1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল অলিম্পিক

৯ নভেম্বর ২০১৩

রাজনৈতিক প্রতিবাদ, অর্থনৈতিক কোন্দল, সামাজিক অবকাঠামো নিয়ে নানা প্রশ্নের মুখেও ২০১৪ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল৷ সঙ্গে ২০১৬ সালের অলিম্পিক গেমস-এর ‘কাউন্টডাউন’-ও শুরু হয়ে গেছে সেখানে৷

MANCHESTER, ENGLAND - AUGUST 07: A Brazilain fan dances outside the stadium prior to the Men's Football Semi Final match between Korea and Brazil, on Day 11 of the London 2012 Olympic Games at Old Trafford on August 7, 2012 in Manchester, England. (Photo by Stanley Chou/Getty Images)
ছবি: Getty Images

শনিবার থেকে গোনা শুরু করলে আর মাত্র এক হাজার দিন পরই ব্রাজিলে শুরু হচ্ছে অলিম্পিক গেমস ২০১৬-র আসর৷ তাই ২০১৪ সালের বিশ্বকাপের পাশাপাশি অলিম্পিক গেমস-এরও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে ব্রাজিলে৷ তার সঙ্গে শুরু হয়েছে দিন গণনা, ঠিক যেমনটা হয়েছিল বেইজিং অথবা লন্ডন অলিম্পিক গেমস-এর আগে৷

পর পর দু-দুটি বিশ্বমানের ক্রীড়া আসর – বলা বাহুল্য, প্রথমে ফুটবল বিশ্বকাপ এবং তার দু'বছরের মাথাতেই অলিম্পিক গেমস আয়োজন করা, চাট্টিখানি কথা নয়! তাই ব্রাজিলে অলিম্পিক গেমস ২০১৬-র আয়োজক কমিটির চেয়ারম্যান কার্লস নুজম্যানের কথায়, ‘‘আমরা এরই মধ্যে বুঝতে পেরেছি যে কাজটা কতটা কঠিন হতে চলেছে৷ বিশ্বকাপের আয়োজন আমরা অনেকটাই গুছিয়ে এনেছি৷ কিন্তু অলিম্পিক গেমস-এর বেশিরভাগ প্রস্তুতি এখনও বাকি৷''

চার বছর আগে, ২০০৯ সালের ২রা অক্টোবর মাদ্রিদ, টোকিও এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শহর শিকাগোকে বাদ দিয়ে ব্রাজিলকেই ২০১৬ সালের অলিম্পিক গেমস-এর ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছিল৷ তারপর থেকেই রাজধানী রিও ডি জানেইরো-তে চলছে সাজ সাজ রব৷ দেশের পরিকাঠামোগত উন্নয়ন, যেমন শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তা-ঘাট নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইত্যাদি ক্ষেত্রে কাজ শুরু হয়ে গেছে৷ তারই মধ্যেই রয়েছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করার চাপ৷

জানা গেছে, দেশের প্রায় ৩০টি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রতিযোগিতার ভেন্যুগুলি ঠিক করা হয়েছে৷ এর মধ্যে মারাকানার বিখ্যাত অত্যাধুনিক স্টেডিয়ামটি যেমন আছে, তেমনই আছে বিখ্যাত সমুদ্র সৈকত কোপাকাবানা অথবা পশ্চিমের বারা বা উত্তরে অবস্থিত ডেওডোরোর মতো শহর৷ আর সেই জায়গাগুলির মধ্যে যাতে সহজেই যাতায়াত করা যায়, তার জন্য মেট্রো বা পাতাল রেলের নতুন লাইন তৈরিতে নেয়া হয়েছে নতুন পরিকল্পনা৷

অলিম্পিক ২০১৬-র ‘বাজেট' সম্পর্কে এখনই একটা স্বচ্ছ ধারণা দেয়া না গেলেও, সেটা যে পাহাড়সম হবে – তা বলা বাহুল্য৷ তাই অতি ধনী আর অত্যন্ত গরিব দেশবাসীর এই দেশের মধ্যে প্রতিবাদ-কর্মসূচিও কম হয়নি, হচ্ছেও৷ তারপরও, ব্রাজিলকে বিশ্বে একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ কার্লস নুজম্যান৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি-র সদস্যরা অবশ্য ইতিমধ্যে পাঁচবার রিও ঘুরে গেছেন৷ দেখে গেছেন স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাজ এবং অবকাঠামোগত পরিকল্পনার নীলনক্সা৷ শোনা যাচ্ছে, ২০১৪ সালে তাঁরা আবারো ফিরে আসবেন এই ‘অনন্য সুন্দর' শহরটিতে৷

ডিজি/এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ