বিশ্বকাপ শুরু হতে একমাস বাকি৷ ব্রাজিলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয়, দুশ্চিন্তা এখনো কাটেনি৷ দুশ্চিন্তা দূর করতে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘‘ভয় পাবেন না, ব্রাজিলের পরিস্থিতি ইরাক বা আফগানিস্তানের মতো নয়৷’’
বিজ্ঞাপন
আলডো রেবেলো কথাটা বলেছেন মূলত ইংল্যান্ড ফুটবল দলের উদ্দেশ্যে৷ ব্রাজিলের রিও ডি জানেরোয় গত মাসে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে৷ সেই থেকে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তা দূর হওয়ার কোনো লক্ষণই নেই৷ বরং গত সপ্তাহে কোপাকাবানা সৈকতের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ায় নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ ২০১৪ বিশ্বকাপের সাতটি ম্যাচ হবে রিও ডি জানেরোয়৷ আর কোপাকাবানা সৈকতের কাছেরই এক হোটেলে থাকবে ইংল্যান্ড দল৷ নিজেদের নিরাপত্তা নিয়ে ইংলিশরা তাই মহাদুশ্চিন্তায়৷
বিশ্বকাপে থাকছেন না যে তারকারা
আগামী জুন মাসেই ব্রাজিলে শুরু হচ্ছে বহু প্রতীক্ষার ফুটবল বিশ্বকাপ৷ এবার যেমন অনেক তারকার দেখা মিলবে বিশ্বকাপে, তেমনি দেশ চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় কিছু তারার দেখা পাবেন না ফুটবলপ্রেমীরা৷
ছবি: Getty Images
স্লাতান ইব্রাহিমোভিচ
সুইডেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি৷ তাই ব্রাজিলে থাকছেন না ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় তারকা ইব্রাহিমোভিচ৷ বর্তমানে ফ্রান্সের পিএসজি ক্লাবের হয়ে খেলা ইব্রাহিমোভিচের সুইডেন বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে হেরে যায়৷ অবশ্য ফলাফল উল্টো হলে রোনাল্ডোহীন বিশ্বকাপ দেখতে হতো ফুটবলপ্রেমীদের!
ছবি: picture-alliance/dpa
গ্যারেথ বেল
চলতি মরসুম শুরুর আগে বেলকে যখন সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে কিনে নিয়েছিল রেয়াল মাদ্রিদ, তখন সবাই চমকে গিয়েছিল৷ অনেকের মনে প্রশ্ন জেগেছিল, কে এই বেল? অবশ্য মরসুম শেষ হওয়ার আগে তাঁদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন বেল৷ কদিন আগে দুর্দান্ত এক গোল করে গ্যারেথ ‘বোল্ট’ নামেই খ্যাতি পেয়ে গেছেন৷ তবে বেলের দেশ ওয়েলশ বিশ্বকাপে উঠতে না পারায় তাঁকেও এবার দেখা যাবে না ব্রাজিলে৷
ছবি: picture-alliance/dpa
রবার্ট লেভান্ডোভস্কি
গত মরসুমে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করে সমর্থকদের নজর কেড়েছিলেন লেভান্ডোভস্কি৷ ডর্টমুন্ডের এই ফুটবলারের দেশ পোল্যান্ড বিশ্বকাপে নেই৷ তাই চলতি মরসুম শেষে বায়ার্নে চলে যাওয়ার অপেক্ষায় থাকা লেভান্ডোভস্কিকে ছাড়াই চলবে বিশ্বকাপ৷
ছবি: AFP/GettyImages
ডেভিড আলাবা
বায়ার্ন মিউনিখের সাফল্যের অংশীদার আলাবা অস্ট্রিয়ার নাগরিক৷ ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি তাঁর দেশ৷
ছবি: picture-alliance/dpa
পেত্র চেশ
চেলসির হয়ে ২০১২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা গোলরক্ষক পেত্র চেশ চেক প্রজাতন্ত্রের হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ খেলেছিলেন৷ কিন্তু এবার তাঁর দেশ চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছে৷
ছবি: AFP/GettyImages
পিয়ের-এমরিক ওবামেইয়াং
ডর্টমুন্ডের হয়ে এ বছর চমক দেখানো আফ্রিকার গ্যাবনের ফুটবলার ওবামেইয়াং থাকছেন না ব্রাজিল বিশ্বকাপে৷ ছবিতে ডর্টমুন্ডের জার্সি গায়ে ওবামেইয়াংকে দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
ক্রিস্টিয়ান ইরিকসেন
২২ বছর বয়সি ডেনিশ এই মিডফিল্ডার ২০১২-১৩ মরসুমে আয়াক্সের হয়ে দারুণ খেলা দেখিয়েছিলেন৷ ঐ সময় মিডফিল্ডার হিসেবে তিনি সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিলেন৷ এ ব্যাপারে তিনি ইউরোপের বাঘা বাঘা সব ফুটবলারকে পেছনে ফেলেছিলেন৷
ছবি: dapd
ব্রানিস্লাভ ইভানোভিচ
চেলসির এই ডিফেন্ডারকে এবার ঘরে বসেই বিশ্বকাপ দেখতে হবে৷ কারণ তাঁর দেশ সার্বিয়া বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ক্রোয়েশিয়ার বাধা পেরোতে পারেনি৷
ছবি: Getty Images
8 ছবি1 | 8
কয়েকদিন আগে ইংল্যান্ড দলের কোচ রয় হজসন জানান, কোপাকাবানার কাছাকাছি যাতে দল নিয়ে থাকতে না হয় তা তাঁরাও চান৷ ভেন্যু পরিবর্তন করা গেলে খুশি হতেন বলেও জানিয়েছেন তিনি৷ এদিকে ব্রিটেনের কয়েকটি পত্রিকা ইংল্যান্ড দল যেখানে থাকবে, সেই মানাউস এলাকাকে বর্ণনা করেছে ‘খুনে মানাউস' হিসেবে৷ এরপর আর চুপ থাকেন কী করে আলডো রেবেলো? ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী তাই ইংলিশদের খানিকটা কটাক্ষ করে বলেছেন, ‘‘মানাউসে ইংলিশদের ইরাক বা আফগানিস্তানের চেয়ে বড় কোনো হুমকির মুখোমুখি হতে হবে বলে মনে হয়না৷ সেখানে তো তাঁদের কয়েক হাজার সৈন্য প্রাণ হারিয়েছেন!''
এভাবে কটাক্ষ করলেও ক্রীড়ামন্ত্রী অবশ্য রিও ডি জানেরোর বর্তমান পরিস্থিতিকে ‘শান্তিপূর্ণ' বলছেন না৷ রিও-তে ছোটখাটো হাঙ্গামা সবসময় কমবেশি লেগেই থাকে – এ কথা স্বীকার করে তিনি জানান, বিশ্বকাপের সময় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করার সব চেষ্টাই চলছে৷ বিশ্বকাপের সময় দেড় লক্ষ পুলিশ তো থাকবেই, সঙ্গে আরো যোগ হবে ২০ হাজার বেসরকারি নিরাপত্তা কর্মী৷ এ সপ্তাহ থেকে অতিরিক্ত দু হাজার পুলিশ মোতায়েন করেছে রিও ডি জানেরো কর্তৃপক্ষ৷ আগামী ১২ই জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ এবারের ফাইনালও হবে রিও ডি জানেরোয়৷