আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়া ও সৌদি আরবের ৪৫ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন৷ এই তালিকায় মিয়ানমার সেনাবাহিনীর প্রধানের নামও রয়েছে৷
বিজ্ঞাপন
‘সাম্প্রতিককালের নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের' বিভিন্ন ঘটনায় জড়িত থাকায় তাদের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা তাদের সম্পত্তি জব্দের নির্দেশ দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব৷ মুক্ত গণমাধ্যম, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ব্রিটেনের সংসদকে জানান তিনি৷
ইউরোপীয়দের মূল্যবোধ কেমন?
মানবাধিকার, স্বাধীনতা, সাম্য ও গণতন্ত্র৷ ইউরোপীয় মূল্যবোধের কথা বললে এমন সব চেতনাগত ধারণা উঠে আসে৷ কিন্তু সবাই কি এই মূল্যবোধ ধারণ করে? মোটেও তা নয়৷
পুরুষরা নারীদের চেয়ে ভালো রাজনীতিবিদ!
ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন ঘিরে এখন আলোচনায় ইউরোপের মূল্যাবোধের বিষয়টি৷ কিন্তু এর আসল অর্থ কী? ১০০ জন ইউরোপিয়ানের মধ্যে কতজন এই মূল্যবোধে বিশ্বাসী, কতজন নন? পুরো ইউরোপের কয়েক হাজার নাগরিকের উপর এ নিয়ে একটি জরিপ চালানো হয়েছে৷ তাতে উঠে এসেছে, ১০০ জনের মধ্যে ২৯ জনই বিশ্বাস করেন, নারীদের চেয়ে পুরুষেরা ভালো রাজনীতিবিদ৷
রাজনৈতিক সহিংসতা পছন্দ না
জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই রাজনৈতিক সহিংসতা আর ঘুস আদান-প্রদানের বিরোধী৷ ইউরোপীয় মূল্যবোধ নিয়ে এই জরিপে ১৪ টি দেশের নাগরিকদের তথ্য এসেছে৷ এর মধ্যে আছেন অস্ট্রিয়া, বেলারুশ, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের অধিবাসীরা৷
ভিডিও নজরদারি
জরিপে অংশ নেয়া অর্ধেকের বেশি মানুষ মনে করেন, জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে সরকার নজরদারি ক্যামেরা বসাতে পারে৷ অর্ধেকের কাছাকাছি এর বিরোধী৷ তবে পোল্যান্ড, স্লোভেনিয় ও ক্রোয়েশিয়ার বেশিরভাগ মানুষ ভিডিও নজরদারির বিরোধী৷
স্বর্গ-নরকে বিশ্বাস
১০০ জনের ৩৮ জন স্বর্গে বিশ্বাস করেন৷ এই ৩৮ জনের ৩৩ জন ধর্ম পালন করেন৷ বাকিরা নাস্তিক অথবা নিজেদের ধর্মানুরাগী মনে করেন না৷ ১০০ জনে ২৯ জন নরকে বিশ্বাস করেন৷
সমকামীরা যখন বাবা-মা
সমকামীরা বাবা-মায়ের ভূমিকায় কেমন হবেন তা নিয়ে মত পার্থক্য আছে দেশভেদে৷ আইসল্যান্ডে ১০০ জনের ৮৮ জন মনে করেন নারী-পুরুষ বাবা-মায়ের মতো সমকমীরা সন্তান পালন করতে সক্ষম৷ তবে রাশিয়ায় এমনটা মনে করেন ১০ ভাগ মাত্র৷ যদিও সমাজ বিজ্ঞানের গবেষণা বলছে সমকামী বাবা-মায়েরা সন্তান পালনে খারাপ নন৷
মুসলিম প্রতিবেশী চান না সবাই
প্রতিবেশী হিসেবে খ্রীষ্টানে সমস্যা বোধ করেন স্বল্প সংখ্যক মানুষ৷ অন্যদিকে এক চতূর্থাংশের বেশি বলেছেন, তারা প্রতিবেশী হিসেবে অভিবাসীদের পছন্দ করেন না৷ একই কথা প্রযোজ্য মুসলিমদের জন্য৷ ১০০ জনে ২৫ জনই মুসলিম প্রতিবেশী অপছন্দ করেন৷ ইহুদিদের ক্ষেত্রে এই হার ১২ আর প্রতিবেশী হিসেবে খ্রীষ্টান অপছন্দ পাঁচ জনের৷
ইউরোপীয় মুল্যবোধের ধারণা জরিপ
তথ্যগুলোর সবই উঠে এসেছে ‘ইউরোপিয়ান ভ্যালুস স্টাডি’ নামের একটি গবেষণা থেকে৷ এ গবেষণার মাধ্যমে ইউরোপীয়দের মূল্যবোধ, রাজনীতি, ধর্মসহ বিভিন্ন বিষয়ের ভাবনা নিয়ে প্রতি দশ বছরে কয়েকশ’ প্রশ্ন করা হয়৷ নতুন জরিপটি শুরু হয়েছে ২০১৭ সালে৷ ১৬ টি দেশ থেকে এরই মধ্যে উপাত্ত সংগ্রহ করা হয়েছে৷ সেখানে প্রশ্নগুলোর জবাব দিয়েছেন ২০ হাজার নাগরিক৷ আরো ১০ টি দেশে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে৷
7 ছবি1 | 7
তালিকায় থাকা ব্যক্তিদের ২৫ জন রুশ এবং ২০ জন সৌদি নাগরিক৷ রুশ নাগরিকদের বিরুদ্ধে আইনজীবী সার্গেই মাগনিটস্কি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ অন্যদিকে সাংবাদিক জামাল খাশোগজি হত্যায় সন্দেহভাজন হওয়ায় সৌদি কর্মকর্তাদের তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে৷ এছাড়া উত্তর কোরিয়ার একাধিক ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে৷
তালিকায় আরো রয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং লাইং এবং উপ প্রধান সো উইন৷ তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের তদন্ত এবং বিচারের সুপারিশ করেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷
তবে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র লিসা ন্যান্ডি৷ ব্রিটেন আগে থেকেই দুর্নীতিবাজ, নির্যাতনকারী ও খুনীদের জন্য স্বর্গ, উল্লেখ করেন তিনি৷
এদিকে ব্রিটেনের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া৷ লন্ডনের রুশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ব্রিটেনের শত্রুতামূল পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার রয়েছে৷''
এর আগে যুক্তরাষ্ট্রও এই ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল৷ ব্রিটেনও একই সিদ্ধান্ত নেয়ায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা নীতি এবং আমাদের দুই গণতন্ত্রের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নতুন এক যুগের সূচনা করেছে৷''
উল্লেখ্য, ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ায় ‘গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশন রেগুলেশনস' নামে নতুন নিষেধাজ্ঞা নীতি চালু করেছে ব্রিটেন৷ এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে ব্রিটেনের কর্মকর্তারা একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন রাব৷