1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রা কেনা মেয়েদের জন্য বিপত্তি

৯ নভেম্বর ২০১৬

আমাদের উপমহাদেশে স্তন ক্যানসারের বিষয়ে মেয়েরা ততটা সচেতন না, যতটা সচেতন ব্রা কেনার ব্যাপারে৷ আর এই ব্রা এবং স্তন দু'টো নিয়েই মেয়েদের বিপত্তি৷ এই ভিডিওতে সেটাই তুলে ধরেছেন এক কমেডিয়ান৷

ব্রা পরিহিত এক নারী
ছবি: picture-alliance/dpa

ভারতের ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান' অদিতি মিত্তাল খুব মজা করেই স্তন ক্যানসারের সচেতনতার কথা তুলে ধরেছেন৷ আর এই ভিডিওটি ইউটিউবে গত এক সপ্তাহে দেখা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার বার৷ অদিতি তুলে ধরেছেন স্তন নিয়ে এত আগ্রহ এবং গোপনীয়তা কেন? তিনি বলছেন, উপমহাদেশে সেফটিপিন ব্যবসা এত ভালো কারণ মেয়েরা নানা ভাবে তাদের স্তন ঢাকতে ব্যস্ত৷

সেই সঙ্গে ব্রা কিনতে গিয়ে দোকানে কী ধরনের বিব্রতকর অবস্থায় তাদের পড়তে হয় সেসব কথাও তুলে ধরেছেন তিনি৷ বলছেন, ছেলেরা ওষুধের দোকানে কনডোম কিনতে গিয়ে যতটা লজ্জা ও বিব্রত বোধ করে, মেয়েরা করে ব্রা কিনতে গিয়ে৷ বর্তমানে বিভিন্ন শপিং মলে বড় বড় ব্যান্ডের ব্রা-এর দোকান হয়েছে, যেখানে নারীরাই বিক্রেতা৷ কিন্তু সমস্যা হলো সেখানে দাম অনেক বেশি৷ তবে সবশেষে তিনি বলতে চেয়েছেন, মেয়েদের স্তনের ভেতরে কি হচ্ছে সেটা জানাটা জরুরি৷ আর তা জানতে হলে প্রতি ছ'মাসে নিজের স্তন নিজেকেই স্পর্শ করে পরীক্ষা করতে হবে৷ এভাবেই স্তন ক্যানসার সচেতনতার বিষয়টি তুলে ধরেছেন তিনি৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ