1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজিবি-পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, নিহত ৫

২৭ মার্চ ২০২১

কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর গ্রামে হেফাজতে ইসলামের সঙ্গে বিজিবি ও পুলিশের সংঘর্ষে চার জন নিহত ও ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন

প্রতীকী ছবি
গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারিতে পুলিশের সাথে হেফাজতের কর্মীদের সংঘর্ষের ঘটনার পরের ছবি৷ ছবি: bdnews24.com

এদিকে ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরে একটি মিছিল বের করে আওয়ামী লীগ৷ এ সময় মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ গুলি চালালে একজন নিহত হন৷ 

দৈনিক প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন থেকে হেফাজতে ইসলাম একটি মিছিল বের করে৷ হেফাজতের  মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছলে পুলিশ ও বিজিবি'র সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়৷ এসময় স্থানীয়রাও হেফাজতের মিছিলে যোগ দেন৷ তারা আইনশৃঙ্খলা বাহিনীকে চারদিক থেকে ঘেরাও করে৷ এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশ গুলি ছুড়ে৷ এ সময় গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকে মৃত ঘোষণা করেন৷ পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়৷ আহত ১৬ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন৷

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন ডয়চে ভেলেকে জানান আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷

এদিকে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদের নেতৃত্বে আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়৷ সেখানে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷ সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ছুড়লে একজন মাদ্রাসার ছাত্র নিহত হয়৷  

 নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে৷ তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানী জোর আলম (৪০), একই উপজেলার মজলিশপুর ইউনিয়েনের মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ইবাদুল ইসলামের ছেলে নন্দনপুর বিসিক শিল্প নগরী এলাকায় কর্মরত শ্রমিক বাদল মিয়া (২৮)৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ