1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলসে তিনটি বিস্ফোরণ

২২ মার্চ ২০১৬

ব্রাসেলসে তিন-তিনটি বোমা বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা৷ জঙ্গি গোষ্টী ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করার পর, ইউরোপ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷

ব্রাসেলস শহরে জোরদার নিরাপত্তা
ছবি: Getty Images/AFP/J. A. Gekiere

শুক্রবার প্যারিস হামলায় জড়িতে সন্দেহে সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করা হয়৷ তখন থেকেই বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা, অর্থাৎ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে৷ এর মাঝেই মঙ্গলবার সকাল আটটার দিকে প্রচণ্ড শব্দে দু-দু’বার কেঁপে ওঠে রাজধানী ব্রাসেলসের কেন্দ্রীয় বিমানবন্দর৷ সকালের ব্যস্ত সময়ের দু-দু’টি বিস্ফোরণে বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ দ্রুতই খালি করে দেয়া হয় বিমানবন্দর৷ বিমান চলাচলও বন্ধ রয়েছে৷ বিমানবন্দর ও বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে৷

কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে৷ ডিপিএ-র খবরে এক আইনজীবীকে উদ্ধৃত করে ১৩ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে৷

২০১৫ সালের নভেম্বরের প্যারিস হামলার পরিকল্পনাকারী সন্দেহে সালাহ আবদেসালামকে গ্রেপ্তারের পর বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ে রাইন্ডার্স জানান, সালাহ আবদেসালাম ও তার সহযোগীরা ব্রাসেলসেও হামলার পরিকল্পনা করেছিলেন৷ আবদেসালামকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে অনেক ভারী অস্ত্র পাওয়া গেছে বলেও জানিয়েছিলেন তিনি৷ শুক্রবারের ওই গ্রেপ্তারের ঘটনার পর সারা দেশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়, গুরুত্বপূর্ণ সব সড়কে টহল দিতে শুরু করে পুলিশ৷

এদিকে বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর বিমানবন্দর সংলগ্ন মেট্রো স্টেশনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ মেট্রোস্টেশনটিও এখন বন্ধ৷ ডিপিএ-র খবর অনুযায়ী, সেখানেও অন্তত ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷

শুক্রবার আবদেসালামের দুই সহযোগীর একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলেও দাবি করে বেলজিয়াম পুলিশ৷ সুফিয়ানে কায়াল নামধারণ করা ২৪ বছর বয়সি ঐ ব্যক্তির প্রকৃত নাম নাজিম লাচরাওয়ি বলেও জানানো হয় তখন৷ আবদেসালামের আরেক সহযোগী গত সপ্তাহে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ব্রাসেলসে নিহত হয়েছে৷

মঙ্গলবারের জোড়া বোমা বিস্ফোরণের পেছনে কোনো বিশেষ সন্ত্রাসী সংগঠনের জড়িত থাকার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ বেলজিয়ামের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বোমা বিস্ফোরণের আগে গুলির শব্দ এবং আরবি ভাষায় চিৎকার শোনা গেছে৷

২০১৫ সালের নভেম্বরে প্যারিসের রেস্তোরাঁ, বার ও একটি কনসার্ট হলে চালানো বোমা হামলায় ১৩০ জন নিহত হয়৷ পরিকল্পনাকারীসহ হামলায় জড়িত বেশ কয়েকজন বেলজিয়ামে আত্মোগপন করেছে – গোয়েন্দারা এমন তথ্য দেয়ার পর থেকেই বেলজিয়ামে সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্য অভিযান চলছিল৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ