1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সংকট

২৪ অক্টোবর ২০১২

ইউরোপের সংকটে জর্জরিত দেশগুলির জন্য কিছু সুখবর শোনা যাচ্ছে৷ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের ক্ষেত্রে বাধা আসছে ব্রিটেন থেকে৷

ছবি: dapd

গ্রিস আগামী কিস্তির আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়৷ তবে ইউরোপীয় ইউনিয়ন সোমবার আশা প্রকাশ করেছে, যে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টির ফয়সালা হয়ে যাবে৷ আয়ারল্যান্ডের ব্যাংকগুলি তাদের ঘাটতি পূরণ করতে ইউরোপীয় জরুরি তহবিল ইএসএম'এর সহায়তা পাবে, এমন আশা উজ্জ্বল হয়ে উঠছে৷ জার্মানির পর ফ্রান্সও এই প্রশ্নে নীতিগত সম্মতি জানিয়েছে৷ স্পেনের মতো বড় দেশের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে জার্মানির সংশয় রয়ে গেছে৷ এ সম্পর্কে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ওলঁদ৷ আসলে আয়ারল্যান্ড বা পর্তুগালের মতো ছোট দেশগুলির ক্ষেত্রে যে ব্যতিক্রম করা সম্ভব, স্পেন বা ইটালির মতো বড় দেশের ক্ষেত্রে তার ঝুঁকি অনেক বড়৷ এদিকে ইউরো এলাকার বাইরের দেশগুলিকে নিয়েও দুশ্চিন্তা রয়েছে৷ যেমন শেষ দফার আলোচনা সেরে সাইপ্রাস বেলআউট'এর জন্য আবেদন করতে পারে বলে শোনা যাচ্ছে৷

হেগ ও ভেস্টারভেলেছবি: AP

ইউরোপীয় ইউনিয়ন তথা ইউরো এলাকার যে কোনো বড় সংস্কারের পথে বাধার অভাব নেই৷ বিশেষ করে ব্রিটেন বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা করছে৷ জার্মানি যেভাবে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলির হাতে আরও ক্ষমতা তুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে, ব্রিটেন এবার তার খোলামেলা বিরোধিতা করছে৷ মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের মধ্যে আলোচনায় এই মৌলিক মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে৷ ব্যাংকিং ইউনিয়ন, ফিসক্যাল চুক্তি এবং ফ্রান্সের উদ্যোগে ইউরোপ জুড়ে আর্থিক লেনদেনের উপর কর চাপানোর উদ্যোগের বিরুদ্ধে লন্ডনের আপত্তি বাড়ছে৷ তবে ব্রিটেনের ভেটো'র ভয়ে ইউরোপীয় ইউনিয়নের আগামী শীর্ষ সম্মেলন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছে জার্মানি৷ উল্লেখ্য, জার্মানি ইইউ বাজেট ১ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, ব্রিটেন তার বিরোধিতা করছে৷

ইউরোপে আর্থিক লেনদেনের উপর কর আসছেছবি: picture-alliance/Daniel Karmann

ব্রিটেনের মতো দেশের আপত্তি সত্ত্বেও এদিকে ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশ আর্থিক লেনদেনের উপর কর চাপানোর পদক্ষেপ নিতে অগ্রসর হচ্ছে৷ ইউরোপীয় কমিশন মঙ্গলবার তাদের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে৷ ফ্রান্স, জার্মানি, ইটালি ও স্পেন এই উদ্যোগে সামিল হওয়ায় বাকিদের আপত্তি তেমন গুরুত্ব পাচ্ছে না৷

রাশিয়ার রসনেফট কোম্পানির সাম্প্রতিক অধিগ্রহণের ফলে সোমবার ইউরোপের পুঁজিবাজার কিছুটা ধাক্কা খেয়েছিল৷ অন্যদিকে বন্ড বেচে বাজার থেকে স্পেন ৩৫৮ কোটি ইউরো তোলার যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল, তা পূরণ করা এখনো সম্ভব হয় নি৷ তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারেন্টির কারণে এর ফলে পুঁজিবাজারে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না৷ কারণ বাজার ধরে নিচ্ছে, স্পেন অনুরোধ করলেই বেলআউট এসে যাবে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ