1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজব্রাজিল

ব্রাজিলে ভূমিধস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেয়র

১ ডিসেম্বর ২০২২

টানা বৃষ্টির ফলে ব্রাজিলে ভয়াবহ ভূমিধস হয়েছে৷ ভূমিধসে এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ শহরের মেয়রসহ কমপক্ষে ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা৷

ধসে পড়েছে পাহাড়, কাদার স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি
ধসে পড়েছে পাহাড়, কাদার স্রোতে ভেসে যাচ্ছে গাড়িছবি: Corpo de Bombeiros Militar de Santa Catarina/REUTERS

উপকূলীয় শহর গুয়ারাতুবায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে৷ সোমবার শুরু হয় ভূমিধস৷ ধসে পড়ে পাহাড়৷ শহরের  বিআর-৩৭৬ হাইওয়ের তাতে ব্যাপক ক্ষতি হয়৷ গুয়ারাতুবার জরুরি সেবা কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে হাইওয়েটির কিছু অংশ পাহাড়ে চাপা পড়ার পর কাদার তীব্র স্রোতে ভেসে যেতে দেখা যায়৷ রাস্তার সঙ্গে ভেসে যায় ২০টিরও বেশি গাড়ি৷

শহরের মেয়র রবার্তো ইউস্তুসও ভেসে যাচ্ছিলেন৷

হাইওয়ের সেই অংশছবি: Corpo de Bombeiros Militar de Santa Catarina/REUTERS

উদ্ধারকর্মীদের তৎপরতায় প্রাণরক্ষা হয়েছে তার৷ বেঁচে ফেরার পরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও করেছেন রবার্তো ইউস্তুস ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সেই ভিডিওতে তিনি বলেছেন, ‘‘ভয়ঙ্কর অভিজ্ঞতা! পাহাড়টা দেখতে দেখতে আমাদের ওপর ধসে পড়লো৷ সব গাড়ি ভাসিয়ে নিয়ে গেল৷ আমরা শুধু ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরেছি!''

কাদার স্রোতে ৩০ থেকে ৫০ জনের মতো ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে৷ থিকথিকে কাদা থেকে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷ উদ্ধারকাজে হিট-ডিটেক্টিং ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে৷ উদ্ধারকর্মীদের আশা, এর সহায়তায় এখনো প্রাণের উষ্ণতা ধরে রাখা দেহগুলো খুঁজে পাওয়া যাবে৷

এসিবি/ কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ