1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধ

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে বিচার শুরু

২১ ডিসেম্বর ২০১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানের বিচার শুরু হবে আগামী বছরের জুনে৷ বুধবার এ আদেশ দিয়েছে ব্রিটেনের একটি আদালত৷

টেরেসা মে
ছবি: Reuters/Y. Herman

নভেম্বর মাসের ২৮ তারিখে টেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে৷ অভিযোগে বলা হয়েছে, তিনি অন্য একটি সন্ত্রাসী পরিকল্পনায় ২১ বছর বয়সি আকিব ইমরানকে সহযোগিতা করছিলেন৷ তিনি ইমরানকে একটি ভিডিও পাঠিয়েছিলেন, যেটাতে তথাকথিত ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর নির্দেশ ছিল৷ ইমরানের বিরুদ্ধেও সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে৷

বুধবার লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে ভিডিও লিংকের মাধ্যমে বেলমার্শ কারাগার থেকে যুক্ত করা হয় নাইমুর এবং ইমরানকে৷ সেখানে বিচারক বলেন, এই অভিযোগের উপর শুনানি আগামী ১৮ জুন শুরু হবে৷ ততদিন পর্যন্ত দু'জনকে কারাগারে থাকতে হবে৷ অন্যদিকে, অন্য একটি মামলায় আইএস-এর সমর্থক হাসনাইন রশিদকে প্রিন্স জর্জের স্কুলের যাবতীয় তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার অভিযোগের উপর শুনানি শুরু হবে আগামী বছরের ৩০শে এপ্রিল৷

ডিসেম্বরের প্রথম সপ্তাহে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে নাইমুর জাকারিয়া রহমান নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন৷ নাইমুর জাকারিয়া উত্তর লন্ডনের বাসিন্দা৷ তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়েন৷ এসময়  ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী টেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তিনি৷ এছাড়া পিঠের ব্যাগের ভেতরেও বোমা ছিল, যার বিস্ফোরণ ঘটিয়ে অনেক মানুষ হত্যার পরিকল্পনা ছিল৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ