1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যানচেস্টার সন্ত্রাসী হামলা

২৫ মে ২০১৭

ম্যানচেস্টারের আত্মঘাতী হামলাকারীর ভাই ও বাবাকে গ্রেপ্তার করেছে লিবিয়ার পুলিশ৷ তদন্তের গোপন তথ্য ফাঁস করে রোষের মুখে মার্কিন গোয়েন্দারা৷ ব্রিটেনে জিহাদি নেটওয়ার্কের খোঁজে তদন্ত চলছে৷

ম্যানচেস্টার
ছবি: picture-alliance/empics/D. Lawson

ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে এক জিহাদি নেটওয়ার্ক আছে, যা আরও হামলার ছক কষছে – এমন সন্দেহের ভিত্তিতে ব্রিটেনের নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের ধরতে জোরালো অভিযান চালাচ্ছে৷ পুলিশ এই নিয়ে ৭ জনকে আটক করেছে৷ তাদের মধ্যে ৬ জন পুরুষ ও এক জন নারী৷ ম্যানচেস্টার শহরের বাইরেও তদন্ত চলছে৷ শহরের দক্ষিণে তল্লাশি চালানোর সময় তারা একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে৷

এদিকে লিবিয়ায় হামলাকারী সালমান আবেদির বাবা রামাদান ও ছোট ভাই হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে৷ লিবীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাশেম তার ভাইয়ের হামলার ষড়যন্ত্রের কথা জানতো৷ গত প্রায় দেড় মাস ধরে হাশেমের উপর পুলিশ নজর রাখছিল৷ ত্রিপোলি শহরে সে হামলার ষড়যন্ত্র করছিল বলে সেখানকার কর্তৃপক্ষ সন্দেহ করছিল৷ দুই ভাই তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্য বলে লিবিয়া দাবি করছে৷ হাশেম সে কথা স্বীকারও করেছে বলে শোনা যাচ্ছে৷ সে ব্রিটেনে গিয়ে তার ভাইকে হামলার প্রস্তুতির কাজে সহায়তা করেছে৷

তাদের এক আত্মীয় জানিয়েছেন, হামলার ৪ দিন আগে সালমান আবেদি লিবিয়া থেকে ম্যানচেস্টার পৌঁছেছিল৷ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার কলোঁব জানিয়েছেন, সালমান সম্ভবত লিবিয়া থেকে সিরিয়ায় গিয়েছিল৷ তাঁর মতে, আইএস-এর সঙ্গে তার যোগসূত্রনিয়ে এখন আর তেমন সন্দেহ নেই৷

ম্যানচেস্টারে হামলার পর ব্রিটিশ পুলিশ তদন্তের স্বার্থে হামলাকারীর পরিচয়সহ অনেক তথ্য প্রথমদিকে গোপন রাখতে চেয়েছিল৷ কিন্তু মার্কিন সূত্রে সে সব সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে যায়৷ নিউ ইয়র্ক টাইমস এমনকি হামলায় ব্যবহৃত ডিটোনেটরসহ অনেক বস্তুর ছবি প্রকাশ করেছে৷ মার্কিন প্রশাসন থেকে সেসব তথ্য ফাঁস হয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে৷

এর ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছে৷ বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি উত্থাপন করবেন বলে শোনা যাচ্ছে৷ তার আগে তিনি লন্ডনে কোবরা কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন৷ এমনকি ভবিষ্যতে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্যের আদানপ্রদান প্রশ্নের মুখে পড়তে পারে বলে কিছু মহল মনে করছে৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ