1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের আরেক লন্ডন ব্রাইটন!

হেনড্রিক ওয়েলিং/জেডএইচ২১ এপ্রিল ২০১৬

ব্রিটেনের উপকূলীয় শহর ব্রাইটন৷ প্রতিবছর প্রায় ৮০ লক্ষ পর্যটক সেখানে যান ঘুরতে৷ এর মধ্যে বেশিরভাগই যান গ্রীষ্মে৷ তবে শীতকালও ঘোরার জন্য ভালো৷

ব্রাইটনের ছবি
ছবি: DW

ব্রাইটন ‘সাগরপাড়ের লন্ডন' বলে পরিচিত৷ প্রায় আড়াই লক্ষ মানুষের এই শহরে নামকরা বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে৷ যেমন ‘সাইলো' – ব্রিটেনের প্রথম রেস্টুরেন্ট, যেটি কোনো আবর্জনা উৎপাদন করে না৷

ছোট ও ব্যক্তিমালিকানাধীন দোকানের জন্য বিখ্যাত ব্রাইটন৷ নর্থ লেইন ও দ্য লেনস এলাকায় এরকম শত শত দোকান রয়েছে৷ এর মধ্যে একটি ‘চোকিওয়াকিডুডাহ' – অদ্ভুত স্বাদের চকলেট পাওয়া যায় সেখানে৷ এর বিশেষত্ব হাতে বানানো চকলেটের ভাস্কর্য, যার কোনো কোনোটির দাম ৫,০০০ ইউরো! দোকানের মালিক হেনরি এভারেট বলেন, ‘‘ব্যক্তিমালিকানাধীন অনেক দোকান থাকার কারণে ব্রাইটন আসলেই বিশেষ এক শহর৷ দোকানগুলো আয়তনে ছোট হওয়ায় অতিথিরা এখানে আন্তরিক সেবা পান৷ বোহেমিয়ান স্পিরিট আর পার্টি করার কয়েকটি উপযুক্ত স্থান থাকায় ব্রাইটন ফ্যান্টাসির এক শহর৷''

ব্রাইটন-এ পপ গ্রুপ ‘আবা’ছবি: picture-alliance/dpa

ব্রাইটনের সবচেয়ে পুরনো স্থাপত্য রয়েল প্যাভিলিয়ন৷ ভারতীয় স্থাপত্যশৈলীর আদলে তৈরি এই প্রাসাদ শহরের অন্যতম আকর্ষণীয় নিদর্শন৷ ঊনবিংশ শতাব্দীতে রাজা চতুর্থ জর্জ সাগরপাড়ে অবস্থিত তাঁর বাসস্থানকে প্রাচ্যের আদলে পুনরায় সংস্কার করেন৷ চীনা শৈলীতে সাজানো প্রাসাদের ভেতরটা রাজার অমিতব্যয়ী জীবনযাপন সম্পর্কে ধারণা দেয়৷

সংগীতশিল্পী ও চিত্রকরদেরও প্রিয় স্থান ব্রাইটন৷ অনেক পর্যটক সেখানে যান শুধু গ্রাফিতি দেখতে, যেমন ব্যানকসি৷

বন্ধু, আপনি কি ব্রাইটনে গেছেন কখনও? জানান আপনার অভিজ্ঞতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ