সময় বর্ণবাদী, নারীবিদ্বেষী ও সমাকামবিরোধী মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি৷
হামলাকারী বিসপো ডে অলিভিয়েরার আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল ধর্মীয়, রাজনৈতিক ও বোলসেনারোর বিদ্বেষমূলক বক্তব্যের কারণে এমন কাজ করতে উদ্বুদ্ধ হয়েছেন৷ সম্প্রতি তার ফেসবুক পেজে একটি পোস্টে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোরসোশ্যালিস্ট সরকারের সমর্থন করায় বোলসোনারোর সমালোচনা করেন তিনি৷
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট মিশেল টেমার এই ঘটনার নিন্দা জানিয়েছেন৷
জেডএ/এসিবি (এএফপি)