1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগব্রাজিল

ব্রাজিলে ভয়ংকর বন্যা মৃত ২৩, বাতিল কার্নিভাল

২০ ফেব্রুয়ারি ২০২৩

সাও পাওলোর উত্তরে বন্যায় ভেসেছে অনেকগুলি শহর। মৃত ২৩। বাতিল করা হয়েছে কার্নিভাল।

ছবি: TRIBUNA DO POVO/REUTERS

ব্রাজিলের দক্ষিণ-পূর্বে উপকূলবর্তী এলাকায় ভয়ংকর বৃষ্টির পর শুরু হয়েছে বন্যার তাণ্ডব। কয়েকশ মানুষ গৃহহীন।

রোববার সাও পাওলোর উত্তরের জায়গাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাও সেবাস্তিয়াও ও বার্তিয়োগা শহরের। সেখানে কার্নিভাল আপাতত বন্ধ রাখা হয়েছে। সাও পাওলোর গভর্নর উপকূলবর্তী পাঁচটি শহরে জরুরি অবস্থা জারি করেছেন।

সাও সেবাস্তিয়াও শহরের মেয়র বলেছেন, বৃষ্টির ফলে অন্ততপক্ষে ২৩ জন মারা গেছেন। দুইশ মানুষ গৃহহীন। ৩৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বন্যার ফলে শহরের রাস্তা ভরে গেছে কাদামাটিতে। ছবি: Nelson Almeida/Sao Sebastiao City Hall/AFP

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা জানিয়েছেন, তিনি সোমবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন।

এখনো পর্যন্ত যা জানা গেছে

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, হাইওয়ে ভেসে গেছে। গাড়ি গিয়ে পড়েছে খাদে। বাড়ির চারপাশে জল। ছোট ছোট নৌকা করে মানুষকে উদ্ধার করা হচ্ছে।

গভর্নর অনুরোধ করার পর ত্রাণ ও উদ্ধারকাজে সেনাকে লাগানো হয়েছে। তাদের সাহায্য করছে দুইটি বিমান।

প্রবল বৃষ্টিতে ধস নেমে রাস্তা বন্ধ। ছবি: Ubatuba Civil Defense/AFP

অনেক জায়গায় ধস নেমেছে। অনেক জায়গায় বন্যার ফলে কাদামাটিতে রাস্তা ঢেকে গেছে। কর্তৃপক্ষ সেই সব রাস্তা খোলার চেষ্টা করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি এখনো চলবে। ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই সময় পর্যটকরা কর্নিভাল দেখার জন্য সাও পাওলোর উত্তরের শহরগুলিতে ভিড় জমান। তারাও প্রবল অসুবিধার মধ্যে পড়েছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ