1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের ফুটবল কোচ বরখাস্ত

২৪ নভেম্বর ২০১২

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে৷ তার ১৮ মাস আগে মানো মেনেজেস’এর বরখাস্ত হবার খবরটা চমকে দেবার মতো বৈকি৷ শোনা যাচ্ছে, তাঁর জায়গায় আসবেন লুইজ ফেলিপে স্কোলারি৷

Brazil's Neymar (top) celebrates with teammates after scoring their second goal against Belarus during their men's Group C football match at the London 2012 Olympic Games at Old Trafford in Manchester July 29, 2012. REUTERS/Andrea Comas (BRITAIN - Tags: SPORT SOCCER SPORT OLYMPICS)
ছবি: Reuters

জাতীয় দলের সাম্প্রতিক ফলাফল যে খুব খারাপ হচ্ছিল, এমন নয়৷ শেষ আটটি খেলার মধ্যে ছ'টিতে জিতেছে ব্রাজিল৷ মেনেজেস'কে যদি যেতেই হয়, তাহলে গতবছরেই তার যাওয়াটা স্বাভাবিক হতো৷ তাঁকে নাকি যেতে হচ্ছে ব্রাজিলের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোসে মারিয়া মারিন একটা বড় রদবদল চান বলে৷

২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার-ফাইনালেই বিদায় নেয়, যার ফলে তৎকালীন কোচ ডুঙ্গা'কে যেতে হয়৷ ডুঙ্গার জায়গায় আসেন মেনেজেস৷ মেনেজেস এসেই দল আগাপাস্তলা বদলে, তাদের পাল্টা-আক্রমণের ওপর নির্ভর করে থাকার বদভ্যাসটিও বদলানোর প্রচেষ্টা করেন৷

মেনেজেস'এর আমলে ব্রাজিলের জাতীয় দল খেলেছে ৪০টি ম্যাচ, জিতেছে ২৭টি, হেরেছে সাতটি এবং ড্র করেছে ছ'টি৷ সাম্প্রতিক কয়েক সপ্তাহে ব্রাজিল তো রীতিমতো চমকে দেওয়ার মতো ফলাফল করেছে: ইরাকের বিরুদ্ধে ৬-০, ভালো ফর্মে থাকা জাপানের বিরুদ্ধে ৪-০, এছাড়া সুইডেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয়৷

গত বুধবার অবশ্য ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলিতে হারে ২-১ গোলে৷ কিন্তু তা'তে ব্রাজিল শুধু স্বদেশে কর্মরত প্লেয়ারদের নামিয়েছিল, যারা বিদেশে খেলে, তাদের নয়৷ ডিফেন্সের সামনে পাওলিনহো এবং ব়্যামিরেজ'কে জুটি করার ধারণাটাও এসেছিল মেনেজেস'এর মাথায়, যার ফলে দলের সৃজনীশক্তি অনেক বৃদ্ধি পেয়েছে৷ এছাড়া অস্কার, নাইমার এবং হাল্ক'এর আক্রমণাত্মক ত্রয়ী এখন বিশ্বের সেরা অ্যাটাকিং লাইনগুলোর মধ্যে গণ্য৷ ডিফেন্সের কেন্দ্রে থিয়াগো সিলভা দারুণ ফর্ম৷ ওদিকে কাকা রয়েছেন তাঁর বিপুল অভিজ্ঞতা নিয়ে৷

সব সত্ত্বেও ব্রাজিল যে দক্ষিণ আফ্রিকা, চীন, গাবোন কিংবা ইরাকের মতো হাল্কা ওজনের প্রতিপক্ষদের বিরুদ্ধেই জেতে, কিন্তু জার্মানি, আর্জেন্টিনা কি মেক্সিকোর মতো হেভিওয়েটদের ধাক্কায় তলিয়ে যায়, সাম্প্রতিক ফ্রেন্ডলিগুলো থেকে লোকের এমনটাই ধারণা হয়েছে৷ কাজেই শুক্রবার মেনেজেস'এর বিদায় নেওয়ার খবর ছড়াতে শুরু করলে রোমারিও স্বয়ং বলেছেন, অনেক আগেই এ'টা ঘটা দরকার ছিল এবং ব্রাজিলিয়ানদের এখন বাজি পুড়িয়ে মোচ্ছব করা উচিৎ৷

মেনেজেস'এর জায়গায় এখন কে আসবেন, তা নাকি জানুয়ারির আগে জানা যাবে না, তবে ২০০২ সালে যে কোচ ব্রাজিলকে তাদের পঞ্চম বিশ্ব খেতাব জিতিয়েছিলেন, সেই লুইজ ফেলিপে স্কোলারি'র নাম বার বার শোনা যাচ্ছে৷ আবার কিছু ভাষ্যকার বার্সার প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলা'কে সেই ভূমিকায় দেখতে চান৷

যিনিই আসুন, একটা কথা ঠিক৷ ব্রাজিলের এক সাবেক কোচ একবার বলেছিলেন, ব্রাজিলের প্রতিটি পুরুষ, মহিলা এবং শিশু মনে করে, তারা জাতীয় কোচের চেয়ে অনেক ভালো ফুটবল বোঝে!

এসি / এএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ