1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাহ্মণবাড়িয়ায় রেলদুর্ঘটনা: ১৬ জন নিহত

১২ নভেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন৷ এই ঘটনায় চালককে বরখাস্ত করার পাশাপাশি পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

ছবি: picture-alliance/AP Photo

সোমবার রাত পৌনে তিনটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া রেলওয়ে পুলিশের ওসি শ্যামলকান্তি দাশ৷ এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ছয়জন৷

আহত অর্ধশতাধিক যাত্রীকে ভর্তি করা হয়েছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে৷

দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে উদয়ন এক্সপ্রেস যাচ্ছিল চট্টগ্রামে৷ আর তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে যাচ্ছিল ঢাকায়৷ রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ট্রেনের নয়টি বগি লুপ লাইনে চলে যাওয়ার পর দশম বগিতে হিট করে তূর্ণা নিশীথা৷ ওই ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল অমান্য করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি৷’’

ছবি: picture-alliance/AP Photo

বিডিনিউজ জানিয়েছে, ‘‘সংঘর্ষের পর তূর্ণা নিশীথার একাধিক বগি উদয়নের কয়েকটি বগির ওপর উঠে যায়৷ এর মধ্যে দুটি বগি ভীষণভাবে দুমড়ে মুচড়ে যায়৷ সেখানে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা৷’’

এদিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়৷ নিহতদের মরদেহ দাফনে সহযোগিতার জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক৷

এদিকে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়৷ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমাস্টার তাহের উদ্দিন, সহকারী লোকো মাস্টার অপু দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

‘‘আমরা মনে করছি, ড্রাইভারের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটেছে৷ তারপরও রেল মন্ত্রণালয় থেকে একটি রেলওয়ে থেকে তিনটি এবং জনপ্রশাসন থেকে একটিসহ মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছি৷’’

এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

৪ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ