1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে করোনার নতুন ধরন বেশি ‘প্রাণঘাতী’

২৩ জানুয়ারি ২০২১

যুক্তরাজ্যে ধরা পড়া নতুন ধরনের করোনা ভাইরাস তুলনামূলক বেশি সংক্রামকই শুধু নয়, বেশি প্রাণহানীরও কারণ হতে পারে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই এমন তথ্য জানিয়েছেন৷

সংবাদ সম্মেলনে করোনার নতুন ধরন নিয়ে গবেষণার প্রাথমিক কিছু ফলাফল জানান জনসন৷ছবি: Leon Neal/Getty Images

শুক্রবার তিনি বলেন, নতুন ধরনের বি১১৭ করোনা ভাইরাসটি মূল ভাইরাসের চেয়েও সম্ভবত বেশি প্রাণঘাতী৷ ‘‘দ্রুত সংক্রমণের পাশাপাশি, লন্ডন ও দক্ষিণ পূর্বে চিহ্নিত হওয়া নতুন ধরনের ভাইরাসটি আরো বেশি মৃত্যুর কারণ হতে পারে বলে কিছু প্রমাণ মিলছে,’’ সংবাদ সম্মেলনে বলেন জনসন৷

ব্রিটেনের সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স জানিয়েছেন, ভাইরাসটি তুলনামূলকভাবে ৩০ ভাগ বেশি প্রাণঘাতী৷ ষাটোর্ধ্বদের ক্ষেত্রে মূল করোনা ভাইরাসে প্রতি এক হাজার সংক্রমণে যেখানে দশজনের মৃত্যুর আশঙ্কা থাকে, সেখানে নতুন ভাইরাসে এই হার ১৩ থেকে ১৪ জন বলে উল্লেখ করেন তিনি৷ যদিও ভ্যালেন্স জানান, এই ফলাফল প্রাথমিক কিছু উপাত্তের ভিত্তিতে পাওয়া, যে কারণে এখনও এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন৷

এমন অবস্থায় বি১১৭ করোনা ভাইরাসটি নিয়ে আরো গবেষণা চলছে বলে উল্লেখ করেন জনসন৷ সামনে সীমান্ত নিয়ন্ত্রণসহ দেশটিতে আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও আভাস দেন তিনি৷

এফএস/জেডএ (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ