1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিব্রাজিল

ব্রাজিলে বলসোনারো সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১৩ ডিসেম্বর ২০২২

সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷ এই সময় তারা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন৷ এক পর্যায়ে পুলিশের সদরদপ্তরে ঢোকারও চেষ্টা করেন৷

বলসোনারোর সমর্থকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন এক পুলিশকর্মী
বলসোনারোর সমর্থকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন এক পুলিশকর্মীছবি: Ueslei Marcelino/REUTERS

একইদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে লুলা ডা সিলভার নাম অনুমোদন পেয়েছে৷ ৩০ অক্টোবর তিনি বলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়৷ এরপর বলসোনারোর সমর্থকেরা হার স্বীকার না করে দেশের বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর ব্যারাকের বাইরে জড়ো হয়েছিলেন৷ তারা সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছিলেন৷

ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম দিয়ে জালিয়াতি করা সম্ভব দাবি করে বলসোনারো নিজেও হার মেনে নেননি৷ তবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে সবুজ সংকতে দিয়েছেন তিনি৷

ব্রাসিলিয়ায় পুলিশ ও বলসোনানো সমর্থকরা মুখোমুখিছবি: Adriano Machado/REUTERS

সোমবার দিনের শুরুতে সুপ্রিম কোর্ট গণতন্ত্রবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে জোসে আসাসিও সেরেরে সাভান্তেকে সাময়িক গ্রেপ্তারের নির্দেশ দেন৷ এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করলে বিক্ষোভ শুরু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্রাসিলিয়ার জননিরাপত্তা সচিবালয়৷

৭৭ বছর বয়সি সাবেক শ্রমিক বামপন্থি লুলা ১ জানুয়ারি দায়িত্বপালন শুরু করবেন৷ ইতিমধ্যে কয়েকজন মন্ত্রির নাম ঘোষণা করেছেন৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ