1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: সতর্কতা বাংলাদেশে

৯ জুলাই ২০২১

কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে ১৫ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশের একটি জেলায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে৷ সেখানে ম্যাচ চলাকালে জনসমাগম নিষিদ্ধ করেছে প্রশাসন৷

Bildkombo | Copa América | Messi - Neymar

রোববার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের দাবিতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা৷ ১৪ বছরের প্রতীক্ষার পর এমন ম্যাচ নিয়ে দুই শিবিরের সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকা অস্বাভাবিক নয়৷ তবে ধ্রুপদী লড়াইয়ে কে জিতবে তা নিয়ে দুই দেশের মানুষের বাইরে সম্ভবত বাংলাদেশেই সবচেয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ সামাজিক মাধ্যমে সমর্থকগোষ্ঠীর মধ্যে চলছে অবিরাম কথার লড়াই৷ উত্তাপ সীমাবদ্ধ নেই সেখানে৷ অন্য প্রান্তের মহাদেশের দুই দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে অনাকাঙ্খিত নানা ঘটনাতেও৷

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে গাইবান্ধা জেলায় বুধবার এক যুবকের মৃত্যু হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার দুই দলের সমর্থকদের কথা কাটাকাটি রূপ নিয়েছে ভয়ংকর মারামারিতে৷  বার্তা সংস্থা এএফপিকে জেলার পুলিশ প্রধান এমরানুল ইসলাম জানান, কোন দেশ বেশি ভালো খেলে এ নিয়ে দুইজনের বাকবিতণ্ডা দুই পক্ষের লড়াইয়ে পরিণত হয়৷ এই ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো৷ 

এমন পরস্থিতিতে ১৫ হাজার কিলোমিটার দূরের রিওর ম্যাচ নিয়ে ব্রাম্মণবাড়িয়ার পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন এমরানুল ইসলাম৷ ‘‘আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় স্ক্রিনে খেলা দেখতে পারবে না৷ আমরা গ্রামে গ্রামে গিয়ে জানিয়ে দিয়েছি যে তারা ম্যাচ চলাকালে কোন রকমের জনসমাগম ঘটাতে পারবেন না৷'' ফ্রান্স টোয়েন্টি ফোর, খালিজ টাইমস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমও বার্তা সংস্থার এফএফপির বরাতে এই সংবাদ প্রকাশ করেছে৷

এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, ক্রিকেট বাংলাদেশের প্রধান খেলা হলেও প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে বিশ্বকাপ ও কোপাকে ঘিরে ফুটবল উন্মাদনা তৈরি হয়৷ ব্রাজিল, আর্জেন্টিনা ভক্তদের পতাকা টানানো, জার্সি পরার রেওয়াজের বাইরে হরহামেশা অপ্রীতিকর ঘটনাও ঘটে৷

২০১৮ বিশ্বকাপ চলাকালে রাস্তার পিলারে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় ১২ বছরের কিশোর৷ সেই বছর নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা৷ তার আগের বিশ্বকাপে লালমনিরহাটে দুই পক্ষের সংঘাতে মারা যান এক হোটেলশ্রমিক৷

ফুটবল নিয়ে এত আগ্রহ, উত্তেজনা সত্ত্বেও ফিফায় বাংলাদেশের র্যাংকিং ১৮৪৷ তাতে কি, রোববার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে যখন অষ্টম অবস্থানের আর্জেন্টিনা মাঠে নামবে বাংলাদেশের মানুষ তখন এই দুই শিবিরে একাট্টা হয়ে চরম উৎকণ্ঠা নিয়েই ম্যাচ উপভোগ করবেন৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ