সাউথ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের বৈঠকে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদী, শি জিনপিং, শেখ হাসিনা। মোদীর সঙ্গে তাদের বৈঠক হবে কি?
বিজ্ঞাপন
বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে নির্দিষ্ট করে কোনো কথা জানায়নি। আর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ''প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সূচি এখন চূড়ান্ত করা হচ্ছে।''
ফলে এই বৈঠকের সম্ভাবনা উড়িয়ে না দিলেও, দ্বিপাক্ষিক আলোচনা হবে, এমন কোনো কথাও পররাষ্ট্র সচিব বলেননি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রিকস বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই জোহানেসবার্গ যাচ্ছেন। সেখানে মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে।
গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ''এই সম্মেলনের ফাঁকে আমরা বেশ কয়েকটি বৈঠক করতে যাচ্ছি। শেষ মুহূর্তে বৈঠকগুলো চূড়ান্ত হওয়ায় এগুলো এখন প্রক্রিয়াধীন আছে।''
বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণে ব্রিকস
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক মেরুকরণে নতুন আলোচনায় ‘ব্রিকস’৷ পাঁচ দেশের এই জোট এখন আরো সম্প্রসারিত হচ্ছে৷ যার নতুন সদস্য হতে পারে বাংলাদেশও৷ ব্রিকসের আদ্যোপান্ত ছবিঘরে৷
ছবি: Fang Zhe/Xinhua/IMAGO
নামকরণের ইতিহাস
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন; বিশ্বের দ্রুত বেড়ে চলা অর্থনীতির চার দেশ৷ তাদের নামের আদ্যক্ষর নিয়ে ২০০১ সালে প্রথম ‘ব্রিক’ শব্দটি ব্যবহার করেন মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের সেসময়ের প্রধান অর্থনীতিবিদ জিম ও’নিল৷ ধারণাটিকে গুরুত্বের সঙ্গে নেয় দেশগুলোও৷ ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলন চলাকালীন পুটিনের উদ্যোগে চার দেশের মন্ত্রীরা জোটের কার্যক্রম নির্ধারণে আলোচনায় বসেন৷
ছবি: Pavel Golovkin/AP Photo/picture alliance
সাউথ আফ্রিকার অন্তর্ভূক্তি ও ব্রিকস
২০০৯ সালে রাশিয়ায় ব্রিকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ২০১০ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকা জোটে যোগ দেয়ার ঘোষণা দেয়৷ এর মাধ্যমে ব্রিক পরিণত হয় ব্রিকস-এ৷ ব্রিকের তৃতীয় আর পাঁচ দেশ নিয়ে প্রথম সম্মেলনটি হয় ২০১১ সালে বেইজিং-এ৷ তার আগে ২০১০ সালে দ্বিতীয় সম্মেলনটি বসেছিল ব্রাসিলিয়াতে৷
২০০৯ সালে ব্রিক দেশগুলোর নেতাদের সম্মেলন শেষে একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হয়৷ তাতে বলা হয়, উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমৃদ্ধি অর্জনে কাজ করবে তারা৷ তবে বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আধিপত্য বজায় রাখা উন্নত দেশগুলোর জোট জি-সেভেন এর প্রতিদ্বন্দ্বী হিসেবেই এই জোট নিয়ে মাঠে নামে চীন ও রাশিয়া৷
ছবি: Wu Hong/AP Images/picture alliance
কতোটা শক্তিশালী ব্রিকসের অর্থনীতি?
ব্রিকস বর্তমানে বিশ্বে অর্থনৈতিকভাবে অন্যতম বৃহৎ শক্তিশালী জোট৷ কিছু পরিসংখ্যানে সেই চিত্র পাওয়া যায়৷ জাতিসংঘের বিনিয়োগ বিষয়ক সংস্থা আঙ্কটাডের পরিসংখ্যান অনুযায়ী, এই পাঁচ দেশের সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ৷ বিশ্বের অর্থনৈতিক জিডিপির ৩১ শতাংশ বা এক তৃতীয়াংশের নিয়ন্ত্রক তারা৷ বিশ্ব বাণিজ্যেরও ১৬ শতাংশ পাঁচটি দেশের দখলে৷
ছবি: AP
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
বিশ্ব অর্থনীতিতে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এই পাঁচ দেশ ২০১৪ সালে বিশ্ব্যাংকের আদলে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ গঠন করে৷ চীনের সাংহাইয়ে এর প্রধান কার্যালয়৷ ব্যাংকটি ৫০ বিলিয়ন ডলারের ‘সিড মানি’ বা প্রাথমিক মূলধন নিয়ে যাত্রা শুরু করে৷ তবে পাঁচ দেশের বাইরেও এর সদস্য হওয়ার পথ উন্মুক্ত রাখা হয়৷ বিভিন্ন প্রকল্পে এখন পর্যন্ত তাদের অনুমোদিত অর্থায়নের পরিমাণ তিন হাজার ২৮০ কোটি ডলার৷
ছবি: Ji Haixin/MAXPPP/dpa/picture alliance
বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তি
ব্যাংকটির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, পাঁচ দেশের বাইরে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়৷ একই বছরের চার অক্টোবর সদস্য হয় সংযুক্ত আরব আমিরাত৷ আর ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি নতুন সদস্য হয়েছে মিশর৷ সম্ভাব্য সদস্য হিসেবে উরুগুয়ের নাম রয়েছে৷
ছবি: Wang Gang/Costfoto/picture alliance
ডলারকে হুমকি
আগস্টে ব্রিকসের ১৫ তম সম্মেলন বসবে সাউথ আফ্রিকায়৷ ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়টি এই বৈঠকের অন্যতম আলোচ্য হতে যাচ্ছে। ডলারের পরিবর্তে কিভাবে নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন করা যায় তার একটি রূপরেখা তুলে ধরা হতে পারে এই বৈঠকে৷ কার্যকর বিকল্প চালু করতে পারলে তা বিশ্ব অর্থনীতির একচ্ছত্র মুদ্রা ডলারের আধিপত্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে৷
ছবি: Khaled Elfiqi/epa/dpa/picture alliance
বাংলাদেশের সদস্যপদ
আগস্টের এই বৈঠক থেকে ব্রিকসের নতুন সদস্যের ঘোষণা আসতে পারে৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সম্প্রতি জেনেভায় শ্রম সম্মেলনে এসে সাংবাদিকদের বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন৷ তাছাড়া, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ বিশ্বের আরো কয়েকটি বৃহৎ অর্থনীতির দেশও ব্রিকসের সদস্য হতে পারে বলে উল্লেখ করেন তিনি৷ এর ফলে ব্রিকস হয়ে উঠতে পারে ‘ব্রিকস প্লাস’৷
ছবি: DW
জি -৭ এর প্রতিদ্বন্দী?
জিডিপির আকারের দিক থেকে ব্রিকস এরইমধ্যে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে পেছনে ফেলেছে৷ জি -সেভেন যেখানে বিশ্বের উত্তরের দেশগুলোকে প্রতিনিধিত্ব করছে, ব্রিকস সেখানে উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোকে একত্রিকে করে একটি প্লাটফর্ম করার চেষ্টা করছে৷ যে কারণে ব্রিকস বিশ্ব অর্থনীতিতে জি-সেভেন এর প্রভাব কমিয়ে আনতে পারে বলে মনে করেন অনেকে, যা পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে৷
ছবি: Susan Walsh/AP Photo/picture alliance
রাজনৈতিক ও অর্থনৈতিক মেরুকরণ
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বের সামরিক ও অর্থনৈতিক মেরুকরণের প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠেছে৷ এমন বাস্তবতায় এক যুগেরও বেশি আগে যাত্রা করা ব্রিকসকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছেন অনেকে৷ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলো ক্রমেই ব্রিকস জোটে ভিড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷
ব্রিকস মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা। এছাড়া বাংলাদেশের মতো বেশ কিছু আমন্ত্রিত দেশের শার্ষনেতারাও সেখানে য়োগ দেবেন। এবার জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষসম্মেলন হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী তিনদিনের জন্য সেখানে যাচ্ছেন। চীন জানিয়েছে শি জিনপিংও যাবেন। কোভিড-পরবর্তীকালে এই প্রথম শীর্ষনেতারা সশরীরে ব্রিকসের বৈঠকে উপস্থিত থাকবেন। এর আগে ভার্চুয়াল বৈঠক হয়েছে।
যদি ব্রিকসের মূল বৈঠকের ফাঁকে মোদী-শি দ্বিপাক্ষিক বৈঠক করেন, তাহলে ২০২০ সালে লাদাখ সংঘাতের পর এই প্রথম দুই নেতার বৈঠক হবে। গত নভেম্বরে বালিতে জি২০ শীর্ষবৈঠকে মোদী এবং শি-র মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল। তবে সেটা কোনো বৈঠক ছিল না।
এদিকে পূর্ব লাদাখের দেপসাং ও দেমচোকে দুই দেশের সেনার মধ্যে আস্থা বাড়ানোর জন্য বৈঠক অব্যাহত আছে। স্থানীয় কম্যান্ডার পর্যায়ের আলোচনা চলছে। গত ১৩ ও ১৪ অগাস্ট তারা ১৯তম বৈঠক করেছেন।
বাংলাদেশে নির্বাচন আসছে। তার আগে মোদী ও হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করলে তা রীতিমতো গুরুত্ব পাবে।