শুধু পেলে কি নেইমারের নাম-ধাম-ঐশ্বর্য দেখে যাঁরা চমৎকৃত হন, তাঁদের জানা দরকার যে, ‘বিউটিফুল গেম’-এর আপন দেশেও ফুটবলের হাঁড়ির হাল৷ ব্রাজিলে ফুটবল খেলে খুব কম প্লেয়ারই দিন গুজরান করতে পারেন৷
বিজ্ঞাপন
এক কথায়, ব্রাজিলে পেশাদারি ফুটবল ধুঁকছে৷ অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থার একটি বিবরণ অনুযায়ী টপ ক্লাবগুলো যেখানে অত্যন্ত বেশি ম্যাচ খেলে, সেখানে লোয়ার ডিভিশন ক্লাবগুলো যথেষ্ট খেলার সুযোগ পায় না; তাদের প্লেয়ারদের অন্যান্য নানা চাকরি নিয়ে পেট কিংবা সংসার চালাতে হয়; ওদিকে বড় বড় ক্লাবগুলেোর খেলাতেও মাঠে দর্শকের অভাব৷ এবং ফিরিস্তির এখানেই শেষ নয়৷
ফুটবল তারকাদের সুন্দরী বান্ধবীদের ছবি
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
দেশের সেরা খেলোয়াড়রা অফার পেলেই বিদেশে পাড়ি জমান৷ ওদিকে ব্রাজিলের প্রায় ৭০০ পেশাদারি ফুটবল টিমের প্লেয়ারদের ৭০ শতাংশ বছরে মাত্র তিন মাস খেলার সুযোগ পান – অর্থাৎ প্রায় বারো হাজার খেলোয়াড় মরশুমের অধিকাংশ সময় বেকার থাকেন৷ অপরদিকে সেরা দলগুলোকে বছরে ৮৫টা অবধি গেম খেলতে হচ্ছে, যা ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের তুলনায় ৪০ শতাংশ বেশি৷
ব্রাজিলিয়ান ক্লাবগুলোর বাজারে ধার গত পাঁচ বছরে প্রায় ৭৫ শতাংশ বেড়েছে৷ শুধুমাত্র সরকারের কাছেই তাদের ঋণের পরিমাণ ১০০ কোটি ডলার৷ অন্যদিকে আয়ের হিসেবে ব্রাজিলের প্রায় বিশ হাজার পেশাদারি ফুটবল খেলোয়াড়দের মধ্যে ১৬ হাজারের রোজগার মাসে সাড়ে ছ'শো ডলারের কম৷ ক্লাবগুলোর আমদানি বাড়ার আর একটা পন্থা হতে পারতো, মাঠে গেট কলেকশন, অর্থাৎ টিকিট বিক্রি৷ কিন্তু সে গুড়ে বালি৷
একটা উদাহরণ দেওয়া যেতে পারে৷ এ বছরের সূচনায় রিও ডি জানেরো রাজ্যের প্রাদেশিক চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ক্লাব ফ্লামেঙ্গো খেলেছে মাত্র ৩৭৫ জন দর্শকের সামনে! সেই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ছিল আবার মারাকানা স্টেডিয়ামো, যেখানে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে৷ মারাকানায় প্রায় আশি হাজার দর্শক বসতে পারবেন – কিন্তু ফ্লামেঙ্গো বনাম কাবোফ্রিয়েন্সের সেই ম্যাচে দর্শক হয়েছিল চার হাজারের কম৷ ব্রাজিলিয়ান কাপে নাউটিকো এবং অ্যামেরিকার মধ্যে খেলায় দর্শক হয়েছিল চারশো'র কম৷ ভাবলেও আশ্চর্য লাগে: ব্রাজিলের স্টেডিয়ামগুলোতে দর্শক সমাগম গড়ে বারো হাজার ন'শো, যা কিনা অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও কম!
বিশ্বকাপের দলগুলো যেখানে থাকবে
বিশ্বকাপের সময় একেক দল একেক জাগয়ায় অবস্থান করবে৷ মোট ১২টি শহরে খেলা হবে৷ দেশগুলো গ্রুপ পর্বে তাদের খেলা যেখানে পড়েছে, তার আশেপাশেই থাকার ব্যবস্থা করেছে৷
ছবি: Getty Images
ব্রাজিল
বিশ্বকাপের সময় স্বাগতিক দলের ঠিকানা রিও ডি জানেরো থেকে ৯০ কিলোমিটার দূরের ‘গ্র্যানিয়া কোমারি ট্রেনিং কমপ্লেক্স’৷ এটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্র৷
ছবি: Getty Images
জার্মানি
বিশ্বকাপ চলাকালীন জার্মান দলের মূল আবাসস্থল হবে এই ‘কাম্পো বাইয়া’ রিসর্টটি৷ ব্রাজিলের বাইয়া রাজ্যে অবস্থিত এই রিসর্টটি একেবারে সমুদ্রের ধারে অবস্থিত৷
ছবি: picture-alliance/dpa
স্পেন
ব্রাজিলের একটি ফুটবল ক্লাব ‘অ্যাটলেটিকো পারেনেন্সে’৷ ছবিতে তাদের ট্রেনিং সেন্টারটি দেখা যাচ্ছে৷ আর পাশেই রয়েছে একটি হোটেল৷ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান হবে সেখানেই৷
ছবি: Christophe Simon/AFP/Getty Images
ইটালি
রিও ডি জানেরো থেকে ১১০ কিলোমিটার দূরে ‘পোর্টোবেলো হোটেল ট্রেনিং সেন্টার’৷ বিশ্বকাপের সময় এখানে ইটালির ফুটবলারদের আগমন ঘটবে৷ গ্রুপ পর্বে ইটালি খেলবে উরুগুয়ে, ইংল্যান্ড আর কোস্টা রিকার সঙ্গে৷
ছবি: Vanderlei Almeida/AFP/Getty Images
ফ্রান্স
সাও পাওলো থেকে ৩৩৬ কিলোমিটার দূরের এই হোটেলটিতে থাকবে ফ্রান্সের খেলোয়াড়রা৷ গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, ইকুয়েডর আর হন্ডুরাসের মুখোমুখি হবে ফ্রান্স৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
পর্তুগাল
সাও পাওলো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই রয়াল পাম প্লাজা রিসর্টে অবস্থান করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা৷ গ্রুপ পর্বে পর্তগাল জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
আইভরি কোস্ট
সাও পাওলোর ‘অস্কার ইন ইকো রিসর্ট’-এর একটি অংশ৷ যেখানে থাকবে আইভরি কোস্ট৷ গ্রুপ পর্বে আফ্রিকার এই দেশটি কলম্বিয়া, গ্রিস ও জাপানের বিরুদ্ধে লড়বে৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
ইংল্যান্ড
রিও ডি জানেরোর দক্ষিণে অবস্থিত ‘রয়্যাল টিউলিপ’ হোটেলে থাকবে ইংল্যান্ড দল৷
ছবি: Getty Images
8 ছবি1 | 8
দেশের ফুটবল ক্লাবগুলো যাঁরা চালান, তাঁদের পেশাদারি অভিজ্ঞতা নেই৷ ফুটবল ফেডারেশনের উপর রাজনীতির প্রভাব৷ সবচেয়ে বড় কথা, দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টগুলো তাদের আকর্ষণীয়তা হারিয়েছে৷ তার একটা কারণ হলো, টপ ক্লাবগুলোর এতই ‘প্যাকড সিডিউল', তাদের এত বেশি ম্যাচ খেলতে হয় যে, তারা বহু ম্যাচে ‘সেকেন্ড স্ট্রিঙ্গার' বা দ্বিতীয় পর্যায়ের প্লেয়ারদের মাঠে নামায়, ফলে দর্শকদের মাঠে যাওয়ার প্রবণতা আরো কমে৷
তাহলে কি বিউটিফুল গেমের দেশে ‘বিউটিফুল গেম'-কে বাঁচানোর কোনো উপায় নেই? এ প্রশ্নের জবাব দিতে গেলে মনে করিয়ে দিতে হবে, বিউটিফুল গেম তো বড় বড় স্টেডিয়ামে গজায় না – তা গজায় ফাভেলা নামধারী কুখ্যাত বস্তিগুলির অলি-গলিতে, আনাচে-কানাচে, নিজের প্রাণশক্তির প্রেরণায় কিংবা তাড়নায়৷ তবে ব্রাজিলের ফুটবল ফেডারেশন দেশের ছোট দলগুলোকে আরো বেশি খেলার সুযোগ দেওয়ার জন্য একটি পঞ্চম ডিভিশন চালু করার কথা ভাবছে বটে৷