1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে সচেষ্ট জার্মানি

২০ ডিসেম্বর ২০১১

ইউরো বাঁচাতে উদ্যোগ নিতে গিয়ে জার্মানির সঙ্গে ব্রিটেনের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে৷ কিন্তু কেন?

লন্ডনে সংবাদ সম্মেলনে ভেস্টারভেলেছবি: picture-alliance/dpa

এর কারণ মূলত তিনটি৷ এক, জার্মানি চেয়েছিল একটি নতুন ইইউ চুক্তি৷ এর ফলে ইইউ'র কোনো সদস্যরাষ্ট্র যদি বেশি অর্থ ব্যয় করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল৷ কিন্তু ব্রিটেন সেটা মানতে চায়নি৷ বরং তারা প্রস্তাব করেছিল যেন তাদেরকে শাস্তি প্রস্তাবের বাইরে রাখা হয়৷ তবে জার্মানি তা মানেনি৷ এছাড়া দু'নম্বর কারণটি হলো - ইইউ'র আয় বাড়াতে বিভিন্ন আর্থিক লেনদেনের উপর কর আরোপের প্রস্তাব ছিল জার্মানি৷ ব্রিটেন সেটারও বিরোধীতা করে৷ আর তিন নম্বর কারণ হলো - ইউরো সংকট সমাধানে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি শেষ ভরসা হিসেবে কাজ করুক - এটা চায় ব্রিটেন৷ কিন্তু তাতে আপত্তি জার্মানির৷

ফ্রান্সের সঙ্গেও ব্রিটেনের সম্পর্কে শীতলভাব

জার্মানির সঙ্গে ঠিক যে যে কারণে ব্রিটেনের সম্পর্কের অবনতি, সেগুলো প্রযোজ্য ফ্রান্সের ক্ষেত্রেও৷ এছাড়া ফ্রান্সের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্প্রতি ব্রিটেনের অর্থনীতি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, যেটা পছন্দ হয়নি ব্রিটেনের৷ ক্রেডিট রেটিং সংস্থা এসএণ্ডপি ফ্রান্সের রেটিং কমে যেতে পারে বলে যে মন্তব্য করেছে তার প্রেক্ষিতে ঐ দুই ফ্রেঞ্চ কর্মকর্তা বলেন, তাদের চেয়ে ব্রিটেনের ঋণের পরিমাণ অনেক বেশি৷ ফলে রেটিং কমাতে হলে আগে ব্রিটেনকে দিয়েই শুরু করা উচিত৷ ফ্রান্সের পক্ষ থেকে এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেছেন, এভাবে ব্রিটিশ অর্থনীতির সমালোচনা একেবারেই ‘অগ্রহণযোগ্য'৷

সম্পর্কের এই অবনতি উন্নয়নে জার্মানির প্রচেষ্টা

জার্মানি চাইছে, ব্রিটেনের সঙ্গে সম্পর্কটা ভাল করে ফেলতে৷ তাই তাদের উদ্যোগেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে গেল সোমবার৷ সেখানে বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের একজন অপরিহার্য বন্ধু৷ তিনি বলেন, সর্বশেষ ইইউ সম্মেলনের পর আমাদের দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কমাতে হবে৷ ভেস্টারভেলের এই মন্তব্যই বলে দিচ্ছে দুই রাষ্ট্রের সম্পর্কোন্নয়নে জার্মানির আগ্রহের মাত্রা কতটুকু৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ