ব্রাজিলের ফুটবল খেলায় নারী এবং পুরুষ সমান বেতন পাবে বলে ঘোষণা করেছে সে দেশের ফুটবল ফেডারেশন৷
বিজ্ঞাপন
ব্রাজিলের ফুটবল ফেডারেশন বুধবার ঘোষণা করেছে, যেসব দেশে নারী এবং পুরুষ ফুটবল খেলোয়াড়কে সমান বেতনদেওয়ার পলিসি রয়েছে তাদের মধ্যে এখন ব্রাজিলও একটি৷ ফেডারেশনের প্রেসিডেন্ট রোজারিও কাবক্লো বলেন, ‘‘নারী এবং পুরুষ খেলোয়াড়দের ক্ষেত্রে বেতন ও পুরস্কার সমান ভাগ হবে, ফুটবল খেলায় নারী পুরুষের মতোই সমান উপার্জন করবে৷ এর মধ্য দিয়ে ব্রাজিলের ফুটবল খেলায় নারী, পুরুষের লিঙ্গগত পার্থক্য আর থাকবে না৷’’
ফলে অপেক্ষাকৃত কম পরিচিত নারী খেলোয়াড়েরাও সমান বেতন এবং পুরস্কারমূল্য পাবেন আন্তর্জাতিক তারকা নেইমার, থিয়াগো সিলভা, রবার্তো ফিরমিনো এবং অন্যান্যের মতো৷
ফেডারেশন জানায়, এই পদক্ষেপের ফলে আগামী বছর টোকিও অলিম্পিক ও বিশ্বকাপে অংশ নেওয়া পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের মতো নারীরা সমান টাকা পাবেন৷
কয়েকমাস আগে অ্যামেরিকায় নারী, পুরুষের সমান বেতনের জন্য আদালতে আবেদন করা হলে তা নাকচ হয়ে যায়৷
যে দেশগুলো ফুটবল খেলায় নারী এবং পুরুষদের সমান বেতন দেয় তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নরওয়ে এবং নিউজিল্যান্ড৷
সিরাত চাব্বা/এনএস
বেশি বেতন পাওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানরা
কোন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান সবচেয়ে বেশি বেতন পান? ছবিঘরে দেখুন তেমন কয়েকজনের বাৎসরিক বেতনের তালিকা৷
ছবি: Reuters
সিংগাপুরের প্রধানমন্ত্রী
রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং৷ তার বাৎসরিক বেতন ১৬ লাখ দশ হাজার ডলার৷
ছবি: Getty Images/AFP/R. Rahman
হংকংয়ের প্রধান নির্বাহী
দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লাম৷ তার বাৎসরিক বেতন পাঁচ লাখ ৬৮ হাজার চারশ’ ডলার৷
তালিকায় তৃতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি৷ তার বাৎসরিক বেতন চার লাখ ৮২ হাজার নয়শ’ ৫৮ ডলার৷
ছবি: picture-alliance/robertharding
মার্কিন প্রেসিডেন্ট
বেশি বেতন পাওয়াদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ জো বাইডেনের বাৎসরিক বেতন চার লাখ ডলার৷
ছবি: Evan Vucci/AP/picture alliance
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৭৮ হাজার চারশ’ ১৫ ডলার৷
ছবি: Sam Mooy/Getty Images
জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলরের বাৎসরিক বেতন তিন লাখ ৬৯ হাজার ৭২৭ ডলার৷
ছবি: Clemens Bilan/Getty Images
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের বাৎসরিক বেতন তিন লাখ ৩৯ হাজার আটশ’ ৬২ ডলার৷ বেশি বেতন পাওয়া রাষ্ট্র প্রধানদের তালিকায় আট নাম্বারে আছেন তিনি৷
ছবি: Mark Mitchell/New Zealand Herald via AP/picture alliance
মৌরিতানিয়ার প্রেসিডেন্ট
আফ্রিকার দেশ মৌরিতানিয়ার প্রেসিডেন্ট বেশি বেতন পাওয়াদের তালিকার নয় নাম্বার স্থানে আছেন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৩০ হাজার ডলার৷ দেশটির বর্তমান প্রেসিডেন্ট হলেন মোহামেদ ঔল্ড গাজুয়ানি৷
ছবি: Reuters/R. Duvignau
লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী
তালিকার দশ নাম্বারে আছেন ইউরোপের ছোট্ট, ধনী দেশ লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী৷ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হলেন জাভিয়ার বেটেল৷ তার বাৎসরিক বেতন দুই লাখ ৭৮ হাজার ৩৫ ডলার৷
ছবি: Reuters/Y. Herman
নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান৷ দেশটির হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, করোনার মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ঠেকাতে নিজের বেতন শতকরা ৩০ ভাগ কমিয়েছেন মোদী৷
ছবি: Getty Images/AFP/R. Rahman
শেখ হাসিনা
২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা করা হয়৷ মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়৷ বেতন বাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বছরে মোট বেতন দাঁড়িয়েছে ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার৷