1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের আরেক লন্ডন ব্রাইটন!

হেনড্রিক ওয়েলিং/জেডএইচ২১ এপ্রিল ২০১৬

ব্রিটেনের উপকূলীয় শহর ব্রাইটন৷ প্রতিবছর প্রায় ৮০ লক্ষ পর্যটক সেখানে যান ঘুরতে৷ এর মধ্যে বেশিরভাগই যান গ্রীষ্মে৷ তবে শীতকালও ঘোরার জন্য ভালো৷

ব্রাইটনের ছবি
ছবি: DW

ব্রাইটন ‘সাগরপাড়ের লন্ডন' বলে পরিচিত৷ প্রায় আড়াই লক্ষ মানুষের এই শহরে নামকরা বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে৷ যেমন ‘সাইলো' – ব্রিটেনের প্রথম রেস্টুরেন্ট, যেটি কোনো আবর্জনা উৎপাদন করে না৷

ছোট ও ব্যক্তিমালিকানাধীন দোকানের জন্য বিখ্যাত ব্রাইটন৷ নর্থ লেইন ও দ্য লেনস এলাকায় এরকম শত শত দোকান রয়েছে৷ এর মধ্যে একটি ‘চোকিওয়াকিডুডাহ' – অদ্ভুত স্বাদের চকলেট পাওয়া যায় সেখানে৷ এর বিশেষত্ব হাতে বানানো চকলেটের ভাস্কর্য, যার কোনো কোনোটির দাম ৫,০০০ ইউরো! দোকানের মালিক হেনরি এভারেট বলেন, ‘‘ব্যক্তিমালিকানাধীন অনেক দোকান থাকার কারণে ব্রাইটন আসলেই বিশেষ এক শহর৷ দোকানগুলো আয়তনে ছোট হওয়ায় অতিথিরা এখানে আন্তরিক সেবা পান৷ বোহেমিয়ান স্পিরিট আর পার্টি করার কয়েকটি উপযুক্ত স্থান থাকায় ব্রাইটন ফ্যান্টাসির এক শহর৷''

ব্রাইটন-এ পপ গ্রুপ ‘আবা’ছবি: picture-alliance/dpa

ব্রাইটনের সবচেয়ে পুরনো স্থাপত্য রয়েল প্যাভিলিয়ন৷ ভারতীয় স্থাপত্যশৈলীর আদলে তৈরি এই প্রাসাদ শহরের অন্যতম আকর্ষণীয় নিদর্শন৷ ঊনবিংশ শতাব্দীতে রাজা চতুর্থ জর্জ সাগরপাড়ে অবস্থিত তাঁর বাসস্থানকে প্রাচ্যের আদলে পুনরায় সংস্কার করেন৷ চীনা শৈলীতে সাজানো প্রাসাদের ভেতরটা রাজার অমিতব্যয়ী জীবনযাপন সম্পর্কে ধারণা দেয়৷

সংগীতশিল্পী ও চিত্রকরদেরও প্রিয় স্থান ব্রাইটন৷ অনেক পর্যটক সেখানে যান শুধু গ্রাফিতি দেখতে, যেমন ব্যানকসি৷

বন্ধু, আপনি কি ব্রাইটনে গেছেন কখনও? জানান আপনার অভিজ্ঞতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ