1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলস-কাণ্ডে ছ'জনকে আটক

২৫ মার্চ ২০১৬

বেলজিয়ামের রাজধানীতে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা আক্রমণে মোট ৩১ জন নিহত হওয়ার দু'দিন পরে ব্রাসেলসে পুলিশ অভিযানে আরো ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

ব্রাসেলসে পাহারা দিচ্ছে পুলিশ
ছবি: Getty Images/AFP/N. Maeterlinck

তাদের মধ্যে তিনজনকে দৃশ্যত ‘‘সরকারি কৌঁসুলির কার্যালয়ের সামনে'' গ্রেপ্তার করা হয়, বলে জানিয়েছেন এক মুখপাত্র৷ আর একজনকে ধরা হয় শহরের উপকণ্ঠে শেট এলাকায়, বাকি দু'জনকে ব্রাসেলসের অন্যত্র গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি৷

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি-র খবর অনুযায়ী যে দুই ভাই ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে আক্রমণ চালিয়েছে, তারা নাকি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ সংক্রান্ত ডাটাবেসে অন্তর্ভুক্ত ছিল৷

ব্রাসেলস বিমানবন্দরের সিসিটিভি-তে তোলা ছবিতে ইব্রাহিম ও খালিদ এল বাকরাওয়ির সঙ্গে যে টুপি-পরা তৃতীয় ব্যক্তিকে দেখা গেছে, তার খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ৷ বৃহস্পতিবার ছ'জন গ্রেপ্তার হবার পর শুক্রবার আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলে জানাচ্ছে সরকারি আরটিবিএফ সংস্থা – রয়টার্সের খবর৷ এছাড়া নাকি তদন্তকারীরা একজন নতুন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছেন, বলে জানিয়েছে বেলজিয়ামের ডে মর্গেন দৈনিক৷ সংশ্লিষ্ট ব্যক্তি সিরীয়; তার পরিচয় দেওয়া হয়েছে ২৮ বছর বয়সি নাইম আল-হামেদ হিসেবে৷ সে নাকি গত নভেম্বরের প্যারিস সন্ত্রাসের সঙ্গেও যুক্ত৷

Police raids in Brussels

00:41

This browser does not support the video element.

অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মস্কো থেকে ফেরার পথে পাঁচ ঘণ্টার জন্য ব্রাসেলসে এসেছেন ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য৷ যুগপৎ তিনি গত মঙ্গলবার ব্রাসেলসের সন্ত্রাসী আক্রমণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন৷ কেরির বিমান ব্রাসেলস বিমানবন্দরেই নামে৷ নামার পর কেরি তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে সংগ্রামে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন৷

ব্রাসেলসে বোমাবাজির পর জাতিসংঘের সিরিয়া সংক্রান্ত মধ্যস্থ স্তাফান দে মিস্তুরা বলেছিলেন যে, ‘‘সন্ত্রাসবাদকে পরাজিত করতে হলে, সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান খুঁজে বার করতে হবে''৷ দশ দিন আলাপ-আলোচনার পর জেনেভায় সিরিয়া শান্তি বৈঠক আবার স্থগিত রাখা হয়েছে – তবে ‘‘কোনো নাটক বা ওয়াকআউট ছাড়াই'', দে মিস্তুরা তা-তেই খুশি৷

এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ