লন্ডনের সেন্ট জেমস প্যালেসে বড় আকারের এক আয়োজনের মধ্য দিয়ে রাজা হিসেবে শপথ নিলেন ওয়েলসের সাবেক প্রিন্স তৃতীয় চার্লস৷
বিজ্ঞাপন
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ৭৩ বছর বয়সি ব্রিটেনের নতুন এই রাজা৷
সত্তর বছর সিংহাসনে থাকার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে মারা যান৷ তার পুত্র রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হবার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের নতুন এক যুগের সূচনা হচ্ছে৷
বৃটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শপথ গ্রহণের আগে তৃতীয় চার্লসকে বৃটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়৷ মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন তিনি৷
শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজকীয় এক আয়োজনে ৭৩ বছর বয়সি তৃতীয় চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়৷
অনুষ্ঠানে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী লিস ট্রাস, আর্ক বিশপ জাস্টিন ওয়েলবে উপস্থিত ছিলেন৷ তাছাড়া গর্ডন ব্রাউন, বরিস জনসন, এবং থেরেসা মেসহ ছয়জন সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যান্য বরেণ্য ব্যক্তিরাও অনুষ্ঠানের অংশ নেন৷ উপস্থিত ব্যক্তিবর্গ ‘গড সেভ দ্যা কিং’ বলে নতুন রাজার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন৷
রানির জীবনাবসানে জাতীয় সংগীত, টাকাসহ যা কিছু বদলাবে
৭০ বছর ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের মুখচ্ছবি ছিল ব্রিটেনের স্ট্যাম্প, কয়েন বা মুদ্রার নোটে৷ তার নামের আদ্যাক্ষর এমনকি আছে পোস্টবক্স, ইউনিফর্ম বা সরকারি নানা সিলেও৷ সবই এখন বদলে যাবে...
ছবি: Reuters/S. Sukplang
রাজোচিত মনোগ্রাম
ব্রিটেনের রাজ ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের প্রত্যেকেরই রয়েছে আলাদা মনোগ্রাম৷ সরকারি ভবন, ইউনিফর্ম, রাজকীয় নানা নথি এবং রাজপরিবার-সংশ্লিষ্ট বিষয়গুলোতে এই মনোগ্রাম থাকে৷ এতদিন রানির নামের আদ্যাক্ষর হিসেবে ইআর (এলিজাবেথ রেগিনা) খচিত থাকতো৷ ল্যাটিন ভাষায় রেগিনা শব্দের অর্থ রানি আর রেক্স রাজা৷ চার্লসের ক্ষমতারোহনে এক্ষেত্রে ‘আর’ অপরিবর্তিত থাকলেও ‘ই’ অক্ষরটি অবধারিতভাবেই বদলাতে হবে৷
ছবি: Peter Macdiarmid/Getty Images
ডাকবাক্সের চিহ্ন
রয়্যাল মেলের পোস্টবক্সে এতদিন ‘ইআরটু’ অর্থাৎ সংক্ষেপে রানি দ্বিতীয় এলিজাবেথ টু-র সংক্ষিপ্ত রূপ থাকতো৷ এখন সেখানে সিআরথ্রি, অর্থাৎ রাজা তৃতীয় চার্লসের নাম থাকবে৷ ব্রিটেন জুড়ে এমন এক লাখ ডাকবাক্স রয়েছে৷ এর সবগুলোর চিহ্ন বদল মহাযজ্ঞই বটে, কেননা, এজন্য নাম পরিবর্তন করলে হবে না, ডাকবাক্সগুলোকেই পাল্টাতে হবে৷
ছবি: Amir Makar/AFP/Getty Images
নতুন ডাকটিকেট
ডাকবাক্সের মতো বদলাবে ডাকটিকেটও৷ রাজার ছবি সম্বলিত নতুন ডাকটিকেট ছাড়বে রয়্যাল মেল৷ সবশেষ এই ডাকটিকেটে বদল এসেছিল ১৯৫২ সালে৷ সেসময় একসঙ্গে ডাকটিকেটে একটি সিরিজ অবমুক্ত করা হয়েছিল৷
ছবি: Daniel Leal/AFP/Getty Images
টাকা-পয়সায় ছবি
বর্তমানে ব্রিটেনের পাউন্ডের কাগজে নোট ও পয়সায় রয়েছে রানি এলিজাবেথের মুখচ্ছবি৷ সামনের দিনে সেখানে চার্লসকে দেখা যাবে৷ তবে রানির মুখের জলছাপ সম্বলিত পাউন্ড বাজারে চালু থাকবে৷ ব্যাংক ও পোস্ট অফিস পর্যায়ক্রমে নতুন নোট ও পয়সা বাজারে ছাড়বে আর পুরাতনগুলো তুলে নেবে৷
ছবি: Reuters/S. Sukplang
জাতীয় সংগীতে থাকবেন না রানি
রানির নামে স্তুতি এবং দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে এতদিন যে জাতীয় সংগীত গাইতেন ব্রিটিশরা তা আর সেভাবে গাওয়া হবে না৷ ‘ইশ্বর রানিকে রক্ষা করুন’ (গড সেভ দ্য কুইন)-এর বদলে এখন তারা গাইবেন ‘ইশ্বর রাজাকে রক্ষা করুন’ (গড সেভ দ্য কিং)৷
ছবি: picture-alliance/dpa/F. May
বদলাবে পাসপোর্টের ভাষা
ব্রিটেনের পাসপোর্ট ইস্যু করা হয় রাজ ক্ষমতায় থাকা রাজা বা রানির পক্ষ থেকে৷ এতদিন সেখানে রানির কথা থাকতো৷ এখন সেখানে পুরুষবাচক শব্দ, অর্থাৎ রাজার কথা উল্লেখিত হবে৷ নতুন পাসপোর্টে বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে এই পরিবর্তন আসবে৷ মেয়াদ থাকা পাসপোর্ট আগের মতোই কার্যকর থাকবে৷
ছবি: Liau Chung-ren/ZUMA/picture alliance
6 ছবি1 | 6
অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় নতুন রাজা তৃতীয় চার্লস বলেন, ‘‘মানুষকে কীভাবে ভালবাসতে হয় এবং কীভাবে অপরকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যেতে হয় আমার মা সারা জীবন তার উদাহরণ রেখে গেছেন৷’’
তার আগে শুক্রবার ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দেন৷ তিনি বলেন, রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন৷
সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করেন চার্লস৷