1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে পদত্যাগ

১৩ মার্চ ২০১২

রিকার্দো তেশেইরা ২০১৪ সালের বিশ্বকাপের ঠিক দুই বছর আগে পদত্যাগ করলেন৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি সুস্থ নন৷ গত ২৩ বছর ধরে তিনি ব্রাজিলের ফুটবল ফেডারেশন প্রধানের দায়িত্ব পালন করেছেন৷

ছবি: Reuters

তেশেইরার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে দুর্নীতি অন্যতম৷ জানানো হয় যে ৯০-এর দশকে তিনি ফিফার মার্কেটিং পার্টনার আইএসএলের কাছ থেকে ঘুস নিয়েছিলেন৷ তবে পদত্যাগের পরও তিনি ফিফার এক্সিকিউটিভ কমিটির সদস্য থাকছেন৷

৬৪ বছর বয়স্ক তেশেইরা গত সপ্তাহে অসুস্থতার কারণে ছুটির আবেদন করেন৷ তবে গতকাল তিনি জানান যে তিনি অসুস্থ হওয়ার কারণে পদত্যাগ করছেন৷ তিনি তার পদত্যাগ পত্রটি অর্গানাইজিং কমিটির প্রধান জোসে মারিয়া মারিনের কাছে পেশ করেন৷ তার চিঠিতে তিনি লিখেছেন যে, ‘‘লক্ষ্যে পৌঁছানো গেছে৷ প্রধান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি৷ ফুটবল আমাদের প্যাশন৷ এখান থেকে সরে দাঁড়ানো সহজ নয়৷ আমাদের দেশের ফুটবলের সঙ্গে দুটি জিনিস জড়িত৷ ট্যালেন্ট এবং বিশৃঙ্খলা৷ আমরা যখনই জিতেছি, ট্যালেন্টের সুনাম ছড়িয়ে পড়েছে৷ আর যখনই হেরেছি, বলা হয়েছে বিশৃঙ্খলা এর জন্য দায়ী৷ হেরে যাওয়ার জন্য আমাকে দায়ী করা হয়েছে আর যখনই জিতেছি তখন আমাকে খুঁজে পাওয়া যায়নি৷'' উল্লেখ্য, প্রধান হিসেবে তেশেইরার ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল৷   

তবে ৭৯ বছর বয়স্ক মারিয়া মারিন খুব যে জনপ্রিয় তা কিন্তু নয়৷ এ বছরের শুরুতে দেখা গেছে কোপা সাও পাউলোতে অনূর্ধ্ব ১৮-র একটি টুর্নামেন্টে মারিয়া মারিন একটি মেডেল পকেটস্থ করছেন৷ টেলিভিশন ক্যামেরায় তা ধরা পড়ে৷ তিনি জোর দিয়ে বলেন, তাকে এই মেডেলটি উপহার দেয়া হয়েছিল৷ মারিয়া মারিন এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধান৷

সাবেক ফুটবলার এবং বর্তমান সাংসদ রোমারিও তেশেইরার পদত্যাগকে স্বাগত জানান৷ তার নিজস্ব টুইটার বার্তায় রোমারিও বলেন, ব্রাজিলের ফুটবল এখন ক্যান্সারমুক্ত৷ আজ আনন্দ করার দিন৷ মারিয়া মারিনকে উদ্দেশ্য করে রোমারিও লেখেন, ‘‘আমি আশা করবো নতুন প্রেসিডেন্ট, যিনি মেডেল চুরি করেছিলেন, তিনি এধরণের কাজ থেকে বিরত থাকবেন৷''

ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলদো রেবেলো জানান, তেশেইরার পদত্যাগ বিশ্বকাপ ফুটবলে কোন ধরণের প্রভাব ফেলবে না৷ বিশ্বকাপ আয়োজনের জন্য কাজ যেভাবে চলছে, তা সেভাবেই এগিয়ে যাবে কোন বাধা ছাড়াই৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার 

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ