1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের বাজারে চলে এল প্রথম থ্রি-ডি টিভি

৯ মে ২০১০

থ্রি-ডি শুনলেই মনে হয় সিনেমা হলের বড় পর্দায় বিশেষ চশমা লাগিয়ে ছবি দেখার কথা৷ তবে, এখন আর এই ছবি দেখতে সিনেমা হল অবধি যেতে হবে না, ঘরে বসেই সেই আমেজ উপভোগ করা যাবে৷ হ্যাঁ, এটাই এখন বাস্তব৷

ছবি: Piccolo-Film

 সম্প্রতি ব্রিটেনে প্রথম থ্রি-ডি টেলিভিশন বিক্রি শুরু হয়ে গেল৷ সামসুং কোম্পানি বাজারে এনেছে এই থ্রি-ডি টিভি৷ ৪০ ইঞ্চি এই টেলিভিশনের দাম ১,৭৯৯ পাউন্ড৷ আরেকটি গ্যাজেট সংস্থা, প্যানাসনিক আগামী সপ্তাহেই বাজারে ছাড়বে তাদের থ্রি-ডি টেলিভিশন৷ ওদিকে জুন মাসেই বাজারে চলে আসবে সোনি এবং এলজির থ্রি-ডি টেলিভিশনের চমক৷

তবে, একমাত্র ‘মন্সটার বনাম এলিয়েন্স' টেলিভিশন গেমস এখন পাওয়া যাচ্ছে থ্রি-ডি ব্লু-রেতে৷ ব্লু-রে হল এক বিশেষ ধরণের ডিভিডি প্রযুক্তি৷ তাছাড়া, থ্রি-ডি ক্রেতাদের অপেক্ষা করতে হবে ভবিষ্যতে স্কাই-এর কোন থ্রি-ডি চ্যানেল সংযোগের জন্য৷ থ্রি-ডির সংযোগ বর্তমানে ব্রিটেনের ক্লাবগুলোতে রয়েছে৷ সাধারণ মানুষদের হাতে সেটা পৌঁছতে আরও কিছুদিনের অপেক্ষা প্রয়োজন৷

সামসুং-এর এই থ্রি-ডি টেলিভিশনে স্বাভাবিক সম্প্রচার ছাড়াও এতে দেখা যাবে ব্লু-রে প্রযুক্তিতে নির্মিত ছবিগুলো৷ তবে, এর জন্য ১৫০ পাউন্ড খরচ করে কিনতে হবে এক জোড়া ব্যাটারি চালিত বিশেষ চশমা৷ এই নতুন থ্রি-ডি টেলিভিশনের সর্বপ্রথম ক্রেতা ২৮ বছর বয়সি ম্যাট রাজা বলেন, ‘‘ আমি অনেক দিন ধরেই এটার অপেক্ষায় ছিলাম৷ থ্রি-ডিতে টিভি দেখার মজাই আলাদা''৷ রাজার মতে, এই টেলিভিশন কিনতে অনেক টাকা খরচ হয়েছে৷ কিন্তু, আমি সবসময় সর্বাধুনিক জিনিস কিনতে চাই৷ কারণ, আমার বন্ধুদের থেকে আমি এগিয়ে থাকতে চাই''৷

সামসুং সংস্থার মুখপাত্র জন কেম্পনার জানিয়েছেন, অদূর ভবিষ্যতে অনেক ছবিই থ্রি-ডি প্রযুক্তিতে ও ব্লু-রে ডিভিডির সমন্বয়ে  তৈরি করা হবে৷ তাছাড়া, সেপ্টেম্বর মাসের মধ্যেই স্কাই কোম্পানি থ্রি-ডি চ্যানেল সম্প্রচার শুরু করবে৷  

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ