1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের প্রথম ‘সাংস্কৃতিক রাজধানী’ ডেরি

ক্রিস্টিনা ক্যুফনার/জেডএইচ২৯ জানুয়ারি ২০১৫

উত্তর আয়ারল্যান্ডের দ্বিতীয় বড় শহরের নাম ডেরি, অনেকে যেটাকে লন্ডনডেরি নামে ডাকে৷ গত কয়েক বছরে শহরটিতে অনেক পরিবর্তন এসেছে৷ সে কারণে ব্রিটেনের প্রথম ‘সাংস্কৃতিক রাজধানী’-র খেতাবও পেয়েছে ডেরি৷

Großbritannien Nordirland Peacock Laden in Londonderry
শহরের বিখ্যাত ‘পিকক’ নামের দোকানটা...ছবি: cc-by-sa-3.0-Ardfern

অভিনেত্রী ও গায়িকা ব্রোনাঘ গ্যালেগার এই শহরে বেড়ে উঠেছেন৷ ৮৫ হাজার অধিবাসীর এই শহরে সাম্প্রতিক সময়ে অনেক পরিবর্তন এসেছে বলে তিনিও অনুভব করেন৷ তিনি বলেন, ‘‘আমাদের অনেকগুলো নামকরা মিউজিক ভেন্যু আছে, আছে অনেক সুন্দর ক্যাফে আর রেস্টুরেন্ট৷ এছাড়া ফয়েল নদীর পাশ দিয়ে আছে সুন্দর হাঁটা পথ৷ নদীর উপর ‘শান্তি সেতু' নির্মাণ করায় বিভক্ত শহর এখন সংযুক্ত৷''

ছবি: Rob Turner

উপর থেকে লন্ডনডেরি শহরের দৃশ্য দেখার সবচেয়ে ভালো স্থান ঐতিহাসিক সীমানা প্রাচীর, যেটা ৯ মিটার প্রশস্ত এবং ইউরোপের মধ্যে সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত৷ এর উপর দিয়ে হেঁটে শহরের পুরনো অংশ পর্যন্ত যাওয়া যায়৷ ব্রোনাঘ গ্যালেগার বলেন, ‘‘প্রাচীরের উপর দিয়ে হাঁটার অনেক জায়গা আছে৷ এভাবে পুরো শহরটা দেখা যায়৷ এ জন্য কতগুলো বেশ ভাল গাইড টুরের ব্যবস্থা আছে৷''

লন্ডনডেরি শহরের ঘটনাবহুল ইতিহাস জানতে যেতে হবে টাওয়ার মিউজিয়ামে৷ ঐতিহাসিক ঘটনার তথ্য ও ছবি সুন্দর ও নিরপেক্ষভাবে সংরক্ষণের জন্য এই মিউজিয়াম অনেক অ্যাওয়ার্ড পেয়েছে৷

মিউজিয়ামের ঠিক বিপরীত দিকে আছে নব্য-গথিক ধারার টাউন হল৷ পুরো আয়ারল্যান্ড দ্বীপের মধ্যে সেখানেই সবচেয়ে বেশি স্বচ্ছ রংমিশ্রিত কাঁচ রয়েছে৷

ডেরি শহর সম্পর্কে ‘সাংস্কৃতিক রাজধানী' কর্মসূচির মুখপাত্র পিটার হুটচেয়নের মন্তব্য, ‘‘যাঁরা এখানে আসেন কিংবা যাঁরা এখানে গত ২০ বছরে আসেননি, তাঁরা শহরের পরিবর্তন দেখে চমকে যাবেন৷ আমার মনে হয়, তাঁরা যদি আসেন তাহলে সময় নিয়ে ঘুরে দেখতে চাইবেন, মানুষজনের সঙ্গে কথা বলে জানতে চাইবেন, শহরের পরিবর্তন সম্পর্কে তাঁদের কী মনোভাব৷ এভাবে তাঁরা শহরের ইতিবাচক পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারবেন৷''

লন্ডনডেরির অধিবাসীরা সামনে এগিয়ে যেতে চায়৷ তাঁরা যদি শহরটাকে আনন্দের শহরে পরিণত করতে পারে, তার মানে এটাই হবে যে, তাঁরা ঠিক পথেই এগোচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ