গত জুনের সংসদীয় নির্বাচন থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টারি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন ডিভাইস থেকে ২৪,০০০ বারের বেশি পর্নো ওয়েবসাইটে যাবার চেষ্টা হয়েছে৷ এ খবর অনেকেরই চোখ কপালে তুলেছে৷
বিজ্ঞাপন
একটি পিএ ফ্রিডম অফ ইনফরমেশন রিকোয়েস্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন (পিএ)৷ দৃশ্যত ২০১৭ সালের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ২৪,৪৭৩ বার কোনো-না-কোনো পর্নো ওয়েবসাইটে অ্যাক্সেসের রিকোয়েস্ট করা হয়৷ এক্ষেত্রে পার্লামেন্ট বলতে গোটা পার্লামেন্টারি নেটওয়ার্ক বোঝায়, মেম্বার্স অফ পার্লামেন্ট (এমপি), সংসদের উচ্চকক্ষ হাউস অফ লর্ডস-এর সদস্য ও তাঁদের সহকর্মীরা যে নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন৷ তথ্য অনুযায়ী, দিনে প্রায় ১৬০টি পর্নো রিকোয়েস্ট এসেছে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন ডিভাইস থেকে৷
অবশ্য বিগত কয়েক বছরের তুলনায় পর্নো রিকোয়েস্টের সংখ্যা দৃশ্যত কমতির দিকে, যদিও বিশেষ করে ওয়েস্টমিনস্টারে যৌন হয়রানির একাধিক অভিযোগ ওঠার পরে তাতে কর্তৃপক্ষের সন্তুষ্ট বোধ করার কোনো সুযোগ নেই৷
ব্রিটেনের কাছ থেকে আমরা যা পেয়েছি
সাংস্কৃতিক দিক দিয়ে ব্রিটেন বেশ সমৃদ্ধ৷ শেক্সপিয়ার আর বিটেলস ছাড়াও আরো কয়েকটি দিকের কথা থাকছে এই ছবিঘরে, যা গোটা বিশ্বে ব্রিটেনকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়৷
ছবি: STAFF/AFP/Getty Images
হ্যারি পটার
হ্যারি পটারকে চেনে না গোটা বিশ্বের এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল৷ ব্রিটেনের লেখক জে কে রোওলিং-এর অনবদ্য এই সৃষ্টি শিশু থেকে বৃদ্ধ সবারই মন জয় করেছে৷ হ্যারি পটার সিরিজের অষ্টম বইটি বের হবে আগামী ৩১ জুলাই৷
ছবি: picture-alliance/dpa/dpa-Film Warner
মিনি স্কার্ট
ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার মেরি কোয়ান্ট মেয়েদের পোশাক স্কার্টের নীচের অংশ হাঁটুর উপরে তুলে এনেছেন, আর তাতেই ফ্যাশন জগতে মোটামুটি বিপ্লব ঘটে গেছে৷ ষাটের দশকে বাজারে আসা মিনিস্কার্ট এখনো গ্রীষ্মে পশ্চিমের মেয়েদের অন্যতম পোশাক৷
ছবি: Express/Express/Getty Images
জেমস বন্ড
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিক্রেট এজেন্ট জেমস বন্ড৷ ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং বন্ড সিরিজের প্রথম বইটি লেখেন ১৯৫৩ সালে৷ এরপর থেকে বন্ড চরিত্রে অভিনয় করেছেন অনেক নামি তারকা আর সেসব ছবিতে সুন্দরী নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো৷
ছবি: picture-alliance/dpa
আগাথা ক্রিস্টি
বিশ্বের সবচেয়ে সফল লেখকও ব্রিটেনের৷ ক্রিস্টির বই এখন পর্যন্ত প্রায় চার বিলিয়ন কপি বিক্রি হয়েছে৷ তার অনেক বই থেকে সিনেমাও তৈরি হয়েছে৷
ছবি: picture alliance / empics
কুইন
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন, তবে আরো এক রানী আছে৷ বলছি রক ব্যান্ড কুইনের কথা৷ ব্যান্ডটি গোটা বিশ্বেই পরিচিত৷
ছবি: Getty Images/M. Metcalfe
ফিস অ্যান্ড চিপস
রান্নাবান্নার দিক থেকে ব্রিটেন বিশ্বে খুব একটা নাম করতে পারেনি৷ তাসত্ত্বেও তাদের ফিস অ্যান্ড চিপস মোটামুটি বিশ্বের সর্বত্র পাওয়া যায়৷ তবে ইংলিশ ব্রেকফাস্টের কদরও কম নয়৷
ছবি: Colourbox
চার্লি চ্যাপলিন
বিশ্ব শতকের অন্যতম জনপ্রিয় শিল্পী চার্লি চ্যাপলিন৷ তিনি একজন ব্রিটিশ৷ সেই নির্বাক চলিচ্চিত্রের যুগেই মানুষে মন জয় করেছিলেন চ্যাপলিন৷ এখনো তাঁর জনপ্রিয়তায় ঘাটতি তৈরি হয়নি৷
ছবি: AP
7 ছবি1 | 7
গত মাসে প্রধানমন্ত্রী টেরেসা মে তৎকালীন ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট ডেমিয়ান গ্রিন-কে বরখাস্ত করতে বাধ্য হন, কেননা, গ্রিনের বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালে তাঁর ওয়েস্টমিনস্টার অফিসের কমপিউটারে যে পর্নোগ্রাফিক মেটিরিয়াল পাওয়া গিয়েছিল, সে ব্যাপারে তিনি পুলিশকে ভুল তথ্য দিয়েছেন৷
এদিকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন গত নভেম্বর মাসে সরে দাঁড়াতে বাধ্য হন৷
ভুল করে ক্লিক?
তবে পার্লামেন্ট থেকে অনলাইন পর্নো অ্যাক্সেসের অধিকাংশ প্রচেষ্টাই অনিচ্ছাকৃত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি৷ এছাড়া পার্লামেন্টের সিকিউরিটি সফ্টওয়্যার সাধারণত পর্নো অ্যাক্সেস করার প্রায় সব প্রচেষ্টাই রুখে দিয়ে থাকে৷
‘‘(অনলাইন পর্নো) অ্যাক্সেসের অধিকাংশ প্রচেষ্টা ইচ্ছাকৃত নয়৷ তথ্যে ওয়েবসাইট অ্যাক্সেস করার ‘রিকোয়েস্ট' দেখানো হচ্ছে, ওয়েবসাইটগুলোতে ‘ভিজিট'-এর সংখ্যা নয়,'' পার্লামেন্টের এক মুখপাত্র প্রেস অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন৷ এছাড়া পার্লামেন্টের গেস্ট ওয়াই-ফাই-তে যেসব ব্যক্তিগত ডিভাইস লগ ইন করা হয়েছে, সেগুলোও এই তথ্যে অন্তর্ভুক্ত, বলে তিনি যোগ করেন৷
কোনো অজ্ঞাত কারণে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ ওয়েবসাইট অ্যাক্সেস করার রিকোয়েস্টের সংখ্যা হঠাৎ বেড়ে ৯,৪৬৭-তে দাঁড়ায়, যার মধ্যে সংসদের উভয় কক্ষ অন্তর্ভুক্ত৷ ডেইলি টেলিগ্রাফ পত্রিকা প্রেস অ্যাসোসিয়েশনের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে৷
ব্রেক্সিটের পর ইউরোপ-প্রেম বাড়ছে
ব্রেক্সিট নিয়ে গণভোটের এক বছর পর ইইউ সম্পর্কে ব্রিটেন তথা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মানুষের মনোভাব অনেক ইতিবাচক হয়ে উঠেছে৷ ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না’ – এই প্রবাদ ফলে যাচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber
শীর্ষে জার্মানি ও ফ্রান্স
ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি বলে পরিচিত দেশ জার্মানি (৬৮ শতাংশ) ও ফ্রান্সের মানুষ (৫৬ শতাংশ) কিছু সমালোচনা ও সংশয় সত্ত্বেও বরাবর ইইউ সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন৷ ব্রেক্সিট গণভোটের পর সেই সমর্থন আরও ১৮ শতাংশ বেড়ে গেছে৷ পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷
ছবি: Reuters/H.Hanschke
ব্রিটেনের ভোলবদল
গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার রায় দেওয়ার পর ব্রিটেনের অনেক মানুষের টনক নড়েছে৷ এখন ৫৪ শতাংশ মানুষ ইইউ সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন৷ অর্থাৎ এক ধাক্কায় সমর্থন ১০ শতাংশ বেড়ে গেছে৷ তবে তার ফলে ইইউ থেকে বিচ্ছেদের প্রক্রিয়ায় নড়চড় হবার সম্ভাবনা কম৷
ছবি: Getty Images/AFP/J. Tallis
পোল্যান্ড ও হাঙ্গেরি
কট্টর জাতীয়তাবাদী ও ইইউ-বিরোধী সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও পোল্যান্ড (৭৪ শতাংশ) ও হাঙ্গেরির মানুষ (৬৭ শতাংশ) কিন্তু সমীক্ষায় ইইউ সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন৷ বাকি অনেক দেশের তুলনায় তাঁরা বরং এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber
অর্থনৈতিক উন্নয়নের সুফল
মন্দার ধাক্কা সামলে ইউরোপের অনেক দেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে৷ যেমন নেদারল্যান্ডসের ৮৭ শতাংশ মানুষ এর ফলে সন্তুষ্ট৷ জর্জরিত অর্থনীতি আবার চাঙ্গা হয়ে ওঠায় স্পেনের মানুষের মধ্যেও ইইউ সম্পর্কে উৎসাহ অনেক বেড়ে গেছে৷
ছবি: Getty Images/T. Lohnes
গ্রিস ও ইটালিতে হতাশা
অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ গ্রিসের মানুষ এখনো ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন৷ তাই ইউরোপ সম্পর্কে মাত্র ৩৩ শতাংশ মানুষ তাঁদের উৎসাহ প্রকাশ করেছেন৷ ইটালির অর্থনীতির অবস্থাও ভালো নয়৷ তবে তা সত্ত্বেও সেখানে ৫৬ শতাংশ মানুষ ইইউ-বান্ধব বলে সমীক্ষায় উঠে এসেছে৷
ছবি: Getty Images/AFP/L. Gouliamaki
শরণার্থী সংকট
তুরস্কের সঙ্গে ইইউ-র চুক্তির কারণে শরণার্থীর ঢল কমে যাওয়ায় ইউরোপের অনেক মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন৷ তাঁদের অনিশ্চয়তার সুযোগ নিয়ে বেশ কিছু ‘পপুলিস্ট’ দল ইউরোপবিরোধী আবেগ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে এসেছে৷ পরিস্থিতির উন্নতির ফলে তাদের প্রতি সমর্থন অনেক কমে গেছে৷